Thread Rating:
  • 27 Vote(s) - 3.26 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance জীবন যে রকম ( সম্পূর্ণ ধারাবাহিক উপন্যাস) By Lekhak
#2
[Image: 7SFR0C87_t.jpg]
এক
 
সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মত খবরের কাগজটা তন্ন তন্ন করে খুঁজছিলামকিছুতেই পাচ্ছিলাম না মা বলল, ‘আজ তো খবরের কাগজ দেবে না রে খোকাকাল যে ছুটী ছিল তোর কি খেয়াল নেই?’ সত্যি তোকাল যে ছুটী ছিল একেবারেই ভুলে গেছি২৬শে জানুয়ারী, প্রজাতন্ত্র দিবসসর্বভারতীয় ছুটীআগামীকাল এই প্রত্রিকার কোন সংষ্করণ প্রকাশিত হবে নাপ্রথম পাতায় দেখেছি, কিন্তু একেবারেই সেটা মনে নেই
প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে উঠে চা খেতে খেতে খবরের কাগজটা পড়িরোজ একবার খুঁটিয়ে খুঁটিয়ে কাগজ পড়ার অভ্যাসটা আমার চিরদিনেররাজনীতি থেকে খেলাধূলাকোথায় কি ঘটেছে, সব যেন একবার ভাল করে চোখ বুলোনো চাই ই চাইকাগজ পড়ে তারপর স্নানে ঢুকিঅফিসে যাওয়ার তাড়া থাকে বলে, লেখালেখিগুলো সকালের দিকে একদমই হয় নাতরকারীর সাথে দুটো রুটিমুখে কিছু দিয়েই অফিসের জন্য আমাকে তারপরে বেরোতে হয়এগারোটার মধ্যে অফিসে না ঢুকলে আবার বসের গালিগালাজ শুনতে হবে
ভাবছিলাম, স্নানটা তাহলে সেরে নেব কিনা? আজ একবার শুভেন্দুর বাড়ী যেতে হবেকি জানি, এতদিন পরে কেন আমাকে ডেকেছে শুভেন্দু? অফিস থেকে বেরিয়ে পিকনিক গার্ডেনে যেতে একঘন্টা সময় লাগবেশুভেন্দু বলেছে ‘‘ঠিক সাতটার মধ্যে আসবিতোর জন্য অনেক সারপ্রাইজ আছে।’’
পুরোন দিনের স্মৃতিগুলো এখনও যখন মনে পড়ে, ভালো লাগেসেদিনের সেই উচ্ছ্বল জীবন, আর আজকের কর্মব্যাস্ত জীবনের মধ্যে যেন কত ফারাকজীবন যেন বড়ই ম্যারমেরেচার্মিং ব্যাপারটাই নেইকোথায় যে হারিয়ে গেল সেই দিনগুলোমাঝে মাঝে ভেসে ওঠে সেই চেনা পরিচিত মুখগুলোশুভেন্দু, শুক্লা, সৌগত, মিনু আর রনিআর সাথে বিদিশা তো আছেই
জানি না ওরা এখন সব কোথায়বিদিশা বিয়ে করে মুম্বাই চলে গিয়েছিলওর স্বামী ওখানে ভালো কোম্পানীতে চাকরি করেশুনেছি খুব দামী ফ্ল্যাটে থাকে ওরাসৌগতও বিয়ে করলবউটা ভারী মিষ্টিমুখটা একেবারে প্রতিমার মতবিয়েতে আমাদের সবাইকে নেমতন্ন করেছিলসবাই আমরা গিয়েছিলামযায়নি কেবল বিদিশাসেদিন ওকে খুব মিস করেছিলামশেষবারের মতন দেখতে চেয়েছিলামসে সুযোগ আর হয় নিবিদিশা সৌগতকে কথা দিয়েছিল বিয়েতে আসবে, তাও আসেনিহয়তো আমারই জন্যবুকের মধ্যে চাপা এক দূঃখ নিয়ে গুমড়ে গুমড়ে অনেকদিন