Thread Rating:
  • 21 Vote(s) - 3.38 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance সুনিতা মাতা
#26
সুনিতা ওর বন্ধুদের দেখায় সাইনবোর্ডটা। বাকি সবাইও দেখে। আকাশ আর রাজন মিটি মিটি হাসছে। সুনিতার বাবা আর মায়ের মুখে এক অদ্ভুত প্রশান্তির ছাপ। সুনিতা আকাশের দিকে খুশী, বিস্ময় আর জিজ্ঞাসা মিশ্রিত এক আশ্চর্য দৃষ্টিতে তাকায়। আকাশ ওকে সবার সামনে জড়িয়ে ধরে বলে এখন আমি আর তুমি বিয়ে করবো। লতা আর দিব্যা খিল খিল করে হেঁসে ওঠে, মানে ঠিক খিল খিল করে নয় কিন্তু বেশ জোরে জোরে হাসে যেটাকে অট্টহাসিও বলা যায় না। রাজন সবাইকে ওপরে যেতে বলে। সুনিতার বাবা আর মা প্রথমে, তারপর আকাশ আর সুনিতা, তারপর বাকি সবাই ওপরে উঠে বিবাহের অফিসে ঢোকে। রাজন আগে থেকে সব ব্যবস্থা করেই রেখেছিল। সুনিতা এতটাই অবাক হয়ে গিয়েছিল আর মনের ভেতর থেকে প্রচণ্ড পরিমান সুখের ধাক্কা আসছিল যে ও কোন কথাই বলতে পারছিল না। বিবাহের অফিসে ঢুকে একটা চেয়ারে ধপাস করে বসে পড়ে। দিব্যা আর লতা ওকে কি হয়েছে জিজ্ঞাসা করতেই সুনিতা ভ্যাঁ করে কেঁদে ফেলে।  ওর মা ওর মাথায় হাত দিয়ে জিজ্ঞাসা করে কি হল, কিন্তু সুনিতার কান্না থামেই না। মীনা দিদিকে আদর করতে থাকে। ও ঠিক বুঝতে পারছিল না ব্যাপারটা। দিব্যা ওর পাশে বসে ওর মাথা নিজে বুকে মধ্যে নিয়ে নেয়, একটু পরে সুনিতা কিছুটা ধাতস্থ হলে জিজ্ঞাসা করে কি হয়েছে। সুনিতা কাঁদো কাঁদো গলায় বলে ওর বাবা, মা, আকাশ সবাই বাজে। ও কারো সাথে কথা বলবে না। আকাশ বিয়ে করছে করুক কিন্তু ও আকাশের সাথে কোথাও যাবে না। আকাশ ওকে মোটেও ভালোবাসে না।


এরপর অনেক কথা বলে সবাই মিলে অনেক বুঝিয়ে শান্ত করে। অবশেষে সুনিতার মুখে হাঁসি আসে। ওর মা ওকে আস্তে করে জিজ্ঞাসা করে ও খুশী কিনা সুনিতা ছোট্ট করে উত্তর দেয়, “ভীষণ”।

আকাশ একটা আংটি নিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসে পরে আর বলে, “সুনিতা, তুমি কি চিরদিনের জন্যে আমার কাছে আসবে”?
সুনিতা বলে, “জানিনা যাও, সবার সামনে এইভাবে বললে আমার লজ্জা লাগে”।

আকাশ ওইভাবে বসেই থাকে। সুনিতা আবার বলে, “আমি তো তোমার জন্যেই বসে আছি, কবে সাথে করে নিয়ে যাবে বলে”।

বিবাহ সংস্থার ম্যানেজার এসে ওদের সব নিয়ম মত ফর্মালিটি পুরন করেন। আকাশ আর সুনিতা সই করার পরে আকাশের পক্ষ থেকে সই করে রাজন আর দিব্যা। সুনিতার পক্ষ থেকে সই করে ওর বাবা আর মা। তারপর রাজন আর দিব্যা দুজনকে দুটো মালা দেয় আর বলে মালা বদল করতে। ওরা হাঁসি খুশী ভাবে মালা বদল করে। আকাশ আর সুনিতা বাবা আর মাকে প্রনাম করে। ওনারা দুজনকে খুব আশীর্বাদ করেন। সুনিতার বাবা চোখে জল নিয়ে আকাশকে বলেন, “তোমার কাছে আমার একমাত্র হীরার টুকরো দিয়ে দিচ্ছি, ঠিক মত রাখবে বাবা”। আকাশ নীরবে মাথা নেরে সায় দেয়। রাজন এসে আকাশকে কংগ্রাচুলেট করে। তারপর বাকি সবাই আসে আর হাত মেলায়। দিব্যা গিয়ে সুনিতাকে জড়িয়ে ধরে। লতাও তাই করে। আকাশ মীনাকে কোলে নিয়ে বলে ওর কেমন লাগছে। মীনা বলে, “আমি প্রথম দিন থেকেই বুঝে গেছি দিদি কি চাইছে, আমি যখন দিদকে বললাম দ্যাখ কি সুন্দর দেখতে, একেবারে হিরো হিরো। দিদি বলেছিল হিরো না কচু, শুধু বই পরে কেমন বোকা বোকা। তখনই আমি বুঝে গিয়েছিলাম দিদি কি চাইছে। তাইত আমি আকাসদাদার সাথে কথা বলে দিদিকে ধরে নিয়ে গিয়েছিলাম”।

