27-06-2021, 11:23 AM
(27-06-2021, 10:24 AM)Bumba_1 Wrote: আকাশ আর সুচিত্রার শৈশব কালের শুরুটা বেশ উপভোগ্য।
নাম ভূমিকায় দু'জন লেখক এর নাম দিয়েছো .. তারমানে কাহিনীটি দু'জনের মস্তিষ্কপ্রসূত।
আরেকটা কথা তুমি যখন 'বিচিত্রবীর্য' বলেই এখানে পরিচিত তখন username এ 'সত্যকাম' নামটা পাল্টে ওই নামটাই দাও .. সেটাই বেশি গ্রহনযোগ্য হবে।
বরাবরের মতোই লাইক এবং রেপু ..
সত্যি বলতে কি দাদা, সত্যকামের সাথে এব্যাপারে কোনো কথাই হয়নি আমার! আমি তাকে কখনো বলিইনি এমন কোনো গল্প লেখার ব্যাপারে. সে কেন নামটা দিলো সেই জানে! আমি শুধু একবার কথার ছলে তাকে বলেছিলাম যে বিদ্যুৎ রায়ের পোস্টের গল্প পড়তে.
এই গল্পে ভালো মন্দ যাই হোক না কেন কৃতিত্ব সম্পূর্ণ সত্যকাম দাদার.