মরেছি বিদিশার জন্যভেবেছিলাম, শেষবারের মতন ওকে একবার দেখববিদিশাকে উইশ করবওকে বলব, ‘‘বিদিশা, তোমার বিবাহিত জীবন সুখময় হোকদেবকে চটকরে ভুলে যেতে তোমারও হয়তো কষ্ট হবে জানিকিন্তু কি করবে? এটাই তো জীবনআমিও তোমার স্মৃতিকে আঁকড়ে ধরে আর বাঁচতে চাই নাযা হয়েছে এটাকেই ভাগ্যের পরিহাস বলে আমি মেনে নেবোতুমিও তাই মেনে নাও।’’
 
সেদিন শুভেন্দু আমাকে বলেছিল, ‘‘সত্যি দেব, তোর জন্য আমার দূঃখ হয়মিনুটা যে কি করলসবকিছু জেনেও ও তোর ক্ষতিটা করলবিদিশা তোকে ভুল বুঝলযখন সত্যিটা জানতে পারলতখন অনেক দেরী হয়ে গেছে।’’
 
ভালবাসার খেসারত দিতে দিতে একদিন ভালবাসাটাই এভাবে মিথ্যে হয়ে যায়জানি বিদিশা আমাকে হয়তো ক্ষমা করে দেবেকিন্তু ওকে কি আমি সত্যি ভুলে যেতে পারব? কখনই নয়আমি তো প্রেম কি তাই জানতাম না জীবনেবিদিশাই শিখিয়েছিল হাতে হাত ধরেবৃষ্টিতে ভিজতে ভিজতে কখনও কলকাতার রাজপথে, কখনও ভিক্টোরিয়ায়, কখনও ইডেন গার্ডেন এ কিংবা গঙ্গার পাড়ে, দুজনের ভালোবাসার একে অপরকে পাওয়ার আনন্দ এক অনুভূতি যেন এক আচ্ছন্ন করা তীব্র সুখ সেদিন বিদিশা আমাকে বলেছিল, ‘‘আমাকে ছাড়া ‘দেব’ তুমি কোনদিন সুখী হতে পারবে না জানি আর আমিও তোমার সঙ্গ ছাড়া কোনদিন সুখে থাকতে পারবো না জেনে রেখো বিদিশা যদি দেবকে কোনদিন কাছে না পায়, তাহলে বিদিশা মরে যাবে।’’
সেদিন বিদিশার চোখে মুখে ফুটে উঠেছিল স্পষ্ট এক স্বীকারোক্তিবিদিশার সেদিনের সেই কথাগুলো আজও আমার মনে আছেকিন্তু দুনিয়াটা এরকমইকেউ কারুর জন্য মরে নাঅথচ সবাই নাকি মরতে চায়এই আমি কেমন দিব্যি বেঁচে আছিবিদিশাও হয়তো তাইমরার কথা তুলে ভালবাসাটাকে সেদিন হয়তো আরো শক্ত মজবুত করতে চেয়েছিল বিদিশাকিন্তু ও আর আমি, কেউ আমরা ভালবাসাটাকে ধরে রাখতে পারিনিসন্দেহ, অবিশ্বাস বিদিশার মনটাকে ছাড়খাড় করে দিয়েছিলভেবেছিল, আমি বুঝি ওর প্রতি আর আসক্ত নইকলেজে আমাদেরই সহপাঠিনী ‘মিনু’ তখন আমার প্রেমে মত্তবিদিশার কাছ থেকে মিনু আমাকে ছিনিয়ে নিতে চায়যে কোন মূল্যে মিনু হাসিল করতে চায় আমাকেসেদিনের সেই বর্ষামুখর কালো রাতমিনু নির্লজ্জ্বের মতন একটা কান্ড করে বসলআর তা দেখে বিদিশাও হারিয়ে গেল আমার জীবন থেকেহারিয়ে গেল প্রেমপড়ে রইল কিছু টুকরো স্মৃতিজীবনের সেই ঘটে যাওয়া ঘটনাগুলো যদি অধ্যায়কারে লিখতে বসি, তাহলে একটা বড় উপন্যাস তো হবেইজানি না পাঠকরা সেটাকে আনন্দ সহকারে নেবেন কিনা? কিন্তু যদি কোনদিন সুযোগ হয়, সে উপন্যাস নিশ্চই আমি লিখবতবে নিজের জীবন কাহিনী লিখতে একটু কষ্ট তো হবে বৈকি
