01-07-2021, 05:58 PM
(01-07-2021, 05:51 PM)satyakam Wrote: এইতো । নিজেই বললেন ।
প্রতনু আর নুপুর দেবীর কথা আমাকে তেমন প্রভাবিত করতে পারে নি। যতোটা শিখার স্বামী কি যেন নাম ভুলে গেলাম ওনার ক্ষতি হয়েছে।
হোক না একটু অসফল। তার জন্য এতো বড়ো সর্বনাশ। শিখার থেকে যেন শিখার স্বামীর বেশি সর্বনাশ হয়েছে।
এটা আমার ব্যাক্তিগত মতামত।
আমি আগেও বলেছি আবারো বলছি .. ভালো এবং খারাপ দুটো দিক নিয়েই তৈরি হয় কাহিনী।
কিন্তু প্রথম গল্প হিসেবে এই সাইটে একপ্রকার ফেমাস হওয়ার জন্য খারাপ দিকটাই বেশি তুলে ধরেছি .. একথা আবারও স্বীকার করলাম। যেটা স্বীকার করার সৎ সাহস কোনো লেখকেরই কোনোদিন হবে না।
তবে একটাই অনুরোধ .. গল্পকে শুধুমাত্র গল্প হিসেবে দেখাই বাঞ্ছনীয়।