01-07-2021, 10:31 PM
(This post was last modified: 12-07-2021, 01:28 PM by Lekhak is back. Edited 6 times in total. Edited 6 times in total.)
![[Image: NsgjsDUL_o.jpeg]](https://images2.imgbox.com/fd/b3/NsgjsDUL_o.jpeg)
‘জীবন যে রকম’ উপন্যাস লেখা শুরু করেছিলাম আজ থেকে প্রায় আট- ন বছর আগে। শুরু করেও শেষ করে উঠতে পারিনি। লেখার জগত থেকে হারিয়েই গেছিলাম। জীবনের অনেক বাঁধা প্রতিবন্ধকতা কাটিয়ে আজ আবার ডায়েরী আর পেন নিয়ে বসেছি। এই উপন্যাসের অনেক ঘটনাই বাস্তবে আমার জীবনের সাথে মিল। প্রেমের উপন্যাস আমি আরো একটি লিখেছি। দুটোই অসমাপ্ত ছিল। ফিরে এলাম অসমাপ্ত উপন্যাস সমাপ্তি করণের ইচ্ছা নিয়ে। তবে পাঠকদের জানিয়ে রাখি, শেষ টুকু পড়তে হলে, কাহিনীর শুরু থেকে আবার একবার পড়ে নিতে হবে। কারণ দুটি অধ্যায়ের সংযুক্তিকরণ হয়েছে পুরোনো লেখার সাথেই। সকলকে আমার নমষ্কার ও ধন্যবাদ জানাই।
ইতি
লেখক