Thread Rating:
  • 21 Vote(s) - 3.38 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance সুনিতা মাতা
#11
ভালবাসা আর বিশ্বাস -
সুনিতা ওর বন্ধুদের সাথে ক্যানালের ধারে বসে গল্প করছিল, বলছিল গত দুদিনে আকাশের সাথে কি কি হয়েছে। হটাত দিব্যা বলে, সুনিতার মুখের তিলটা বেশী বড় দেখাচ্ছে আর তাই ওর মুখটা বেশী সুন্দর লাগছে। লতা দেখেও তাই বলে। ওখানে কোন আয়না ছিল না। তাই সুনিতা ক্যানালের ধারে গিয়ে জলের মধ্যে দেখার চেস্টা করে। টলমল করা জলে ওর মুখ দেখে মনে হচ্ছিল ওর বন্ধুরা যা বলছে তাই ঠিক মনে হচ্ছে। ও তাড়াতাড়ি ঘরে ফিরে আসে। আসার আগে লতা আর দিব্যা বলে ওদেরও আকাশকে খুব ভালো লেগেছে।

সুনিতা ঘরে ফিরে এসে আয়নাতে নিজেকে ভালো করে দেখে। দেখল যে তিলটা আগে ঠিক বোঝা যেত না সেটা বেশী কালো দেখাচ্ছে আর ওর মুখ পুরো পালটে গেছে। ও তক্ষুনি আকাশের কাছে দৌড়ে গেল, ওর ঘরের সামনে গিয়ে আকাশ আকাশ করে দুবার ডাকতেই আকাশ বেরিয়ে আসে। খালি গায়ে শুধু পায়জামা পড়ে। তক্ষুনি চান করে বেরিয়েছে। সুনিতার ওই ভাবে আকাশকে দেখে চোখ ফেরাতে পারছিল না। আকাশ আরও কাছে এসে বলে কি হয়েছে। আর ওই ভাবে তাকিয়ে আছে কেন। সুনিতা বলে ও কখনো বাবা আর ভাইকে ছাড়া কাউকে ওইভাবে খালি গায়ে দেখতে অভ্যস্ত না। তারপর বলে আকাশের ওই কালো পেন টা ওকে দিয়ে দিতে। আকাশ আগে থেকেই জানত সুনিতা কি চাইবে তাই ও একটা নতুন পেন কিনে এনে রেখেছিল। ও ভেতর থেকে পেনটা এনে ওকে দিতেই সুনিতা খুশীতে উজ্জ্বল হয়ে উঠল। আকাশের কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে ওর গালে চুমু খেয়ে বলে, “এই জন্যেই তোমাকে আমার এত ভালো লাগে, তুমি আগে থেকেই জেনে যাও আমি কি চাই”।

সুনিতা চলে যেতেই ঘরের অন্য ছেলেরা ওকে চেপে ধরে যে ওদের ব্যাপারটা কি। আকাশ বলে যে শুধু বন্ধু ওরা। ওদের একজন বলে ওরা তিন বছর ধরে ওখানে আছে কিন্তু কারো সাথে ওই মেয়েটা কথা পর্যন্ত বলে না। ওরাও অবশ্য ওইরকম একটা সাধারণ মেয়েকে অতো পাত্তা দেয়না। এই দুদিনেই আকাশের সাথে এত বন্ধুত্ব হয়ে গেল যে ওকে সবার সামনে চুমু খেয়ে গেল। আকাশ বলে সুনিতা সাধারণ মেয়ে না। ওদের দেখার বা বোঝার ক্ষমতা নেই তাই বোঝেনি। আর ওদের বন্ধুত্ব নিয়ে বেশী হইচই না করতে। ওই তিনজনের মধ্যে রাজন আকাশের সব থেকে ঘনিষ্ঠ ছিল। ও এসে আকাশকে বলে আকাশের বন্ধুকে ওরা কক্ষনো কিছু বলবে না বা ওদের দুজনকে কোন ভাবে ডিস্টার্ব করবে না। ও নিশ্চিন্তে প্রেম করতে পারে।