মা বলল, কি রে খোকা? জল গরম করবি না? নাকি এই ঠান্ডা জলেই চান করবিসর্দি লেগে যাবে যেসকালবেলা গানের রেওয়াজে অসুবিধে হবে
ঘুম থেকে উঠে প্রতিদিন একঘন্টা গানের রেওয়াজ করিএকথাটা বলা হয় নিক্ল্যাসিকাল গানের চর্চাটা যেটা শুরু করেছিলামআজও রয়ে গেছেবাবা বলতেন, পড়াশুনা ছাড়া, একমাত্র গানের মধ্যেই মা স্বরস্বতীকে পাওয়া যায়তোর গলা এত ভালো, রেয়াজ কোনদিন ছাড়িস নাবাবা আজ নেই, কিন্ত তাঁর কথাটা অক্ষরে অক্ষরে পালন করে চলেছিমনে পড়ে বিদিশা কলেজে আমার গান শুনেই কেমন পাগল হয়েগিয়েছিল আমার প্রতিও বলেছিল,তোমার গলা এত মিষ্টিমনে হয় ঠিক যেন মধু ঝরে পড়ছে গলা দিয়েপ্রথমে ও আমার গানের প্রেমে পড়েছিল, তারপর পড়ল আমার
শুধু বিদিশা কেন? অনেক মেয়েকেই গান শুনিয়ে তাদের মন জয় করে নিয়েছিলামতারা সবাই যে আমার সাথে প্রেম করতে চেয়েছিল তা ঠিক নয়আসলে বিদিশা জীবনে এসে যাওয়াতে, অন্যকারুর প্রেমিক হতে আমারো ঠিক মন চায়নিভালবাসা আর প্রেমটা ছিল স্বচ্ছ, গাঢ়একে অপরকে অঙ্গীকার করার মতনএকটা মেয়েকে ভালবেসে, তার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলতে আমিও চাই নিপ্রেমের মধ্যে কোন দাগ ছিল নাআমার ভালোবাসায় কোন ছল ছিল নাপ্রগাঢ় ভালবাসায় কলঙ্ক যেটা এল, সেটা শুধু মিনুর জন্যমিনুও আমার গানের পাগল ছিলবিদিশাকে জব্দ করার জন্যই ও এই খেলাটা খেলল
 কলেজের পরে মিনুর সাথে অনেকবারই দেখা হয়েছেএই কবছরে মিনু যেন আরো অনেক পাল্টে গেছেওকে এখন দেখলে মনে হয়, পুরুষ ধরায় ও যেন গিনিসবুকে নাম তুলতে চলেছেআমার পরেও কত ছেলেকে ফাঁসানোর চেষ্টা করলসঙ্গী বদলানোর তাগিদে চার চারটে বিয়েও করলকিন্তু কারুর সাথেই সেভাবে কোনদিন একাত্ম হয়ে ঘর করতে পারল নামিনু বলতো, আমি এখনও রাইট পার্টনারটাকে খুঁজছিযেদিন পাবো, সেদিন আমি এই খেলাটা ছেড়ে দেবোবছর তিনেক আগে মিনুর সাথে শেষ দেখা হয়েছিল তখন ও যে লোকটার সাথে আমায় আলাপ করিয়েছিল,সেটা ওর ফোর্থ হাজব্যান্ডভদ্রলোক নাকি দুবাইতে অনেকদিন ছিলেনপয়সাওয়ালামিনু তাকে ফাঁসিয়েছে এবং দিব্যি ঘর করছে তার সাথেএরপরে অবশ্য মিনুর খবর আর জানিনাআর রাখতেও চাই না
