Thread Rating:
  • 27 Vote(s) - 3.26 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance জীবন যে রকম ( সম্পূর্ণ ধারাবাহিক উপন্যাস) By Lekhak
#19
মাধুরী বললো, ‘ছোড়দা যদি তোমাকে আধঘন্টা বলে থাকে, তাহলে ধরে নাও ওটা একঘন্টাওর সব কিছুতেই লেটআজও অবধি কোনদিন টাইম মত কিছু করেনিতারপর হেসে বললো, দেখছো না বিয়েটাও করছে না এখনোএখনো নাকি ওর বিয়ে করার টাইম হয় নি।’
আমি বললাম, শুভেন্দু তো বলেছে, ‘বিয়ে আর করবে না এ জীবনে।’
মাধুরী হেসে বললো, ‘ওর মত তুমিও সেই ভুলটা আর কোরো না।। বিয়ে যদি না করোসারাজীবনের মত পস্তাতে হবে, এই আমি বলে দিচ্ছি।’
বলেই ও ভেতরে চলে গেলআমি বসার ঘরটায় বসে একটা ম্যাগাজিন উল্টে পাল্টে দেখতে লাগলামমনে হল, সকালে ডায়েরীতে শুভেন্দুর ব্যাপারে অনেক কথাই লিখেছি, কিন্তু এই কথাটা একবারও লেখা হয় নিশুভেন্দুর সব কিছুতেই লেট।’
 
বিদিশা কদিন ধরেই আমাকে বলছে, ‘জানো তো দারুন একটা ছবি রিলিজ করছে আগামী শুক্রবারছবির নাম ‘তেজাব।’ ওতে অনিল কাপুর আর মাধুরী দিক্ষিত আছে।’
আমি বললাম, তো?
বিদিশা বললো, তো মানে? দেখতে যাবো না? ওদিন পুরো একটা গ্রুপ যাবে
আমি বললাম, কে কে?
বিদিশা বললো, তুমি আর আমিসাথে শুক্লা আর সৌগতআর রনি আর মাধুরীও থাকবে আমাদের সঙ্গে
আমি বললাম, আর শুভেন্দু? ও তো না গেলে খেয়ে ফেলবে আমাদের
বিদিশা বললো, ‘শুভেন্দুই তো দায়িত্ব নিয়েছে  সবার টিকিট কাটারলাইন দিয়ে ও আগে টিকিটটা কাটবেও থাকবে না মানে? ও তো থাকছেই।’
বিদিশার কথা শুনে আমিও খুশি হলামবললাম, ‘তাহলে ঠিক আছেসবাই মিলে যাবোবেশ আনন্দ হবে।’
শুভেন্দু লাইন দিয়ে আমাদের জন্য আগে থেকে টিকিট কাটলো কষ্ট করেকলেজে এসে বললো, ‘উফ কি মারপিট হচ্ছে রে লাইনেবই একেবারে সুপারহিট।’
মোট সাতখানা টিকিট যথারীতি ওর কাছেই রেখে দিলযেদিন আমরা সিনেমাটা দেখতে যাবশুভেন্দুর আর পাত্তা নেইএদিকে মাধুরীও চলে এসেছে বাড়ী থেকেরনি এসে বললো, ও আমাকে বললো, তোরা হলের কাছে গিয়ে দাঁড়াআমি দশ মিনিটের মধ্যে পৌঁছোচ্ছিআমরা ছজনে ধর্মতলায় প্যারাডাইস সিনেমা হলে পৌঁছে গেলামদাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ঘড়ি দেখছিএদিকে শুভেন্দুর আর পাত্তা নেইতিনটের ম্যাটিনির শো চালু হয়ে গেলসৌগত, রনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত কামড়াচ্ছেআমিও তাইবাবু এলেন ঠিক তার আধঘন্টা পরেতখন বইটার অনেকগুলো সীন হয়ে গেছেসৌগত শুভেন্দুকে বললো, হ্যাঁ রে তুই কি? এতো দেরী করে এলি? এই তোর দশ মিনিট?
শুভেন্দু হেসে বললো, ‘আমি টাইমলিই আসছিলামবাড়ী থেকে কিছুটা রাস্তা চলে আসার পর দেখিটিকিটগুলোই সব ঘরের ড্রয়ারে ফেলে রেখে চলে এসেছিআবার বাড়ী যেতে হলোতাই দেরী হয়ে গেল।’ বলেই দাঁত বার করে আবার কেলাতে লাগলোহি হি
 মাধুরী চা নিয়ে এসে ঢুকেছে ঘরে, ঠিক তখুনি রনিও এসে হাজিরদেখলাম, ওর দুহাতে দুদুটো প্যাকেটআমার দিকে তাকিয়ে বললো, ‘এসে গেছিস বস? বোস তাহলে, আমি একটু ভেতর থেকে আসছি।’
রনি মাধুরীকে সামনে পেয়ে কি মনে করে মাধুরীর হাতেই প্যাকেট দুটো দিয়ে দিলোবললো, ‘তুমি এই প্যাকেট দুটো ভেতরে রেখে আসো তোআমি আর যাবো না ভেতরে।’
মাধুরী বললো, কি এগুলো?
রনি বললো, ‘আছে কিছু তবে এটা আমাকে নয় তোমার ছোড়দাকে জিজ্ঞেস কোরো।’
মাধুরী একটু মুখ ভেংচি কাটলোরনিকে বললো, ‘আহাআমার কর্তাটিও যেন কম যান নাখালি ছোড়দাকে দোষ দিলে হবে? কমপিটিশন করতে আপনিও তো মাষ্টার।’
মাধুরী ভেতরে চলে গেলরনি আমার সামনের সোফাটায় বসলোআমাকে হেসে বললো, ‘বউটা আমার খুব ভালোজানিস তো দেবনইলে আমার মত ছাগলটাকে ভালোবেসে ফেললোমাধুরীর অনেক গুন আছেঠিক কিনা বল?’
আমি রনিকে বললাম, তুই এখনো মাল খাওয়া চালিয়ে যাচ্ছিস?
রনি বললো, ‘শোন, তোর কথা ভেবে আমি একটা শায়েরী লিখেছিবলেই শায়েরীটা শোনাতে লাগলো,
 
