29-06-2021, 09:10 AM
২ । আমার গলা বেয়ে চিকন ঘামের ধারা বইতে লাগলো। এ ছেলে নির্ঘাৎ কিছু জানে। এত করে গোপন করার চেষ্টা করি, কিন্তু এসব কথা কি আর চাপা থাকে? জলির সাথে আমার প্রণয় সম্পর্কিত ব্যাপার জানলেও অবশ্য কিছু এসে যায় না। নির্বান্ধব পুরুষ আর কতদিন একা থাকবে? জীবনটা তো আর হরর মুভি না! রোমান্টিকতারও দরকার আছে।
"অনেক রাত হয়ে গেছে। ঘুমাতে যাও এখন।"
"কিছু কী এড়িয়ে যাবার চেষ্টা করছ বাবা?"
মিটমিটিয়ে হাসছে সে। নাহ, আমি ভেবে দেখলাম, আমি কোন অপরাধ করছিনা। ও যখন নিজেকে এতটাই স্মার্ট ভাবে আর অকপট হতে চায়, তবে তাই হোক! আমি আমার পূর্বে ভাবনাকৃত অংশটিই দ্বিধাহীনভাবে বলে ফেললাম।
"দেখো, তোমার মায়ের কোন অমর্যাদা আমি করি নি কখনও, কিন্তু তার মানে এই না যে আমাকে সারাজীবন একা থাকতে হবে। জীবনটাতো আর হরর মুভি না! রোমান্টিকতারও দরকার আছে। বড় হওবুঝবে"
"গুড নাইট বাবা"
"গুড নাইট!"
ও আর কোন ঝামেলা করলো না দেখে আমি স্বস্তি পেলাম।
পরের দিনটা খুব ব্যস্ত কাটলো। অফিসে কাজের চাপ ছিলো প্রচুর। জলির সাথেও দেখা করলাম অফিস শেষে।
"ববি আমাদের ব্যাপারটা জেনে গেছে"
ওকে বললাম।
"কীভাবে জানলো!"
ওর ডাগর কালো চোখ জুড়ে বিস্ময়।
"যেভাবেই হোক জেনেছে। তবে সেটা ব্যাপার না। ও ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিয়েছে। আর আমিও বুঝিয়েছি।"
"কী বুঝিয়েছোওওও!"
"এত ঢং করে কথা বল কেন? যা বুঝানোর বুঝিয়েছি।"
"আচ্ছা তোমাদের ব্যাপার তোমরা বোঝো। আমি কে? কেউ না!"
নাহ, জলির ওপর রাগ করে থাকা যায় না। আমি ওর কাঁধ জড়িয়ে ধরে ওর ঘাড়ে ঠোঁট রাখলাম। ও খলবলিয়ে হেসে উঠলো! আহা সুগন্ধী নারী! ববির মায়ের গায়ে সুগন্ধ ছিলো না। ছিলো শুধু বাসনপাতির গন্ধ। আর ডিমের গন্ধ, সাবানের গন্ধ। ভাবতে গিয়ে আমি চমকে উঠি। অর্বাচীনের মত আশেপাশে তাকাই ববি আছে কী না এই ভয়ে! ধুৎ খামোখাই ভাবছি এসব। ববির মা যেদিন ছাদ থেকে পড়ে মারা গেলো, সেদিন আমাকে কিছুই করতে হয় নি। আমি তার সাথে ছিলামও না। তবে থাকার কথা ছিলো। প্ল্যানটা ওভাবেই সাজিয়েছিলাম। বর্ষার দিন। পুরোনো হয়ে যাওয়া স্ত্রী। হাস্যোচ্ছল জলি। পিচ্ছিল ছাদ। কিন্তু আশ্চর্য হলেও সত্যি যে আমাদের আসলেই কিছু করতে হয় নি। অসতর্ক মহিলা নিজের থেকেই পড়ে গিয়েছিলো! পড়ে থেৎলে গিয়েছিলো। কী বিভৎস! রিয়্যাল হরর।
"অনেক রাত হয়ে গেছে। ঘুমাতে যাও এখন।"
"কিছু কী এড়িয়ে যাবার চেষ্টা করছ বাবা?"
মিটমিটিয়ে হাসছে সে। নাহ, আমি ভেবে দেখলাম, আমি কোন অপরাধ করছিনা। ও যখন নিজেকে এতটাই স্মার্ট ভাবে আর অকপট হতে চায়, তবে তাই হোক! আমি আমার পূর্বে ভাবনাকৃত অংশটিই দ্বিধাহীনভাবে বলে ফেললাম।
"দেখো, তোমার মায়ের কোন অমর্যাদা আমি করি নি কখনও, কিন্তু তার মানে এই না যে আমাকে সারাজীবন একা থাকতে হবে। জীবনটাতো আর হরর মুভি না! রোমান্টিকতারও দরকার আছে। বড় হওবুঝবে"
"গুড নাইট বাবা"
"গুড নাইট!"
ও আর কোন ঝামেলা করলো না দেখে আমি স্বস্তি পেলাম।
পরের দিনটা খুব ব্যস্ত কাটলো। অফিসে কাজের চাপ ছিলো প্রচুর। জলির সাথেও দেখা করলাম অফিস শেষে।
"ববি আমাদের ব্যাপারটা জেনে গেছে"
ওকে বললাম।
"কীভাবে জানলো!"
ওর ডাগর কালো চোখ জুড়ে বিস্ময়।
"যেভাবেই হোক জেনেছে। তবে সেটা ব্যাপার না। ও ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিয়েছে। আর আমিও বুঝিয়েছি।"
"কী বুঝিয়েছোওওও!"
"এত ঢং করে কথা বল কেন? যা বুঝানোর বুঝিয়েছি।"
"আচ্ছা তোমাদের ব্যাপার তোমরা বোঝো। আমি কে? কেউ না!"
নাহ, জলির ওপর রাগ করে থাকা যায় না। আমি ওর কাঁধ জড়িয়ে ধরে ওর ঘাড়ে ঠোঁট রাখলাম। ও খলবলিয়ে হেসে উঠলো! আহা সুগন্ধী নারী! ববির মায়ের গায়ে সুগন্ধ ছিলো না। ছিলো শুধু বাসনপাতির গন্ধ। আর ডিমের গন্ধ, সাবানের গন্ধ। ভাবতে গিয়ে আমি চমকে উঠি। অর্বাচীনের মত আশেপাশে তাকাই ববি আছে কী না এই ভয়ে! ধুৎ খামোখাই ভাবছি এসব। ববির মা যেদিন ছাদ থেকে পড়ে মারা গেলো, সেদিন আমাকে কিছুই করতে হয় নি। আমি তার সাথে ছিলামও না। তবে থাকার কথা ছিলো। প্ল্যানটা ওভাবেই সাজিয়েছিলাম। বর্ষার দিন। পুরোনো হয়ে যাওয়া স্ত্রী। হাস্যোচ্ছল জলি। পিচ্ছিল ছাদ। কিন্তু আশ্চর্য হলেও সত্যি যে আমাদের আসলেই কিছু করতে হয় নি। অসতর্ক মহিলা নিজের থেকেই পড়ে গিয়েছিলো! পড়ে থেৎলে গিয়েছিলো। কী বিভৎস! রিয়্যাল হরর।