Thread Rating:
  • 9 Vote(s) - 3.22 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Non-erotic দেবলীনার সংসার জীবন by MANOJ M
#20
এগারো


বারান্দায় একটা চেয়ারে বসে সঞ্জীবাবু বিশ্রাম করছিলেন। দেবলীনা ফুলদানিতে কতকগুলো ফুল সাজাতে সাজাতে বললো - বাবা আপনাকে একখানা বই এনে দেবো ?
-
বই, না। আজ যেন পড়তে ভালো লাগছে না। শুধু বসে থাকতে ভাল লাগছে।

দেবলীনা হেঁসে বললো - বেশ তো আজ শুধু বিশ্রামই করুন না।
সঞ্জীবাবু একটু থেমে বললেন - হ্যাঁ মা, ভালো কথা। তোমাকে বলতেই ভুলে গিয়েছিলাম। আগামী সোমবার আমাদের গ্রামে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাকে সভাপতিত্ব করার জন্য নিমন্ত্রণ করে গেছে। বলো কি করি? বড় চিন্তায় ফেলে দিয়েছে।
-
কেন বাবা এতে আর চিন্তার কি আছে ?
সঞ্জীবাবু একগাল হেঁসে বললেন - চিন্তা নেই? দেখো মা, আমি উকিল মানুষ। কোনদিন এধরণের অনুষ্ঠানে যোগদান করি নি। অবশ্য এসব দেখতে শুনতে আমার উৎসাহ চিরকালেরই আর ছোটবেলায় এর পেছনে পয়সাও কম যায় নি।
-
আমি বলি কি বাবা, আপনি অমত করবেন না। রাজী হয়ে যান।
-
বলছো বটে কিন্তু আমি তো এসব সম্বন্ধে কিছুই বুঝি না। অন্ততঃ একটা বক্তৃতাও তো দিতে হবে।
-
সময় মতো সব ঠিক হয়ে যাবে। দেবলীনা বললো।

সঞ্জীবাবু একটু আবদারের সুরে বললেন - তা বললে হবে না মা। বক্তৃতাটা তাহলে তোমাকেই লিখে দিতে হবে।
-
আমি !! দেবলীনার মন যেন কেঁপে উঠলো।
-
হ্যাঁ, তুমি। এবং আমার সঙ্গে তুমিও চলো না কেন ?
দেবলীনা যেন একটা অসহায় অবস্থার মধ্যে পড়ে যায়। সে নিজেকে এখান থেকে লুকাতে পারলে যেন বাঁচে। অস্পষ্ট সুরে বললো - না--বাবা--না। আমাকে যাবার জন্য বলবেন না।
-
কেন মা ?
প্রশ্নটা যেন দেবলীনার প্রাণে ঝংকার দিয়ে উঠলো। কেন সে যেতে রাজী নয়, সেকথা দেবলীনা নিজেও চট করে বুঝতে পারছে না।

কুমারী জীবনে সে কি না করেছে? এসব সাংস্কৃতিক অনুষ্ঠানে তার নাম লেগেই ছিলো। তাছাড়া আজ সভা কাল সভা। সব জায়গায়তেই বক্তৃতা দিতে হতো তাকে কিন্তু আজ সে সংসারী হয়েছে। স্বামী পেয়েছে, ঘর পেয়েছে, আবার পাবে সন্তান। আর কতই বা দেরী তার মা সাজতে। এখন কি এসব করা সাজে ?
দেবলীনার মনে পড়ে যায় এসব যেন মদে আক্রান্ত নেশার মতো। একবার ধরলে সহজে সবের আক্রমণ থেকে নিজেকে নিস্কৃতি দেওয়া যায় না।

দেবলীনার অবিবাহিত জীবনটা ঠিক এমনি এক নেশায় মত্ত হয়েছিলো। রাত নেই,দিন নেই এই সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে মত্ত হয়ে থাকতো। একবার যে পথ থেকে সে অতি কষ্টে মুক্তি পেয়েছে আর সে পথে পা বাড়াতে চায় না।

নিরুত্তর দেখে সঞ্জীবাবু নিজেই বললেন - ওসব ওজর আপত্তি আমি শুনবো না মা। আমাকে সভাপতি হবার অনুমতি যখন দিয়েছো, তখন তোমাকেও সাহায্য করার জন্য যেতে হবে।
দেবলীনা তখনো চুপ করে রইলো

Like Reply


Messages In This Thread
RE: দেবলীনার সংসার জীবন by MANOJ M - by ddey333 - 02-07-2021, 12:16 PM



Users browsing this thread: 1 Guest(s)