পি হ্যায় শরাব, হর গলি কি দুকান সে,
দোস্তি সি হো গয়ী হর শরাব কে জাম সে
গুজরে হ্যায় হাম কুছ অ্যায়সী মুকাম সে,
কি আঁখে ভর আতী হ্যায় মহব্বত কে নাম সে
 
রনির চোখের দিকে তাকালাম, হেসে বললাম, ‘তোর কি শালা আমার মত এত দূঃখ নাকি যে দূঃখে তুই মদ খাবি?’
রনি বললো, আমি তো দূঃখে মদ খাই নাআনন্দ করেই খাইতবে তোর জন্য কি আমাদের দূঃখ হয় নাএই তো শুভেন্দুতোকে এত জ্ঞান মারে, উপদেশ দেয়, শালা তোর দূঃখে একদিন কেঁদেই ফেললো
আমি বললাম, সেকীরে তাই নাকি?
রনি বললো, হ্যাঁ সেকী কান্নাতুই যদি একবার দেখতিস
আমি বললাম, তাহলে মনে হয় একটু বেশী নেশা হয়ে গেছিলো
রনি বললো, ‘তা ঠিকতবে ও তোকে খুব ভালোবাসে, জানিস তো দেব? এখনো বলে, বন্ধুদের মধ্যে তোর পরে দেবই আমার খুব কাছের ছিলোসেই যে কলেজের পর ঘটনা ঘটে গেলতারপর ও নিজেকে কেমন গুটিয়ে নিলশালা হারামী মিনুশয়তান, মাগীর বাচ্চাঢ্যামনা মাগীবিদিশাকে পুরো চটিয়ে দিলো
রনি এমন গালাগাল দিতে শুরু করেছেমাধুরী ভেতরের ঘর থেকে বেরিয়ে এলোওকে বললো, কি হচ্ছেটা কি? কাকে গালাগাল দিচ্ছো এভাবে?
 রনি বললো, ‘জানো না? ওই শয়তান মিনু ঢেমনিটাকেওই তো দেব আর বিদিশার প্রেমটাকে বরবাদ করে ছাড়লোইস কি সুন্দর ছিলো সেই সময়টাআমরা সবাই মিলে ঘুরতাম, ফিরতামতা না আপদটা এসে জুটে বসলোআর দেবের জীবনটাকে নষ্ট করে দিলো।’
মাধুরী সবই জানেবললো, ‘ছাড়ো না ওসব পুরোনো কথাএখন দেবদার কি করা যায় সেটা আগে বলোআমি কি মেয়ে দেখবো নাকি একটা দেবদার জন্য?’
রনি জোর করে পাশে বসালো মাধুরীকেওর গাল টিপে দিয়ে বললো, ‘তাই? তুমিও দেখবে? কিন্তু আজ যে আসছে, তাকে দেখলে, দেবের তো কাউকে আর পছন্দ হবে না।’
মাধুরী কিছুই জানে নারনি কে বললো, ‘কে আসছে গো?’
রনি বললো, ‘ওটা এখন বলা যাবে নাক্রমশ প্রকাশ্য।’
মাধুরী বললো, ঢং রাখো দেখিকি হবে বললে?
রনি বললো, ‘শুভেন্দু আমাকে মানা করেছেবললে আস্তো রাখবে নাদেবকে তো বলা যাবে নাতোমাকেও নয়।’
মাধুরী বললো, ‘আহা ন্যাকাকি হবে বললে? আমার ছোড়দাটাও যেমন, আর তুমিও তেমন।’
কানটা রনির মুখের দিকে বাড়িয়ে মাধুরী বললো, ঠিক আছে আমার কানে কানে বলোদেবদা শুনতে পাবে না
রনি বললো, ‘না তোমার পেট খুব পাতলাতুমি ঠিক বলে দেবে দেব কে আর সব মাটি হয়ে যাবে আজকে।’
মাধুরী রেগে মেগে বললো, ‘ঠিক আছে যাওবলতে হবে নাকে না কে খেদী পেঁচী আসবেতারজন্য সব নখরা হচ্ছে।’
 
