03-07-2021, 11:04 AM
(This post was last modified: 03-07-2021, 11:05 AM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(03-07-2021, 03:00 AM)ray.rowdy Wrote:বুম্বা, ভালোই হয়েছিলো যে ullu ওয়ালারা "সুরাজ্পুরে শুরু" গল্পটির web series বানায়নি. যদি কোনদিন ওর web series হয় তবে চাইবো যে bindastimes ওয়ালারা বানাক. কারণটি সহজেই অনুমেয় - আর তা আন্দাজ করার জন্য কোনো পুরস্কারও নেই. "পরমার পরাজয়" নিয়ে "The Trap" নামে একটি তৈরী হয়েছিলো. তখন ওটা আমার খুব দারুণ লেগেছিলো. এখন মনে হয় ওটা যদি এখনকার সময়ে বানানো হতো. সেই একই কারণ.
তুমি বললে তোমার "চক্রব্যূহে শ্রীতমা" আগামী এক পক্ষকালের মধ্যে শেষ হয়ে যাবে. আর তুমি কিছুটা ব্যস্ত হয়ে পড়বে. তোমায় একটা অনুরোধ ছিলো. যদি তুমি অন্য কোনো গল্পের প্লট নিয়ে ভেবে না থাকো, তুমি desicplz এর "আমার দীপ্তি" গল্পটিকে শেষ করার চেষ্টা করো. আমার মতে অধিকাংশ পাঠকই সাধুবাদ জানাবে. আমার দৃঢ় বিশ্বাস "আমার দীপ্তি"-র মান ও পর্যায় বজায় রাখার মতো লেখনীর ধার তোমার মধ্যে রয়েছে. আর গল্পের মৌলিকত্ব নিয়ে ভেবো না. কেননা desicplz নিজেও literotica তে একটি খুব জনপ্রিয় গল্প "Boss's Hostile Takeover of My Wife"-এর অনুকরণে ভারতীয় পটভূমিকায় এই গল্পটিকে লিখতে শুরু করেছিলেন. কোথাও কোথাও তো ওনি পুরো scene to scene copy করেছিলেন. তবু ওনি গল্পটিকে দারুণভাবে লিখেছিলেন. যদি তুমি যেখানে ওনি থেমে গিয়েছিলেন সেখান থেকে শুরু করো সেটা ভালো. আরও দারুণ হবে যদি তুমি পুরো গল্পটাকেও নিজের মতো করে লেখ (revamp) - তাহলে তুমি অনেকটা স্বাধীনতা নিয়ে লিখতে পারবে. গল্পটি একটি masterpiece ছিলো, তুমিও ওটাকে as a masterpiece ই শেষ করতে পারবে.
আমি একজন পাঠক. আমি আদেশ-উপদেশ দেওয়ার কেউ নই. শুধু অনুরোধ করতে পারি. তুমি লেখক. তোমার ইচ্ছা-অনিচ্ছা, সময়-অসময়, ভালো লাগা-মন্দ লাগা সর্বোপরি. অনুরোধ করবো তুমি একবার ভেবে দেখো. খুব ভালো হবে.
আর বাকী রইলো, "চক্রব্যূহে শ্রীতমা"-র কথা. এক কথায় বলবো দারুণ হচ্ছে. এতো likes, repu points, comments আর views এরই সাক্ষী.
আরে গুরু .. অনেকদিন পর তোমার দেখা পেলাম .. আশা করি শরীর ঠিক আছে নিশ্চয়ই ..
এই মাসের মাঝখান থেকে কাজের চাপে ভালোরকম ব্যস্ত হয়ে পড়বো .. ফলে লেখার সুযোগ হয়তো পাবো না। তাই সেরকমভাবে কোনো গল্পের প্লট নিয়ে এখনই ভাবি নি।
আর তুমি যে "আমার দীপ্তি" গল্পের কথা বলছো .. সেই পরিপ্রেক্ষিতে বলি .. গল্পটি যেখানে অসমাপ্ত রেখে লেখক চলে গিয়েছিলেন, সেখান থেকে শুরু করতে গেলে পাঠকেরা সেইভাবে নেবে না ব্যাপারটাকে আর আমিও লিখে আনন্দ পাবো না। তাই একেবারে নতুন আঙ্গিকে শুরু করতে হবে গল্পটি। আমার মতে তার থেকে একটি নতুন গল্প লেখাই যুক্তিযুক্ত হবে।
তবে আমি সব সময় পাঠকদের পছন্দ-অপছন্দ মেনে লিখি। একথা তুমি ভালো করেই জানো .. কারণ কমেন্টের মাধ্যমে এই গল্পের প্লট এবং ভবিষ্যতে কি করা উচিৎ আমার, সেটা তোমরাই বেশ কয়েকজন পরপর সাজিয়ে দিয়েছিলে .. একদম সেই অনুযায়ী লিখে আসছি। শুধুমাত্র চরিত্রগুলো সংযোজন এবং বিয়োজন আর বুদ্ধিদীপ্ত পদ্ধতিতে রহস্য ভেদ এইটুকু আমার মস্তিষ্কপ্রসূত।
তাই পাঠকেরা যদি চায় "আমার দীপ্তি" পুনরায় শুরু করি বা নতুন করে লিখি তাহলে অবশ্যই লিখবো ভবিষ্যতে।
ভালো থেকো