Thread Rating:
  • 12 Vote(s) - 2.83 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
আদিরসাত্মক অণুগল্প সমগ্র by kamonagolpo
#14
সেদিন কাকা একটু বেশি বাড়াবাড়ি করলেন। প্রতিদিন অফিস যাওয়ার আগে উপরে উঠে এসে বাড়ির বড়দের প্রণাম করতেন। সেদিন সেসব এর ধারেই গ্যালেন না, সোজা এসে ঢুকলেন নিজের ঘরে। কাকিমা এঘরেই সোয়। তখন কাকিমা বিছানা ঝাড়ছিল। হ্যাঁচকা টানে কাকিমা কে নিজের দিকে ফিরিয়ে কাকা কষিয়ে থাপ্পর মারলেন, বিড়বিড় করে বললেনঘরভাঙানি' তারপর দুমদুম করে পা ফেলে নিচে নেমে গ্যালেন। কাকিমা বিছানায় উপুড় হয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল।

আমরা সব ধারে কাছেই ছিলাম, সাথে ফুলদিও ছিল। আমরা সব কিছু দেখলাম, শুনলাম। কিন্তু ফুলদি আর থাকতে না পেড়ে বাবা কে গিয়ে সব কিছু বলল। বাবা তখন খেতে বসবেন, মা সব সাজিয়ে গুছিয়ে টেবিল রেখেছে। সে সব সরিয়ে রেখে বাবা ফুলদি কে বলল- ‘ তুই বাইরে যা, আর শোন বাড়ির বাকিদের এঘরে আসতে বল; তোর ছোট কাকিমাকেও বলবি' তারপর নিজে নিচে গিয়ে কাকা কে ডেকে নিয়ে এলেন। আমারা সব্বাই তার আগেই ঘরে চলে এসেছি।

কাকা কে ঘরে ঢুকিয়ে বাবা দরজা ভেজিয়ে দিলেন। তারপর কাকার দিকে ঘুরলেন, কাকিমার দিকে আঙুল তুলে কাকাকে জিজ্ঞেস করলেন-‘ ওর গায়ে তুই হাত তুলেছিস?’

কাকাঃহ্যাঁ

কেন জানতে পারি কি?’

আমরা সব্বাই চিত্রার্পিতর মত দাড়িয়ে আছি। কেউ কোন কথা বলছে না, এমন কি কাকিমাও মাথা নিচু করে রয়েছে।

এরপর বাবা আর থাকতে পারলেন না, এগিয়ে এসে কাকা কে থাপ্পর মারেলন।

তোর লজ্জা করে না বাড়ির বউ এর গায়ে হাত তুলিস? একবারও ভাবিস না যে ওর কোন দোষ নেই। প্রথম দিন থেকে যে অসঝ্য মানসিক যন্ত্রণা ওকে দিয়ে চলেছিস, তো তার পরিবর্তে কিছু বলে কি? যদি তোর বিরুদ্ধে পুলিশ অভিযোগ করে?, সামলাতে পারবি তো?’

পাশ থেকে বরপিসি বলল-‘ শুধু পড়াশোনা শিখে বছর বছর পাশ করে এতদূর অবধি এসেছিস, মানুষ আর হস নি

এই প্রথম নীরবতা ভেঙে কাকিমা বললেন- ‘আমি একটু ওর সাথে কথা বলতে চাই’, বলে কাকার দিকে ইশারা করলেন।

মাঃওদের একটু আলাদা করে কথা বলতে দেয়া হোক। আর দোষ তো ঠাকুরপো নিজের স্ত্রীর কাছে করেছে, ক্ষমা ওর কাছেই চাক
বাবা কাকার দিকে ফিরে- ‘ যদি কোন থানা পুলিশ না করে, তালে ভাবিস না যেন যে তুই বেঁচে গেলি। এরম ব্যবহার যদি কখনও ওর সাথে করিস তাহলে আমি নিজে গিয়ে থানায় জানাবো, তাতে আমাদের সম্মান থাকুক আর না থাকুক; নে এবার কি বলবি বল- আমরা বেড়িয়ে যাই; তোমরা চলে এসো

আমরা সব্বাই বেড়িয়ে এলে, কাকিমা দরজা বন্ধ করে খিল তুলে দিলেন। আর সঙ্গে সঙ্গেই বাবা, মা, বরপিসি... বড়রা সব্বাই দরজায় কান পাতলেন, ভিতরে কি কথা হয় শোনার জন্য। ছোটবেলায় এরাই শিখিয়েছিলেন অন্যের কথা এরম লুকিয়ে চুরিয়ে শুনতে নেই। এখন দ্যাখো...

কাকিমা ঘরের ভিতর বলতে শুরু করেছেন-‘ দ্যাখো, তুমি যে কথা লোকানোর জন্য মনে কষ্ট পেয়েছ তা আমি জানি। কিন্তু এতে আমার দোষ তা কোথায়? আমার সাথে যা হয়েছে তাতে তো আমার হাত ছিল কি? আমি জানি তুমি ভাল লোক, পাষাণ হৃদয় না; তা সত্ত্বেও আমার সাথে কেন এমন কর?’

কাকাঃতুমি সব চুপচাপ সঝ্য করতে কেন?’

কাকিমাঃসঝ্য করতাম কারণ, তুমি খারাপ মানুষ নোও। মেয়েরা একটা পুরুষের চালচলন, হাভভাব, চোখের চাওনি দেখে সব কিছু বুঝতে পারে। আমি জানতাম তোমার মধ্যে একটা টানাপড়েন চলছে, সেটা কেটে গ্যালেই তুমি আবার সেই পুরনো তুমি-তে ফিরে যাবে। কষ্ট আমারও হত, কাঁদতামও... কিন্তু জানতাম সব ঠিক হয়ে যাবে। মেয়েদের অনেক কিছুই সঝ্য করতে হয়, সংসারের জন্য। একটা মেয়ে একটা সংসার গড়তেও পারে, আবার চোখের নিমেষে গুড়িয়েও দিতে পারে; বুঝেছ?’

কাকাঃএসব শুনে আমি কি করব, আগে বল তুমি ক্ষমা করলে কিনা আমায়??’

কাকিমাঃএত ডায়ালগ দিলাম তাও বুঝলে না... আচ্ছা দাড়াও, অন্য ভাবে বুঝাচ্চি...’

কিভাবে??’

এভাবে’- কাকিমা বলল।

তারপর একটা শব্দ

চকাস

তারপর সব চুপ।

বড়রা সব্বাই ছিটকে সরে এল। যে যার ঘরের দিকে পা বাড়াল।

দাদুঃআজকালকার মেয়ে গুলো সব আধুনিক হয়েছে... যতোসব...’

বাবাঃমিছিমিছি রাগারাগি করলাম

বরপিসি বাবাকেঃতুই আর বুঝবি কি করে বল, যে শেষটা এরম হতে চলেছে...’

বড়রা সরে যাওয়ার পরও আমরা দাড়িয়ে রইলাম। সবার প্রথম রঞ্জু দা বলে উঠল- ‘ এটা কি হল???’

ফুলদি গম্ভীর মুখে বলল- ‘Adult প্রবলেম...’

আমরা জোরে হেসে উঠলাম। ফুলদিও হাসছে
[+] 1 user Likes ddey333's post
Like Reply


Messages In This Thread
RE: আদিরসাত্মক অণুগল্প সমগ্র by kamonagolpo - by ddey333 - 02-07-2021, 12:38 PM



Users browsing this thread: 3 Guest(s)