03-07-2021, 01:44 PM
(This post was last modified: 03-07-2021, 01:46 PM by TumiJeAmar. Edited 1 time in total. Edited 1 time in total.)
সুনিতা সব ভুলে গিয়ে জাগতিক আকাশের লাল রঙ দেখে আর আমাদের আকাশ সেই লাল রঙ সুনিতার মুখে কি ভাবে প্রতিফলিত হয় সেটা দেখে। ওদের হাত রঙ দেখছিল না। আকাশের হাত কবুতরে আর সুনিতার হাত ময়ুরের ওপর। সূর্য পুরোপুরি দুবে যাবার পরে জাগতিক আকাশ ধীরে ধীরে গাঢ় নীল হতে থাকে টার সাথে মাঝে লালের আভা। সুনিতার মনে হয় স্বপ্ন দেখছে আর স্বপ্নের মাঝে স্বর্গলোকে চলে গিয়েছে। আমাদের আকাশের চোখ যখন আর সুনিতার মুখের লাল রঙ দেখতে পায় না, ও সম্বিত ফিরে পায়, চারপাশে দেখে অন্ধকার হয়ে গেছে। ও সুনিতার ধ্যান ভঙ্গ করে আর বলে উঠে পড়তে।
দুজনে ফিরে যেতে থাকে। একটু পরেই ওরা দেখে চার জোড়া ছেলে মেয়ে বীচে শুয়ে আছে আর সবাই পুরো নগ্ন। একটা ছেলে ওখানেই মেয়েটার সাথে সঙ্গম করছে। বাকিরা শুধু শুয়ে আছে বা একটু আধটু খেলা করছে। সুনিতা ফিস ফিস করে আকাশকে বলে কি নির্লজ্জ ছেলে মেয়ে যে ওইভাবে সবার সামনে সঙ্গম করছে। আকাশরা ওদের পাস দিয়ে চলে যায়। ওরা দেখতে না চাইলেও ওদের চোখ চলে যায় ওদের শরীরের ওপর। একটা ছেলে মেয়ে ওদের দিকে তাকিয়ে হেঁসে হাত নাড়ায়। আকাশ ওদের carry on বলে চলে যায়।
আকাশ বুঝতে পারে কেন ঐদিকটা ফাঁকা ছিল। ওরা বীচে ফিরে যায়। দেখে প্রচুর স্নাক্সের দোকান। নানা রকম স্নাক্স আর বিশেষ করে সী ফুডের স্টল অনেক। বিভিন্ন রকমের মাছ, কাঁকড়া, স্কুইড সব ছিল। যে যেটা চাইছিল সেটাকে মসালা দিয়ে ভেজে দিচ্ছিল। আকাশ সুনিতাকে জিজ্ঞাসা করে ও স্কুইড খাবে কিনা, সুনিতা বলে স্কুইড দেখতে একদম বাচ্চা অক্টোপাস, সেটা খাবার কোন ইচ্ছা নেই ওর। ও বাকি যেকোনো মাছ খেতে পারে। দুজনে একটা মাছ পছন্দ করে নিল আর তারিয়ে তারিয়ে খেল। তারপর এদিক ওদিক ঘুরে বীচেই কফি খেয়ে হোটেলে ফিরে গেল।