আমি ওদের দুজনের রকমটা দেখছিলামরনিকে বললাম, আমি সব জানিকে আসবে তাও জানিশুধু মজাটা দেখছিশেষ পর্যন্ত কি হয়
বলতে বলতে শুভেন্দুও ঠিক তখন এসে ঢুকলোঘরে ঢুকে বললো, ‘দেখলি তোঠিক টাইম মত এসেছিআজ আর দেরী করিনি।’
মাধুরীকে বললো, ‘এই ছুড়ী, এই প্যাকেটটা ভেতরে রেখে দিয়ে আয়।’
দেখলাম শুভেন্দুর হাতেও একটা প্যাকেটরনির মত ও কিছু কিনে নিয়ে এসেছেমাধুরী বললো, ‘এটা কি আছে রে ছোড়দা?’
শুভেন্দু বললো, ‘ওর মধ্যে একটা গিফ্ট আছেএকজনকে দেবোসে আসছে।’
মাধুরী অবাক হয়ে তাকালো শুভেন্দুর দিকেওকে বললো, ‘কে আসছে? কাকে গিফ্ট দিবি?’
শুভেন্দু বললো, ‘আমাদের সবার তরফ থেকে এই গিফ্টআর কে আসছে? এখুনি তাকে দেখতে পাবিএকটু অপেক্ষা কর।’
মাধুরী যথারীতি ওই প্যাকেটটা নিয়েও ভেতরে চলে গেলআমি বুঝলাম, বিদিশার জন্য আজ অনেক কিছু অপেক্ষা করছে এখানেকলেজে দিনগুলো তো আর ভোলার নয়আমার বন্ধুরা সব, আমার মতন বিদিশাকে কেউ ওরা ভোলেনিসামান্য একটা ভুলের খেসারতে বিদিশা সেদিন আমাকে ছেড়ে চলে গিয়েছিলোবিদিশার সেদিনের সেই আচরণে সবাই একটু দূঃখ পেয়েছিল ঠিকইকিন্তু আজ এতদিন পরে সবাই যেন একটু নড়ে চড়ে বসেছেবিদিশা, আসবে বলে শুভেন্দু আর রনি বেশ এক্সসাইটেড হয়ে গেছেঠিক যেনো আমারই মতন
[+] 2 users Like Lekhak is back's post
Like Reply


Messages In This Thread
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:43 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:46 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:49 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:50 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:52 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:54 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:55 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:57 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 11:00 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 11:05 PM
RE: জীবন যে রকম ( সম্পূর্ণ ধারাবাহিক উপন্যাস) By Lekhak - by Lekhak is back - 02-07-2021, 12:05 AM



Users browsing this thread: 10 Guest(s)