শুক্লা মেয়েটা একটু অন্যস্বভাবেরসৌগতর সাথে ও কিছুদিন ভাব করল আমার আর বিদিশার মতনতারপর সৌগত বিয়ে করলশুক্লাও বিয়ে করে নিল আর একজনকেপরে শুনেছিলাম, সৌগতকে বিয়ে করা নিয়ে নাকি মত দেয়নি শুক্লার বাবা মাঅথচ ভাগ্যের এমনই পরিহাসএকবছর ঘুরতে না ঘুরতেই, শুক্লার সাথে ওর স্বামীর ছাড়াছাড়িএখন শুনেছি, শুক্লা নাকি একা থাকেসল্ট লেকে একটা ফ্ল্যাট কিনেছেব্যাঙ্কে ভালো চাকরি করে বলে লোন পেতে নাকি অসুবিধে হয় নিসৌগতর বিয়েতে শুক্লাও এসেছিলদেখলাম পুরোনো অ্যাফেয়ারটা ভুলে গেছে ওরা দুজনেইবিয়েবাড়ীতে শুক্লাকে পেয়ে সৌগত স্বাভাবিকশুক্লাও তাইযেন দেখে মনে হবে না এই দুজনেও আমার আর বিদিশার মতন হাত ধরাধরি করে ভিক্টোরিয়াতে ভিজেছিল একদিনসেদিন শুভেন্দু আমাদের চারজনকে দেখে হাসতে হাসতে ভিক্টোরিয়ার ভেতরটায় পুকুরটায় পড়ে গিয়ে কিছুতেই আর উঠতে পারে নাপরে জেনেছিলাম, ও জলকে ভীষন ভয় পায়, সাঁতার জানে নাআমাকে বলল, ‘‘কি করব? তোদের যা রকম দেখলাম, হাসতে হাসতে পা পিছলে পুকুরটার মধ্যে পড়ে গেলামজলের মধ্যে পড়ে গিয়ে দেখি, আর কিছুতেই উঠতে পারি না।’’
আমি আর সৌগত দুজনে শুভেন্দুর হাত ধরে ওকে টেনে তুলেছিলাম জল থেকেআসলে বিদিশা বৃষ্টিতে মাথা বাঁচানোর জন্য ওর শালোয়ারের ওড়নাটা আমার মাথায় দিয়েছিলওড়নার তলায় আমি আর বিদিশা তখন একটু একে অপরকে চুমু খাওয়ার চেষ্টা করছিতাই দেখে সৌগত আর শুক্লাও তাই করতে লাগলশুভেন্দু গিয়েছিল বাদাম কিনতেফেরার পথে ওড়নার তলায় আমাদের চারজনকে চুমোচুমি করতে দেখে ও হেসে অস্থিরপ্রথমে আনন্দে কিছুটা নাচতে চেষ্টা করলতারপর হেসে একেবারে কুতিয়ে পড়ছেসেই সময়ই পা পিছলে একেবারে পুকুরের জলেআমি আর সৌগত ছুটে গেলামবিদিশা বলল, ধরো ধরো ওকে ধরোযা আজকে করলোসব আনন্দটাই মাটি হয়ে গেল
মনে পড়ে সেই সব দিনকত স্মৃতি আজও ভুলবার নয়আজও ভাবি পুরোনো দিনগুলোতে একবার যদি ফিরে যেতে পারতামযদি বয়সটা কমে গিয়ে আবার সেই কলেজের দিনগুলোর মতন হৈ চৈ আর মাতামাতিতে মেতে উঠতে পারতাম আনন্দ আছে, আছে হূল্লোরবাজী, ঘন্টার পর ঘন্টা ক্যান্টিনে কেটে যাওয়া, কফি হাউসের বড় টেবিলটাকে দখল করে দেদারে ঘন্টার পর ঘন্টা আমাদের প্রানখোলা আড্ডা মারাএছাড়া প্রতি শুক্রবার নতুন কোন ছবি রিলিজ করলে, অ্যাডভান্স টিকিট কেটে আবার দেখা চাইহিট ছবির গানগুলো আমি ক্যান্টিনে বসে গাইতামমাঝে মাঝে প্রিন্সিপাল ওপর থেকে নিচে নেমে আসতেনআমাকে বলতেন, ‘‘দেব তোমার গলা ভালো আমি জানি, তা বলে পড়াশুনাটাও তো মন দিয়ে করোসামনে বি এস সি ফাইনাল পরীক্ষাতুমি যে কি রেজাল্ট করবে, আমার যে তোমাকে নিয়ে বড় চিন্তা হচ্ছে।’’
