28-06-2021, 09:02 PM
(28-06-2021, 09:00 PM)satyakam Wrote: 8 টা পর্ব পড়লাম।
বেশ ভালোই এগিয়ে যাচ্ছে।
তবে পুলিশের এই ধরনের ঔদ্ধত্য আমার পছন্দ না। তাই এখানে যদি নিশিকান্ত নায়ক হয়( লাস্ট পর্যন্ত পড়ে দেখি) । তাহলে হয়তো আমার খারাপ লাগবে।
পুলিশ আমার সহ্য হয় না। দুই তিনবার এনকাউন্টার হয়েছে পুলিশের সাথে। সবকটা তিক্ত। কখনো আমি হেরেছি তো কখনো পুলিশ। সাপে নেউলের সম্পর্ক আমার। যদিও আমি এখন ইদুর আর পুলিশ সাপ।
একদিন নেউল হওয়ার ইচ্ছা আছে।
আমার কথা বাদ দিয়ে গল্পের কথা বলি --- সেক্সের বর্ণণা পড়ে বলবো। কেমন হয়েছে।
এই লেখাতে সেক্স কম, পুলিশ নিজের চাপেই হয়তো গরমটা দেখিয়ে ফেলে ! এটা আমার একান্ত ব্যাক্তিগত মতামত।
ধৃতরাষ্ট্র - দা বস !