সুনিতা বিকালে এসে আকাশকে বলে পরের রবিবার ও আকাশের সাথে এক জায়গায় বেড়াতে যেতে চায়। আকাশ জিজ্ঞাসা করে কোথায় যাবে। সুনিতা বলে ও ঠিক করেনি কোথায় যাবে, পরে সেটা ঠিক করে জানাবে। তারপর ওরা ক্যানালের ধারে গিয়ে বসে গল্প করতে লাগলো। একটু পরে ওরা ঘুরতে ঘুরতে ক্যানালের ধার দিয়ে অনেক দূরে চলে গেল। একটু দূরে গিয়েই আকাশের চোখ আটকে গেল একটা দৃশ্য দেখে।  তিন জন মহিলা কাপড় কাচছে। এখন মেয়েরা ক্যানালে কাপড় কাচবে এটা কোন নতুন ঘটনা নয় যে আকাশকে থমকে দাঁড়াতে হবে। কিন্তু আকাশ দাঁড়িয়ে গেল অন্য কারনে। যে মহিলারা কাপড় কাচছিল তারা শুধু ব্রা আর লুঙ্গি পরেআকাশকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে সুনিতা অবাক হয়ে যায়। জিজ্ঞাসা করে আকাশ ওইভাবে দাঁড়িয়ে গেল কেন ? আকাশ মহিলাদের দিকে ইশারা করে বলে ওদের ড্রেস দেখতে। সুনিতা তাও বুঝতে পারেনা বলে কি হয়েছে ওদের ড্রেসে ! আকাশ বড় ফ্যাসাদে পড়ে গেল, অনেক ইতস্তত করে বলে ওরা শুধু ওইভাবে অন্তর্বাস পড়ে কেন ? সুনিতা বলে, “তাতে কি হয়েছে, এখানে বেশিরভাগ মহিলারা এই ড্রেসেই কাপড় কাচে। আরেকটু ভেতরে গেলে দেখতে পাবে ওরা খালি গায়ে কাপড় কাচছে”। আকাশ বলে সেটা আবার হয় নাকি। ও এইরকম কোথাও দেখেনি। সুনিতা বলে ওদের কাছে এটা কিছু অস্বাভাবিক নয়।

হটাত আকাশ হাসতে লাগলো। সুনিতা কারণ জিজ্ঞাসা করলে কিছুই বলে না। সুনিতা জেদ করতে আকাশ বলে ও যে জন্য হেসেছে সেটা সুনলে সুনিতা খুব রেগে যাবে। সুনিতা বলে ওরা বন্ধু ও কেন বন্ধুর কোথায় রাগ করবে। আকাশ তাও অনেক ভেবে বলে ফেলল, “আমি ভাবছিলাম তোমাকে ওই ভাবে দেখতে কেমন লাগবে”!

সুনিতার আবার গাল লাল হয়ে যায়। রাগতে পারে না কিন্তু লজ্জা কি করে আটকাবে! তারপর বলে, “আমি রাগ করিনি, কিন্তু হতাশ হয়েছি তোমাকে বিশ্বাস করেছিলাম বলে”। তারপরে মুখ বুজে হাঁটতে লাগলো।

আকাশ বুঝতে পারে ওর ভুল। ও সুনিতার সামনে হাঁটু গেড়ে বসে কান ধরে বলে, “আমার ভুল বন্ধু। আর কক্ষনো তোমাকে নিয়ে এইরকম ভাববো না। আমাকে মাফ করে দাও প্লীজ, এই একবারের মত মাফ করে দাও”।

সুনিতা হতভম্ব হয়ে আকাশকে দু হাত দিয়ে তুলে নিল। বুকে জড়িয়ে ধরে বলে, “আমি তো তোমাকে সব দেবো বলে বসে আছি। তুমি চাইলেই সব তোমার। কিন্তু তুমি ওইভাবে বলাতে আমার খুব খারাপ লেগেছে। বল তুমি আর কোনদিন আমার বিশ্বাস ভাঙ্গবে না। তুমি দেখতে চাও আমাকে ওই ভাবে আমি এক্ষুনি সব খুলে তোমার সামনে দাঁড়াচ্ছি”।

আকাশ আরও অপ্রস্তুত হয়ে বলে, “না সোনা না, আমি ওইসব কিচ্ছু চাইনা তোমার কাছে। তুমি শুধু আমার বন্ধু হয়ে থেকো। আমার আর কিচ্ছু চাই না”।

তারপর আকাশ সুনিতার দুগালে চুমু খেয়ে বলে চল এবার ফিরে যাই। সন্ধ্যে হয়ে গিয়েছিল। গোধুলি লগ্ন। সুনিতা অস্তমান সূর্যের দিকে মুখ করে দাঁড়িয়ে। ওর গায়ে হালকা লাল আলো পড়ে মনে হচ্ছে লাল জলে স্নান করছে। আকাশ একটু দূরে দাঁড়িয়ে সুনিতাকে দেখছে আর দেখছে। সূর্য একটু করে নীচে নামছে আর সুনিতার গায়ের রঙ বদলে যাচ্ছে। আকাশের মনে হল স্বর্গ থেকে এক জাদুকরি পরী ওর সামনে দাঁড়িয়ে। অনেক পরে সূর্য পুরো হারিয়ে গেলে ওরা নিজেদের খুঁজে পেল। আকাশ বলে চল বাড়ি যাই। দুজনে হাত ধরে ফিরে গেল।