আমি এক চান্সে বি এস সি পাশ করেছিলাম ঠিকইতবে কলেজ ছেড়ে দেবার পর ক্যান্টিনের ভেতরটা পুরো বদলে গিয়েছিলস্বরস্বতী পূজোয় একবার করে যখন যেতামতখন দেখতাম ক্যান্টিনের ভেতরে কাঠের টেবিলগুলো আর নেইওখানে সব বাঁধানো সিমেন্টের টেবিল হয়ে গেছেআসলে আমার গানের সাথে টেবিল বাজিয়ে এমন নাচানাচি হত, আওয়াজটা প্রিন্সিপালের ঘর পর্যন্ত পৌঁছে যেতআমাকে উনি বকা দিতেন, আবার ভালও বাসতেনকারন কলেজের প্রতিবছরের কালচারাল প্রোগ্রাম আমাকে বাদ দিয়ে যে হত নাঐ প্রোগ্রামে আমি নিজে গাইতাম সবার প্রথমেভাড়া করা যারা আর্টিস্টরা আসত, তারা একে একে সব গেয়ে চলে যেতকিন্তু আমাকে প্রোগ্রামের শেষেও অনেকের আবদার মেটাতে হতকিসব ছিল সেইসব দিনপুরোন দিনগুলোর কথা মনে পড়লে বড় অদ্ভূত লাগেভাবি মানুষের জীবনটা অনেক স্বল্প দৈর্ঘ্যেরআনন্দটা কম, কষ্টটা বেশী হয়তো সেই জন্যইশুভেন্দু বলেছিল, ‘‘তুই বড্ড বেরসিক হয়ে গেছিস দেবএকা একা থাকিস, মাঝে মধ্যে সময় কাটাতে আমাদের কাছে তো আসতে পারিসকি এক বিদিশাকে তুই ভালবেসে জীবনটা শুধু ওর স্মৃতিতেই কাটিয়ে দিলিমেয়েদের মন বোঝা যে বড় শক্তদেখতো আমাকে, কাউকে ভাল না বেসে কেমন দিব্যি আছি আমিভাগ্যিস বিদিশার মত আমার জীবনে কেউ আসেনিপ্রেম যারা করে তারা সব মুর্খ হয়পৃথিবীতে প্রেমের মত বোকামি আর কিছুতেই নেইতুই না মানলেও আমি এটা প্রবলভাবে মানিযারা তোর মত সারাদিন কেবল লেখালেখিতে ডুবে থাকে, তারাও দেখ, হয়তো তোরই মতনকাউকে ভালবেসে বিফল হয়ে এখন এটাকেই জীবনের সঙ্গী হিসেবে মেনে নিয়েছেমাঝে মধ্যে একটু আড্ডাতে তাই আয়ফুর্তীর আসর জমাইগল্পগুজব করিসাথে হূইস্কি কিংবা রাম অথবা ভদকা তো আছেইতুই এলে আমার রনির দুজনেরই খুব ভালো লাগবে।’’

 
[+] 4 users Like Lekhak is back's post
Like Reply


Messages In This Thread
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:43 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:46 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:49 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:50 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:52 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:54 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:55 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:57 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 11:00 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 11:05 PM



Users browsing this thread: 9 Guest(s)