Thread Rating:
  • 27 Vote(s) - 3.26 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance জীবন যে রকম ( সম্পূর্ণ ধারাবাহিক উপন্যাস) By Lekhak
#14
আমার দিকে তাকিয়ে অল্প একটু হাসলো শুক্লাবললো, ‘দেব তুই এখনো কত সরলসেই আগের মতই রয়ে গেছিসতোকে দেখে ভাবি, ইস প্রেমটা যদি তখন আমি তোর সাথেই করতাম।’
বলতে বলতেই হেসে ফেললো শুক্লা। ‘আমাকে বললো, ভয় পেলি?’
আমি বললাম, ‘ভয় পাবো কেন? তোর প্রতি আমার সহানুভূতিটা সবসময়ই ছিলআমি জানতাম শুক্লার মত মেয়ে হয় নাতাও মনটা একটু খচখচ করেছিল সেদিনবিদিশা তারপরপরেই আমাকে যখন ছেড়ে গেল, তুই আমার প্রতি অনেক সহানুভূতি দেখিয়েছিলিস।  অথচ আমি সেটা তোকে দেখাতে পারলাম নাঅবাক হলাম, যখন দেখলাম সৌগতও মানিয়ে নিয়েছে ব্যাপারটাতোদের দুজনের মধ্যে আবার দেখা হলকিন্তু সেই দূঃখের অনুভূতিটা যেন নেইকোথায় হারিয়ে গেছে।’
শুক্লা বললো, ‘ওর সাথে আমার পরেও একবার দেখা হয়েছিল কার যেন বিয়েতে আবার দেখা হলও হ্যাঁ মনে পড়েছেরনির বিয়েতেসৌগত এসেছিলসাথে ওর সুন্দর বউটাআমার সাথে স্বাভাবিক ভাবেই কথা বলেছিলবললো, ভালো আছো? আমি বললাম, হ্যাঁওকে বললাম, তুমি? সৌগত বললো, আমি খুব ভালো আছি
শুক্লার কথা শুনে আমারো পুরোনো অনেক কথা মনে পড়ে যাচ্ছিলোওকে বললাম, ‘মাঝে মাঝে আমিও ভাবি শুক্লা, এই ভালোবাসাই যদি পরষ্পরকে কাছে আনার জন্য সৃষ্টি হয়, তাহলে এভাবে বিচ্ছেদ কেন শুরুতেই? পুরোনো ঘটে যাওয়া ঘটনাগুলো মনকে তো প্রভাবিত করবেইতুই হয়তো ভুলে যাওয়ার চেষ্টা করবিকিন্তু সত্যিই কি সব ভুলে থাকতে পারবি?’
শুক্লা হঠাৎই আমার দিকে তাকিয়ে বললো, ‘সৌগত তখন একটা অবাঙ্গালী মেয়েকে নিয়ে বাইকে করে ঘুরতো, সেটা কি জানতিস?’
আমি অবাক হলামবললাম, ‘না, আমি জানতাম না, শুক্লা ছাড়াও সৌগতর অন্য কোনো প্রেমিকা আছে।’
শুক্লা বললো, আমিও জানতাম না। ‘সৌগতকে, বেহালায় যেদিন আমাদের বাড়ীতে নিয়ে গেলামবাবা মায়ের সাথে ওর আলাপ করালামবাবা বললো, তোমরা সব এক একটা ব্রিলিয়ান্ট বয়আমি শুক্লার মুখে তোমার কথাও শুনেছিদেব ছেলেটাও ভালোআর তুমি তো ভালো অবশ্যই।’
শুক্লাকে বললাম, ‘মেসোমশাই আমার কথা এখনো বলেন? সেই একবারই তোর বেহালার বাড়ীতে গেছিলামউনি অনেক্ষণ ধরে আমার সাথে গল্প করেছিলেন।’
শুক্লা বললো, ‘বাবা তোকে খুব পছন্দ করতোশুধু বলতো, দেবের মত ছেলে হয় নাকিন্তু সৌগতটা যে কি করলো।’
আমি বললাম, ‘তোর বাবা মা কি এটা জানতে পেরেছিলেন? কি করে জানলো? তুই বলেছিলিস?’
শুক্লা মাথাটা একটু নিচু করলোআমাকে বললো, ‘হ্যাঁ আমিই বলেছিআমি সৌগতকে একবার নয়, বেশ কয়েকবার ঘুরতে দেখেছি ওই মেয়েটাকে নিয়েমনের মধ্যে কষ্টটাকে চেপে রেখেছিলামজানিস তো দেব, আমার আবার বিশ্বাস ভাঙতে একটু সময় লাগেমনে প্রানে যাকে বিশ্বাস করি, চটকরে তার প্রতি বিশ্বাস ভেঙে যায় নাসৌগতকে আমি নিজেই অনেকবার জিজ্ঞাসা করেছিও বলতো, দূর তুমি পাগল নাকি? ও তো আমার শুধু বন্ধু।’