সোমবার থেকে সকালের সূর্যোদয় দেখার পর আকাশ রোজ এক ঘণ্টা করে “তিন বন্ধু পড়ে শোনাত। বুধবারে সূর্যোদয় দেখতে দেখতে সুনিতা আকাশকে বলে ওর প্রথম রাতের স্বপ্নের কথা। আকাশ জিজ্ঞাসা করে মালাম্বুলহা ড্যাম কোথায়। সুনিতা বলে ও রবিবারে আকাশের সাথে ওখানেই যেতে চায়। শনিবার পর্যন্ত মোটামুটি একই ভাবে কাটল। রোজ সকালে সূর্য দেখা, তিনবন্ধু পড়া আর গল্প করা। এই সপ্তাহে আকাশ সুনিতাকে এত কাছে পেয়েছে যে ও নিজেই ভুলে গেছে যে ওকে আর কিছুদিন পড়ে সব ছেড়ে চলে যেতে হবে। সুনিতা যখন গল্প শুনতে বসত, ও আকাশের পায়ের ওপর মুখ রেখে শুনত। সুনিতার বুক যে আকাশের গায়ে লেগে আছে তাতে কিছু সংকোচ করতো না। ওর কাছে একদম সাধারণ অভিব্যক্তি ছিল। শুরুতে আকাশের অস্বস্তি হত। ওর পুরুষকার জেগে উঠত আর আকাশ অস্বস্তিতে পড়ে যেত যদি সুনিতার হাত লেগে যায় আর ও বুঝে ফেলে তবে কি হবে। কিন্তু মনে হয় রোজ সকালে সূর্য পুজার ফলে আকাশকে কখনো সেই অবস্থায় পড়তে হয়নি। সুনিতাকে জড়িয়ে ধরার সময় আকাশের হাত অনেক সময় সুনিতার কোমল পেটে লেগে যেত, আকাশের আস্বস্তি হত কিন্তু সুনিতার কোন ভ্রুক্ষেপ ছিল না। আকাশ দু একবার ওর পেটের ওপর ইচ্ছা করে হাত রেখে দেখেছে সুনিতা কিছু তো বলেই নি বরঞ্চ ও যে হাত দিয়েছে ওর পেটে সেটাকে মনেও নেয়নি। আকাশেরই পরে লজ্জা লেগেছে সুনিতাকে কথা দেওয়া সত্ত্বেও ও ওইভাবে নোংরা ব্যবহার করেছে বলে।

রবিবার সকালে বেড়াতে যাবে। রাজনকে রাজী করিয়েছে ওদের সাথে যাবার জন্য। আর রাজন যাতে বোর না হয় সেইজন্য দিব্যাকে সাথে যেতে বলেছে। সেদিন ওরা তাড়াতাড়ি তিনবন্ধু পড়া শেষ করে। যতটা পড়েছিল সেই সপ্তাহে তার সারাংশ হল–
কেস্টারের একটা গাড়ি ছিল, যে গাড়িটার নাম দিয়েছিল কার্ল। ওই গাড়িটা দেখতে বদখত ছিল কিন্তু ভেতরে ইঞ্জিন খুব বেশী ভালো ছিল। ওদের একটা খেলা ছিল রাস্তায় কোন ভালো গাড়ি ওদের সাথে রেস করতে চাইলে ওরা আগে অন্য গাড়িটাকে ছেড়ে দিত, আর এহতু পরেই ফুলস্পীডে চালিয়ে অন্য গাড়িটাকে হারিয়ে দিত। সেদিন কেস্টার আর লেন্তস, রবার্টের জন্মদিনের জন্য একটা পানশালাতে নিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় একটা গাড়িকে রেসে হারিয়ে দিতে দেখল চালকের পাশে একটা সুন্দর মেয়ে বসে। মেয়েটা ওই তিন বন্ধুকে বলে একসাথে পান করবে। মেয়েটার নাম প্যাট্রিসিয়া হোলম্যান বা সংক্ষেপে প্যাট। পানশালা থেকে বেরোনোর সময় প্যাট রবার্টকে ওর বাড়ীর ঠিকানা দিয়ে যেতে বলে।