নিস্পাপ বাচ্চারাই আগে বুঝতে পারে কোথায় ভালবাসা আছে।  সবাই ম্যানেজার কে ধন্যবাদ দিয়ে নীচে নেমে আসতে থাকে। সুনিতার বাবা মা আগে নেমে গেলেন। তখন রাজন আকাশকে বলল বিয়ের পরের প্রথম ভালবাসার চুমু খেতে সুনিতাকে। আকাশ কিছু শুরু করার আগেই সুনিতা গিয়ে আকাশকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ওর ঠোঁটের ওপর নিজের ঠোঁট চেপে ধরে আর চেপে ধরেই থাকে। আকাশও ওকে নিবিড় আবেগে জড়িয়ে ধরে। প্রায় পাঁচ মিনিট ধরে ওরা চুমু খায়। তারপর সুনিতা বলে ওঠে, “আমি কোনদিন ভাবিনি তুমি আমাকে এই ভাবে সুখী করবে। আমি সাড়া জীবন তোমার আর শুধু তোমারই থাকব”।

আকাশ ওর হাত ধরে নীচে নিয়ে যেতে যেতে বলে, “আমি সবসময় তোমার হাত এইভাবেই ধরে নিয়ে যাব”।

সবাই নীচে একসাথে হয়ে জিপে বসে ওখান থেকে সবাই একটা মন্দিরে যায়ওখানে আগে আকাশ আর সুনিতা একসাথে পুজা আর আরতি করেপুজারি ওদের আশীর্বাদ করলেন। তারপর বাকি সবাই পুজা দিল। ততক্ষনে রাত্রি আটটা বেজে গেছে। রাজন সবাইকে সেই হোটেল ক্যাসিনোতে নিয়ে যায়সবাই মিলে বাঙালি মাছের কালিয়া আরে দই মাংস দিয়ে ডিনার করএই মেনু আকাশ আর রাজন মিলে ঠিক করে ছিল।

এতক্ষন আকাশ আর সুনিতা প্রায় কোন কথা বলেই নি। ফেরার সময় জিপে বসে আকাশ সবাইকে ওর ভবিস্যত প্ল্যান বলেও যা যা বলে তা হল, ও দশ দিন থাকবে, তারপর সোজা কলকাতায় ফিরে যাবে। প্রতি ছয় মাসে একবার পালঘাটে আসবে। আর সুনিতার গ্রাজুয়েশন পুরো হয়ে গেলেই ওকে কলকাতায় নিয়ে যাবে। এর মাঝে ও একবার ওর মা আর বাবাকে পালঘাটে নিয়ে যাবার চেষ্টা করবে।  তারপর নানা রকম গল্প করতে করতে বাড়ি পৌঁছে যায়সুনিতার বাবা আর মা ঘরে ঢুকে গেলে রাজন, দিব্যা আর লতা ওদের দুজনকে নিয়ে ওদের আরেকটা ঘরে নিয়ে যায়। আকাশ আর সুনিতা ঢুকে দেখে পুরো ঘর আর বিছানা ফুল দিয়ে সাজানো। এটা আকাশও জানত না। ও কিছু জিজ্ঞাসা করতে যেতেই, রাজন বলে যে ওই ঘর সাজানো ওর উপহার নতুন দম্পতির জন্যে। ওদের ফুলসজ্জার জন্য। রাজন আগে কোন একটা বাংলা সিনেমাতে যেরকম দেখেছিল ও ওখানকার লোক দিয়ে সেইরকম সাজানর চেষ্টা করেছে। যাতে আকাশ আর সুনিতার ভবিষ্যৎ জীবন সবসময় ফুলে ফুলে ভরে থাকে।  আকাশ আর সুনিতা আবার বাইরে গিয়ে বাবা মাকে প্রনাম করেওনারা আশীর্বাদ করলেন। আকাশ আর সুনিতা দুজনেই মীনাকে কোলে জড়িয়ে আদর করেমীনা বলে ওর জামাইবাবু খুব পছন্দ হয়েছে।

রাজনরা তিন জনে মিলে আকাশ আর সুনিতাকে ঘরে ঢুকিয়ে দিয়ে বলে আসে ওদের যা ইচ্ছে করতে, কেউ কিচ্ছু বলবে না। লতা বলে, “আকাশ ভাই আজ গোলপোস্টের মাঝখানে কোন গোলকিপার নেই, কাল শুনব তুমি কত গুলো গোল দিলে”।
[+] 2 users Like TumiJeAmar's post
Like Reply


Messages In This Thread
সুনিতা মাতা - by TumiJeAmar - 28-06-2021, 12:11 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 28-06-2021, 12:29 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 29-06-2021, 01:53 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 29-06-2021, 02:30 PM
RE: সুনিতা মাতা - by Kallol - 29-06-2021, 05:09 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 01-07-2021, 01:35 PM
RE: সুনিতা মাতা - by Kallol - 02-07-2021, 05:55 PM
RE: সুনিতা মাতা - by TumiJeAmar - 03-07-2021, 01:24 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 05-07-2021, 10:05 AM
RE: সুনিতা মাতা - by ddey333 - 07-07-2021, 04:03 PM
RE: সুনিতা মাতা - by Kallol - 07-07-2021, 07:13 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 06-01-2022, 10:14 AM
RE: সুনিতা মাতা - by ddey333 - 06-01-2022, 03:53 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 06-01-2022, 03:54 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 06-01-2022, 05:44 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 06-01-2022, 05:45 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 06-01-2022, 05:47 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 06-01-2022, 05:48 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 06-01-2022, 05:49 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 06-01-2022, 05:51 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 06-01-2022, 10:09 PM
RE: সুনিতা মাতা - by Siraz - 06-01-2022, 10:15 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 30-03-2022, 01:15 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 09-01-2023, 07:05 AM
RE: সুনিতা মাতা - by S_Mistri - 09-01-2023, 10:10 AM
RE: সুনিতা মাতা - by kourav - 12-01-2023, 07:38 PM



Users browsing this thread: 2 Guest(s)