27-06-2021, 11:56 AM
(27-06-2021, 11:26 AM)a-man Wrote: আমি আছি. আর কেউ না থাকুক পিনুরাম দাদা থাকলে নিশ্চই কমেন্ট করতেন এমন গল্পে.
ওই যে বললাম। এই গল্পটা শুধু মাত্র পাঁচজনের জন্য লেখা হচ্ছে। যদিও এটা গল্প না। উপন্যাস।
ওই পাঁচজনের মধ্যে তিনজন কমেন্ট করেছে। বাকি দুজনের দেখা নেই।
আসবে আসবে। তারাও আসবে। যাবে কোথায়।
পিনু দার অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।