ওরা চারজনে বাসে করে যখন পৌঁছল মালাম্বুলাহ তখন দুপুর পেরিয়ে গেছে। প্রথমেই সুনিতা ওকে ওর স্বপ্নের জায়গায় নিয়ে যায়। ড্যামের ওপরে যেখানে লকগেট ছিল তার থেকে একটু দূরে। ড্যামের ওপর টা গাড়ি যাবার মত রাস্তা করা কিন্তু কোন গাড়ি যায়না। সবাই হেঁটেই ঘোরে। সুনিতা আকাশকে যেখানে নিয়ে দাঁড়িয়ে ছিল সেখান থেকে একদিকে অনন্ত জল। শান্ত মিল আসীম জল। অনেকদুরে দিকচক্রবালে কিছু পাহাড় আর গাছের ছবি। পাখি হলে আকাশ তক্ষুনি সুনিতাকে পিঠে নিয়ে উড়ে চলে যেত। লকগেটের নীচে থেকে উলটো দিকে প্রবল স্রোতে জল বেরিয়ে যাচ্ছে। জলস্রোতের তীব্রতা এত বেশী যে ১০০ মিটারেরও বেশী উঁচু ড্যামের ওপরেও গায়ে জলের ছিটা পড়ছে। আর এক আসম্ভব সুন্দর বাগান। আকাশ বৃন্দাবন গার্ডেনের নাম শুনেছিল আর দেখেও এসেছিল। কিন্তু সেই সময় ওর এই মালাম্বুলাহ বাগান বেশী ভালো লাগলো। কারণ এখানে সুনিতা সাথে ছিল আর সেই সময় কৃত্রিম সজ্জা প্রায় ছিলই না ওই বাগানে। ওই জায়গা থেকে অনেকক্ষণ চারপাশ দেখে ওরা ড্যামের ওপর দিয়ে হাঁটতে লাগলো। কখন যে পুরো ২ কিলোমিটার হেঁটে ফেলেছে বুঝতেই পারেনি। ওদিকে দিব্যা আর রাজন চেঁচাতে শুরু করেছে যে ওদের পা ব্যাথা করছে আবার হেঁটে ফিরতে হবে। সুনিতা অবাক হয়ে গেল কারো এইটুকু হেঁটে পা ব্যাথা হয় নাকি !

 তারপর ওরা ড্যাম থেকে নেমে বাগানে ঘুরতে গেল। বাগানে যাবার আগে আকাশ ড্যামের জলের স্রতের কাছে যেতে চেয়েছিল কিন্তু সুনিতা ওখানে যেতে চায়নি, ওর মাথা ঘোরে বলে, তাই আর যায়নি। তারপর বাগানের সবদিক ঘুরতে ঘুরতে এক জায়গায় এসে সুনিতা বলে ওদিকে যেতে নেই। আকাশ বলে সবাই তো যাচ্ছে তবে ওরা কেন যাবে না। লতা আর রাজনও বলে ওরা ওদিকে যাবে না। আকাশ তো অবাক, ও সবাইকে জিজ্ঞাসা করতে লাগলো কারণটা কি কিন্তু কেউ কিছু বলে না। সুনিতা রাজনকে কাতর ভাবে অনুরোধ করে আকাশকে বুঝিয়ে দিতে, কিন্তু রাজন বলে সুনিতা ওর বন্ধুকে নিয়ে এসেছে, তাই সেইটা সুনিতার বলা উচিত। সুনিতা শেষ বলেই দিল ওদিকে একটা পুরো উলঙ্গ যক্ষী নারী মূর্তি আছে যার বসার ভঙ্গীটা ভীষণই অশ্লীল। আকাশ বলে ও আর কোনদিন ওখানে আসতে পারবে কিনা কোন ঠিক নেই।
Like Reply


Messages In This Thread
সুনিতা মাতা - by TumiJeAmar - 28-06-2021, 12:11 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 28-06-2021, 12:29 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 29-06-2021, 01:53 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 29-06-2021, 02:30 PM
RE: সুনিতা মাতা - by Kallol - 29-06-2021, 05:09 PM
RE: সুনিতা মাতা - by TumiJeAmar - 29-06-2021, 06:50 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 01-07-2021, 01:35 PM
RE: সুনিতা মাতা - by Kallol - 02-07-2021, 05:55 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 05-07-2021, 10:05 AM
RE: সুনিতা মাতা - by ddey333 - 07-07-2021, 04:03 PM
RE: সুনিতা মাতা - by Kallol - 07-07-2021, 07:13 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 06-01-2022, 10:14 AM
RE: সুনিতা মাতা - by ddey333 - 06-01-2022, 03:53 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 06-01-2022, 03:54 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 06-01-2022, 05:44 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 06-01-2022, 05:45 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 06-01-2022, 05:47 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 06-01-2022, 05:48 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 06-01-2022, 05:49 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 06-01-2022, 05:51 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 06-01-2022, 10:09 PM
RE: সুনিতা মাতা - by Siraz - 06-01-2022, 10:15 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 30-03-2022, 01:15 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 09-01-2023, 07:05 AM
RE: সুনিতা মাতা - by S_Mistri - 09-01-2023, 10:10 AM
RE: সুনিতা মাতা - by kourav - 12-01-2023, 07:38 PM



Users browsing this thread: 3 Guest(s)