27-06-2021, 10:45 AM
Satabdi দিদি! বুঝতে পারছি আপনার মনের অব্স্থা। আপনি নিজের সময় শ্রম দিয়ে আমাদের মনোরঞ্জন করছেন। একজন পোস্টদাতা কিছু রিপ্লে রেপু লাইক কমেন্ট ছাড়া আর কিছুই তো আশা করেন না। কিছু অধিকাংশ রিডাররাই কোনো কিছুর মান্যতা না দিয়ে আনন্দ উপভোগ করে পিছনপথ ধরে ফেলে। আপনি হয়তো অবগত আছেন এক্সবি বন্ধ হওয়ার পর যেসব সক্রিয় মেম্বার ছিলেন তারা ইতিমধ্যেই বেশ কিছু এমনই ফোরাম খুলে ফেলেছেন। বস্তুত তার কারণেই এক্সবির পাহাড় প্রমাণ পাঠককুল এখন বিভক্ত। সেকারনেই ওরিজিনাল পোস্ট করেন এমন পাঠকের সংখ্যা কমে গেছে। কিন্তু আপনি চালিয়ে যান। আপনার এই কাজ এক সংগ্রহশালা হয়ে উঠবে।
পরবর্তী গল্পের আশায় আছি কিন্তু।
পরবর্তী গল্পের আশায় আছি কিন্তু।