27-06-2021, 06:19 PM
আমার পড়া ইনসেস্ট গল্পগুলোর মাঝে অন্যতম সেরা গল্প এটি। কিন্তু পড়তে গিয়ে এক ঘন্টার পড়া এক সপ্তাহেও শেষ করতে কস্ট হলো শুধু পোস্টারের কিছু অবহেলার কারনে। ফন্ট সেটিংস আর ফরমেটিং সমস্যার কারনে গল্প পড়তে গিয়ে এডিট করতে করতেই ঘন্টার পর ঘন্টা কেটে গ্যাছে। মূল ভাবটুকু ধরে ধরে শূন্যস্থান পূরণ করতে যে এতো ঝামেলা হবে সেটা গল্প পড়া শুরু করার সময় মনেই হয়নি। মাঝে মাঝে আবার লেখা ঠিক করতে যেয়ে লেখকের ভাবনার সাথেও তাল রাখতেও বেশ বেগ পেতে হয়েছে। অবশেষে যদিও গল্পটির সব শূন্য স্থানই পূরণ করে নেয়া গেছে, তথাপিও পড়ার স্বাদটা গেছে অনেকটাই কমে। শুধু গল্পের থিমটা ভাল ছিলো বলে এভাবে পড়া চালিয়ে গেছি। সেই সাথে লেখকের গল্পের প্রতি যে আন্তরিকতা ছিলো সেটাও ভাবনায় থাকাতে গল্পটি শেষ করতে পেরেছিলাম। যদিও আমি মনে করি, গল্পটি এখানেই শেষ হয়ে যায়নি। গল্পের ধারা অনুযায়ী আরো বেশ খানিকটা গল্প এখনো বাকি আছে। এখানে আপলোড যিনি দিয়েছেন তিনি হয়তো বাকিটুকু কোনোকারনে কালেকশন করতে ব্যর্থ হয়েছেন কিংবা আপলোড দিতে পারেননি।
যাই হউক, গল্পটা মানের দিক থেকে খুব ভালো ছিলো তাই মূল লেখককে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি।
যাই হউক, গল্পটা মানের দিক থেকে খুব ভালো ছিলো তাই মূল লেখককে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি।