Thread Rating:
  • 27 Vote(s) - 3.26 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance জীবন যে রকম ( সম্পূর্ণ ধারাবাহিক উপন্যাস) By Lekhak
#44
শু্ক্লাকে বললাম, ‘না রে কাল বাড়ীতে ফিরে মার সাথেও কথা বলিনিসোজা বিছানায় গিয়ে উঠেছি, আর সেই যে সকালে ঘুম ভেঙেছে, তারপরেই অফিসতোর ফোন এসেছিল, আমি খেয়ালও করিনি।’
আমাকে বসিয়ে রেখে শুক্লা ভেতরে চলে গেলবলল, ‘এই যা ভুলে গেছিবস, তোর জন্য আমি চা টা করে নিয়ে আসি।’
মনে হল, আমাকে যেন ধাঁধায় ফেলে রেখে দিয়েছে, শুক্লাএতকিছু বলছে, অথচ আমাকে এখানে ডাকার কারণটা কিন্তু ও খুলে বলছে না
ঠিক দশ মিনিট পরে শুক্লা চা করে নিয়ে এলোপ্লেট ভর্তি সিঙ্গার নিমকি আর চানাচুর এনেছে।  ওকে বললাম, করেছিস কি? এত কে খাবে? পাগল নাকি?
শুক্লা জোর করল আমায়আমি তবুও প্লেট থেকে একটা করে সিঙ্গারা আর নিমকি তুলে দিলামওকে বললাম, ‘এখন আর এত বেশী খেতে পারি নাজানিস তো আমার পেটের সেই রোগএকবার শুরু হলে, ভীষন কষ্ট দেয়।’
সিঙ্গারা খেতে শুরু করলাম, সেই সাথে চায়ের কাপেও ঠোঁট ছোঁয়ালামশুক্লা চায়ের কাপটা মুখের কাছে ধরে আমার মতন চা খেতে লাগলকিন্তু ওর দৃষ্টি আমার চোখের দিকে দৃষ্টিটা আমি ভাল করে পড়তে পারছি নাকিন্তু বারে বারে একই প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছেও আসলে আমায় কি বলতে চাইছে?
শুক্লা বলল, ‘দেব তোর মনে আছে, আমাদের সেই পিকনিকের কথা? টাকী বসিরহারটে আমরা পিকনিক করতে গিয়েছিলামসৌগত জেদ ধরল, ডায়মন্ডহারবারে যাবেআর তুইও গোঁ ধরে বসলি, পিকনিক হলে টাকীতেই যাবিশেষ পর্যন্ত তোরই জিত হলআর আমরা হৈ হৈ করে পিকনিকটা সেরে এলাম।’
শুক্লাকে বললাম, হ্যাঁ মনে আছেসেদিন তুই আর সৌগত আমাদেরকে ছেড়ে কোথায় চলে গেলিশেষমেষ খুঁজে পাই নাশুভেন্দু, রনি সবারই খুব চিন্তা লেগে গিয়েছিল সেদিন।’
শুক্লা বলল, ‘হ্যাঁ জায়গাটা অত সুন্দরসৌগতও আগে ভাবেনিও ভেবেছিল ডায়মন্ডহারবারের থেকে ভালো বোধহয় কিছু হয় নানিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করে নামাঝে একটা নদী, এদিকে এপার বাংলা ওদিকে ওপারচারিদিকে সারি সারি শুধু নারকেল গাছ, এত মনোরম, এতো সুন্দর, এমন একটা পিকনিক স্পট না এসে পারা যায় নাসারাটা রাস্তা সৌগতর যে রাগটা ছিল, ওখানে গিয়ে একেবারে জল হয়ে গেলআমাকে বলল, চলো না হাঁটতে হাঁটতে দুজনে একটু ওদিকটায় যাইতোরা সেই সময় আড্ডা দিচ্ছিলিঠিক সেই সময় সৌগত আমাকে নিয়ে বেশ কিছুটা দূরে চলে গেলআমি যত বলছি, আর যেও নাওরা চিন্তা করবেও ততই দূরে নিয়ে যাচ্ছে আমাকে।’
শুক্লাকে বললাম, ‘সৌগত তোকে ইচ্ছে করেই আমাদের থেকে দূরে নিয়ে গিয়েছিললুকিয়ে তোকে আদর করবে বলে ডায়মন্ডহারবার হলে সেই সুযোগটা পেত না
শুক্লা বলল, ‘হ্যাঁ সেদিন সৌগত সত্যিই খুব উচ্ছ্বসিত হয়ে উঠেছিলকাছে পিঠে যে এমন সুন্দর একটা জায়গা আছে ও জানতই না।’ আমি সাথে থাকা মানে ও তখন অন্যমানুষগালফ্রেন্ড প্রেমিকা বলে কথা।  ঠিক যেন সুযোগ সন্ধানী পুরুষআমাকে বলল, জানো শুক্লা, আমার মনে হচ্ছে, ফ্যামিলি প্ল্যানিংটা আজ এখানেই আমরা সেরে ফেলিতোমার যদি আপত্তি না থাকে?