 আমি অবাক হয়ে শুনছি শুক্লার কথাশুক্লা বললো, ‘আমি ভুল করেছি আমি মানিপ্রথম প্রথম আমি সহ্যও করতামসৌগত বলতো, ও আমার বন্ধুএর বেশী কিছু নয়কিন্তু সৌগতর হাবভাব দেখে মনে হত, এর মধ্যে নিশ্চই কিছু একটা ব্যাপার আছেআচ্ছা ‘দেব’, মানুষ কাউকে ভালোবাসলে কি আনসোশাল হয়ে যায়? পরষ্পরের প্রতি বিশ্বাস আর সন্মান অক্ষুন্ন রেখে যদি প্রেম করা যায়, তাতে তো হানিকর কিছু ঘটে নাভালোবাসার মূলমন্ত্র যদি আন্ডার স্ট্যান্ডিং হয়তাহলে যেকোনো ব্যাপারই মানিয়ে নেওয়া চলেআমি প্রথমে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলামকিন্তু পরে মনে হল সৌগত যে মেয়েটার সাথে ঘুরছে, এটাকি আমাকে অসন্মান করা নয়? আমার কেন জানি না বিশ্বাসটাই চলে গেল সৌগতর প্রতিমনে হল ও মিথ্যে কথা বলছে আমাকেতারপরে যখন ওই আবার অন্য একটা মেয়েকে বিয়ে করলোবুঝলাম সেদিন সত্যি কথাটাই বলেছিল সৌগতআমারই ওর কথাটা মেনে নেওয়া উচিত ছিল
শুক্লার কথা শুনে মনে হল, এখনো চরম একটা আফশোস রয়েছে সৌগতর জন্যসবাই যেন ভুলের খেসারত দিয়ে যাচ্ছি আমরাআর এটাই দিয়ে যেতে হবে আজীবন ধরে
শুক্লা বললো,ছাড়াছাড়ি মানে তো কয়েকটা সম্পর্কের কাটান ছাড়ানএই যেমন তোর জীবনটাকে নিয়েও কাটাছেড়া করল মিনু আর বিদিশাআমারো তাইওই অবাঙ্গালী মেয়েটাই আমার বিশ্বাসটাকে সেদিন ভেঙে দিলো
শুক্লাকে বললাম, ‘তুই এখনো দূঃখ পাস?’
শুক্লা বললো, ‘দূঃখ তো আমারই পাবার কথাভুলতো আমিই করেছিসৌগত নয়যে ভুল করে তারই তো দূঃখ পাওয়া উচিতঅথচ ভগবান বোধহয় তোর বেলায় উল্টোটাই করেছে।’
হেসে বললাম, ‘কেন? একথা বলছিস কেন?’
শুক্লা বললো, ‘ভুল করলো বিদিশা, আর তুই যেমন ওর জন্য শুধু শুধু দূঃখ করে মরলিকার ভুল কে করলো? আর এখন দেখ, ও কেমন আফসোস করছে তোর প্রতিএই ভুলের কি কোনো ক্ষমা হয়?
পৃথিবীতে বিদিশাই একমাত্র মেয়েযাকে কোনোদিন আমি ক্ষমা করতে পারবো নাএ কখনো হয় নাবিদিশার মনটা ফুলের মত নরমযে ফুল অল্প আঘাতও সহ্য করতে পারে নাসেদিন হয়তো, অল্প আঘাতেই ওর মনটা ভেঙে গিয়েছিলবিদিশা আমাকে ভুল বুঝেছিল, তাই বলে কি ওকে আমি ক্ষমা করতে পারি না? নিশ্চই পারি
শুক্লা হঠাৎই আমার হাতের ওপর হাতটা রেখে বললো, ‘আচ্ছা ‘দেব’, আমি যদি তোকে বলি, তোকে আমি ভালোবাসিতুই কি প্রমান চাস?
আমি বললাম, ‘আমি যদি কোনো অন্যায় কাজ করি আর এসে তোকে বলি ক্ষমা করে দেতুই করবি।’
শুক্লা বললো, ‘আমি সেটাকে অন্যায় বলেই ভাববোই নাকারণ তোর প্রতি আমার সেরকমই বিশ্বাস আছেবিদিশা তাহলে কেন এটা করলো না?’
শুক্লার কথাগুলো আমার কেমন গুলিয়ে যাচ্ছেবুঝতে পারছি না, ও কেন চাইছে নাকেন বলছে, বিদিশার সাথে আমার দেখা না করাই ভালো
কিছু একটা বলতে গিয়েও শুক্লা আবার থেমে গেলআমাকে বললো, ছাড় এসব পুরোনো কথাতুই আসবি কিনা বল?
 নিজের হাতঘড়ির দিকে তাকিয়ে বললো, ও বাবাকটা বাজে খেয়াল করেছিস? আমাকে আবার অফিসে যেতে হবে, তোর এখানে এমনিতেই আমি লেটএরপরে আরো বসলে আরো লেট হবেএবার আমি উঠবোবল না যাবি কিনা?