আমি শুক্লার কথা শুনছিলাম আর হাসছিলামশুক্লা বলল, ‘কি অসভ্য বলতো? আমাকে বলল, এদিকটা ফাঁকাকেউ আসবে নাচলো তুমি আর আমি কাজটা সেরে ফেলি।’
 শুক্লাকে বললাম, আসলে সৌগত বরাবরই খুব ডেসপারেট ছিলআসলে আমাকে আর বিদিশাকে প্রেম করতে দেখে, ওর মধ্যে এই জেদটা চেপে গিয়েছিলবিদিশা আর আমি-
কথাটা বলেই আমি হঠাৎ থেমে গেলামশুক্লা বলল, কি হল থামলি কেন? বল-
আমি বললাম, না তুই বল, আমি শুনছি
শুক্লা বলল, আমার খুব ভুল হয়েগিয়েছিল দেব, জানিস তোঅকারণে সৌগতকে আমি সন্দেহ শুরু করলামওই অবাঙ্গালী মেয়েটাকে নিয়ে ওর আদিখ্যেতা সহ্য করতে করতে আমারও একদিন ধৈর্যের বাঁধ ভেঙে গেল
শুক্লাকে বললাম, জীবনের এই ভুল গুলোই তোকে এখন কুড়ে কুড়ে খাচ্ছেসবাই কিছু ভুল করেআমিও করেছিতার ফল ভোগ করছি এখন
শুক্লা বলল, ‘তুই তো কোনো ভুল করিস নি দেবআমি তো মনে করি তুই ই এতদিনে সঠিক আছিসতোকে যে ভুল বোঝার সে তোকে ভুল বুঝে ছেড়ে চলে গিয়েছিল।’
তারপর নিজেই বলল, না না আমি ভুল বললামবিদিশা ভালো মেয়েও তো তারপরেও ভুল বুঝেছিলকিন্তু সৌগত তো সেভাবে আমাকে-
আমি বেশ অবাক হলামশুক্লাকে বললাম, কেন সৌগত তো তোকে-
-ভালবাসত? তাহলে আমাকে ও জোর করল না কেন? আমার কথাটা মেনে নিল না কেন? আমার ভুলটাকে ভাঙানোর চেষ্টা করল না কেন? নিজের ইগোকে বজায় রেখে, ও বিয়ে করে বসলো আর একটা সুন্দরী মেয়েকেসত্যিকারের ভালোবাসার এই কি দাম? আমি ভুল করে বসলামতার জন্য সৌগত আমাকে বোঝানোর চেষ্টা করল না? আমাকে এভাবে শাস্তি দিল?
মানুষ সবসময় ভালো কিছু পেতে চায়যখন ভালোর থেকে খারাপই কিছু জোটে, তখন ভাবে যেটা আমার ছিল, সেটাই বোধহয় ভালো ছিলশুক্লা হয়তো ভেবেছিল, মাসীর পছন্দ করা সুপাত্রই বোধহয় ওর জীবনে সুখ স্বাচ্ছন্দ্য এনে দেবেকপালের দোষে সেটাও যখন হল না, তখন শুক্লার জীবনে নেমে এল কালো ছায়াচরম এক আফসোস, এর থেকে সৌগতই বোধহয় পাত্র হিসেবে ওর সন্মন্ধ করা বরের থেকে ভালো ছিল 
শুক্লাকে বললাম, তোর বিয়ের পরবর্তী ঘটনাটা আমি জানি না।  তবে চোখের সামনে যা সব ঘটছে, এখন মনে হচ্ছে বিয়ে থা না করে এভাবেই জীবনটা আমি কাটিয়ে দেবোবলা যায় না, আমার জীবনেও যদি এরকম কিছু ঘটে যায়
শুক্লা বলল, বল তুই একজনকে ছাড়া আর কাউকে বিয়ে করবি না, তাই তো?
আমি বললাম, সেই একজনটা কে? সেটাই তো জানবার চেষ্টা করছি
শুক্লা বলল, কেন? বিদিশা? যে তোর জীবনে আবার ফিরে এসেছে
কিছুক্ষণ চুপ করে রইলাম, আমার মুখে কোন কথা নেইশুক্লা এগিয়ে এল আমার দিকে, আমার হাতদুটো ধরে বলল, সরি দেব, আমি জানি, বিদিশার কথা তুললেই, তুই কিরকম অন্যরকম হয়ে যাসআমি বিদিশার কথা আর তুলবো নাএই আমি কান ধরছি।’
মুখের সামনেই ওভাবে দুটো কান ধরছে দেখে, ওকে বললাম, কি পাগলামো করছিস? আমি কিছু মনে করিনিবল তুই কি বলছিস, আর কান ধরতে হবে নাহাতটা নামাযা বাজে লাগছে
শুক্লা বলল, ‘দেব একটা কাজ করবি, পুরোনো প্রেমকে কিভাবে আবার চাগাতে হয়, আমাকে একটু শিখিয়ে দিবি? আমি তো চেষ্টা করে যাচ্ছি, কিন্তু মনে ঠিক বল পাচ্ছি নাতোর তো তাও একটা উৎস আছে, একটা প্রেরনা আছেএতদিন বাদে একটা হারিয়ে যাওয়া রাস্তাটা খুঁজে পেয়েছিসকিন্তু আমি কাকে পাই? আমারো যে কাউকে দরকার, যে আমাকে শক্তি যোগাবে, প্রেরণা যোগাবেসেরকম তো কাউকে পাচ্ছি না।’
 আমি কি ওর কথার উত্তর দেবো বুঝতে পারছি নাহাঁ করে ওর দিকে তাকিয়ে রয়েছি।  দেথছি, শুক্লা ছলছলে চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছেওর দৃষ্টিতে প্রাণ আছে, কিন্তু প্রাণটা এই মূহূর্তে দেহ থেকে বেরিয়ে যাবে বলে মনে হচ্ছে মুখে কোনো ভাষা নেইযেন একটা শরীর দলা পাকিয়ে দুমড়ে মুচড়ে যাবে বলে মনে হচ্ছে
আমাকে ছলছলে চোখ নিয়েই বলল, দেব আমাকে মরার একটা উপায় বলে দিবিএভাবে বাঁচতে আমার আর ভালো লাগছে নাতোকে মনের কথাটা এতক্ষনে বললাম
চোখ দিয়ে টসটস করে জল গড়িয়ে পড়ছেওর কাঁধে হাত দিয়ে বললাম, এ কি রে? তুই এত আপসেট হয়ে পড়েছিস? কেন কাঁদছিস তুই? এভাবে কাঁদিস নাশুক্লা-
শুক্লা এবার কাঁদতে আমার গায়ে ঢলে পড়লএকটা সান্তনা দেবার মতন ওর পিঠটাকে ধরলামমাথায় হাত বুলিয়ে দিতে লাগলামশুক্লাকে বললাম, কাঁদিস না।  দেখ তুই আমাকে বাড়ীতে ডেকে আনলি, আমারই খারাপ লাগছে
হাত দিয়ে ওর শরীরটাকে ধরে ওকে তুলে বসাতে যাব, দেখলাম, শুক্লা ওই কান্না নিয়েই আমার বুকে মুখ ঘসছে।  কিছু হারাবার ভয়ে, ওই ভাবে মুখ ঘষে নিজেই নিজের সান্তনা খুঁজছে।  আমি শুক্লাকে নিয়ে কি করব বুঝতে পারছি না।  হঠাৎই বলে বসল, ‘দেব, বিদিশার জায়গাটা তুই কি আমাকে দিতে পারিস না?
আমার শরীরটা হঠাৎই কেমন কেঁপে কেঁপে উঠলআমার বুকে ঠোঁট ছুঁয়ে আলতো প্রলেপ দিয়ে যাচ্ছে শুক্লাঠিক এই মূহূর্তে ওকে সান্তনা দিতে দিয়ে আমি নিজেই নিজের রাস্তা খুঁজে পাচ্ছিনাপাগলের মত আমার বুকে মুখ ঘষে আর চুমু খেয়ে শুক্লার যেন নিজেরই হোশ ফিরলোআমাকে বলল, এই যাদেখ তো ইমশোনাল হয়ে পড়ে কিসব করে ফেললাম তোর সঙ্গে? দেব আমি সরি, ভীষন সরি, তোর সাথে এমনটা করলাম, আমার ভীষন খারাপ লাগছে
বলেই শুক্লা আমাকে ছেড়ে দিয়ে এবার বেশ কিছুটা দূরে চলে গেল
কেমন যেন ঘরের মধ্যে একটা স্তব্ধতা বিরাজ করছেআকস্মিক শুক্লার আচরণে আমি স্তম্ভিতবুঝতে পারছি শুক্লার মনে এখন শান্তি বলে কিছু আর অবশিষ্ট নেইকিন্তু মানসিক ভাবে আমিও কিছুটা বিপর্যস্তযাকে কোনদিন প্রেমিকা হিসেবে আমি ভাবিনি, বিদিশার জায়গায় যাকে কোনদিন চিন্তা করিনি, সে আমাকে এক গভীর সমস্যায় ফেলে দিয়েছেশুক্লাকে আমি কি বলব, নিজেই বুঝতে পারছি না
মানুষ আবেগের বশে অনেক কিছু করে বসেপরিনতির কথা চিন্তা না করে সে তখন নিজের ইচ্ছেটাকেই বেশী প্রাধান্য দেয়স্বভাবে, আচরণে তার পরিবর্তন ঘটে কোন কিছু পাওয়ার আশায় সে ছটফট করে ওঠে ভেতরে ভেতরে তার অস্থিরতা ফুটে উঠে শুক্লা মুখে আমাকে সরি বললেও, ওর ভেতরে আমাকে নিয়ে যে একটা প্রবল চিন্তা সেটা আমি ভাল করেই উপলব্ধি করতে পারছি
কিছুটা দূরে গিয়ে শুক্লা বলল, ‘দেখ, তুই আবার আমাকে নিয়ে চিন্তায় পড়ে গেলিএই আমার হয়েছে বড় জ্বালাকখন কি যে করে বসিতোকে সব পুরোনো কথা বলতে গিয়ে নিজেই ইমোশনাল হয়ে পড়লামএই দেব, কি ভাবছিস? তুই সত্যিই চিন্তায় পড়ে গেলি নাকি আমাকে নিয়ে?
আমি কোনো কথা বলছি না দেখে শুক্লা বলল, ‘আজ থেকে শুক্লা খারাপ হয়ে গেল তো তোর কাছে? দেখ আমার কিন্তু বন্ধু বলে কেউ আর রইলো নাসবাই আমার থেকে দূরে সরে গেলতুইও সরে গেলি।’
নিজের মনের মধ্যে কেমন একটা দুশ্চিন্তা তৈরী হচ্ছে শুক্লাকে নিয়েওর কাছে সেভাবে কঠোর হতে পারছি নাকিন্তু নরমও হতে পারছি নাকেমন যেন ডামাডোলে আমি দুলছি
[+] 2 users Like Lekhak is back's post
Like Reply


Messages In This Thread
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:43 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:46 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:49 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:50 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:52 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:54 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:55 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:57 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 11:00 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 11:05 PM
RE: জীবন যে রকম ( সম্পূর্ণ ধারাবাহিক উপন্যাস) By Lekhak - by Lekhak is back - 03-07-2021, 01:48 PM



Users browsing this thread: 14 Guest(s)