শুক্লাকে বললাম, তোর অফিস মানে তো ব্যাঙ্ককোন ব্যাঙ্কে আছিস যেন?

শুক্লা বললো, ‘পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কে আছিওই চাকরিটাই তো আমাকে বাঁচিয়ে রেখেছেএখান থেকে সোজা বালীগঞ্জ যাবোব্যাঙ্কে সারাদিন ডিউটি দেবোতারপর খাটাখাটনি করে বাড়ীতে একটু বিশ্রাম।’

শুক্লাকে বললাম, ‘মেসোমশাই, মাসীমা কেমন আছেন? মানে তোর বাবা মা?’

শুক্লা বললো, ‘বাবা তো মারা গেছেই সেই কয়েক বছর আগেমা হালে মারা গেলেনক্যানসার হয়েছিল।’

অবাক হয়ে শুক্লাকে বললাম, তুই তাহলে একা?

শুক্লা বললো হ্যাঁ একাবড় নিসঙ্গ আমি

 

শুক্লা এরপরে উঠি উঠি করছেমা ঘরে এলোশুক্লাকে বললো, চলে যাচ্ছো?

শুক্লা বললো, ‘হ্যাঁ মাসিমাপরে একদিন আসবোএই আপনার ছেলেকে বলে গেলাম, আমার ফ্ল্যাটে যেতেবাবু এখন যাবে কিনা আমাকে কথা দিতে পারছেন না। ‘

মা বললো, ‘তা যাবে খনঅসুবিধের কি আছে?’

আমি মায়ের মুখের দিকে তাকাচ্ছিশুভেন্দুর কথাটা একটু আগে মাকে বলেছিমা বোধহয় ভুলেই গেছেশুক্লা আমাকে বললো, ‘এই বদমাইশটাতোর ফোন নম্বরটা আমাকে দে তোকথা বলতে বলতে আসল কাজটাই ভুলে গেছি।’

আমি শুক্লাকে আমার সেলফোন নম্বরটা দিলামশুক্লা সেভ করলোআমাকে বললো, ‘তুই তাহলে আমাকে কনফার্ম করিসএখন তো কিছু আমাকে বললি না।’

শুক্লাকে বললাম, ‘দেখছি, আমি শুভেন্দুকে ফোন করেতোকে বিকেলে আমি ফোন করবোবলেছিস যখন নিশ্চই যাবোশুধু আমাকে শুভেন্দুর সাথে একটু কথা বলতে দে।’

আমাকে শুক্লা বললো, ‘তোকে নিচে যেতে হবে না কষ্ট করেআমি নিজেই চলে যাচ্ছি।’

বারান্দা থেকে দাঁড়িয়ে ওর দিকে হাত নাড়লামশুক্লাও হাত নাড়লো।  তারপর ওর শরীরটা আসতে আসতে গলির মুখটা থেকে মিলিয়ে গেলবারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, আমাকে শুক্লা বিদিশার কাছে যেতে মানা করলোআবার ওর ফ্ল্যাটেও যেতে বলে গেলকিন্তু কেন বলে গেল? মনে কিন্তু একটা প্রশ্ন থেকে গেল

 
 
[+] 3 users Like Lekhak is back's post
Like Reply


Messages In This Thread
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:43 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:46 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:49 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:50 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:52 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:54 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:55 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:57 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 11:00 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 11:05 PM
RE: জীবন যে রকম ( সম্পূর্ণ ধারাবাহিক উপন্যাস) By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 11:47 PM



Users browsing this thread: 21 Guest(s)