Thread Rating:
  • 21 Vote(s) - 3.43 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Thriller ফুক্কাৎসু
#11
ফুক্কাৎসু
দ্বিতীয় অধ্যায়

কলেজ থেকে পিসির ফিরতে এখনো ঘন্টা খানেক দেরি আছে। আমি মেইন দরজা বন্ধ করে ব্রাস করে নিলাম, তারপর বিস্কুটের কৌটো থেকে দুটো বিস্কুট খেলাম। বাটিতে আমার জন্য দুধ রাখা আছে। গরম করবার জন্য বাটিটা গ্যাসে চাপিয়ে আমি অনেকটা চিনি মিশিয়ে দিলাম, সেই সঙ্গে এক চামচ নেসকফি। দুই মিনিটে কফি তৈরি। তারিয়ে তারিয়ে খেয়ে খুব আরাম পেলাম। বেশ চনমনে বোধ হচ্ছে, শুধু মাথাটা একটু ভারি।
আবার ফোন নিয়ে বিছানায় চলে এলাম। একটু আগে রতি সুখ দিয়েছে যে পাশবালিশটা সেটা নিরাসক্ত হয়ে পড়ে আছে, যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না।
লাথি মেরে ওটাকে পায়ের দিকে সরিয়ে দিলাম। মন্টুদার উপর থেকে রাগ এখনও যায়নি। আঙ্গুল দিয়ে রগড়ে রগড়ে গরম করে রুমালে হাত মুছে দিব্যি চলে গেলো!
মন্টুদার যে বৌদিবাজি রোগ আছে এটা আমি জানি। ওর ফেসবুক প্রোফাইলে ফ্রেণ্ড লিষ্টে বেশ কয়েকটা বৌদি দেখেছি আমি। মন্টুদার সঙ্গে তাদের নিরীহ দেওর বৌদি সম্পর্ক আমি বিশ্বাস করি না।
বৌদিবাজি রোগ থাকলে নাইন-টেনের মেয়েদের চোখে ধরে না এ আমি জানি। আবার চোখে ধরে না বলি কেমন করে? জ্বর দেখার নাম করে দিব্যি চটকে দিয়ে গেলো আমাকে।
তবে অতো সহজে আমি হার মানি না। তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তোমার যদি বৌদি পছন্দ, তাহলে বৌদি হয়েই নাহয় আসবো তোমার কাছে।
ফেসবুকে গিয়ে প্রথমে নিজের অ্যাকাউন্ট থেকে লগআউট করলাম। সাকসেসফুলি লগআউট করেছি জানিয়ে লগইন পেজ দেখাতে লাগলো। এবার আমি লগইন করবো পাপিয়া ঘোষের ফেসবুক অ্যাকাউন্টে।
পাপিয়া ঘোষের লগইন আইডি, পাসওয়ার্ড এসব জানলাম কী করে?
একটু ধৈর্য ধরুন। সব কিছুই জানতে পারবেন।
লগইন ই-মেইলের জায়গায় আমি লিখলাম ঘোষপাপিয়া ৫৫৫ অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট কম। এই রে! ই-মেইলটা পুরো মনে আছে কিন্তু পাসওয়ার্ড লিখতে গিয়ে থমকে যেতে হলো। সাতটা শূন্য নাকি আটটা শূন্য মনে পড়ছে না। মনে হয় আটটাই হবে। প্রথমে আটটা দিয়ে ট্রাই করলাম। রং পাসওয়ার্ড! এবার সাতটা দিয়ে ট্রাই করলাম। আবার রং পাসওয়ার্ড!!
পাসওয়ার্ডটা কি তানিশা পাল্টে দিয়েছে? এটা আসলে আমারই বানানো একটা ফেক অ্যাকাউন্ট। স্বপ্না নামের আমাদের এক বান্ধবীর বয়ফ্রেন্ডকে টিজ করবার জন্য কয়েকমাস আগে এটা বানিয়ে তানিশাকে দিয়ে ছিলাম। স্বপ্নার বয়ফ্রেন্ডের নাম মনোজ। পাড়ার ছেলে। নিতান্তই নিরীহ এবং গোবেচারা টাইপের ছেলেটার একটা গুড বয় টাইপের ইমেজ আছে। এরকম ভাজা মাছটি উল্টে খেতে না জানা ছেলেগুলো তলায় তলায় যে চরম হারামি হয় এটা সবাই জানে। কিন্তু প্রেমে পড়লে ছেলে হোক বা মেয়ে, সাধারণ বোধবুদ্ধি হারিয়ে ফেলে। স্বপ্নারও সেই অবস্থা হয়েছিল। তার ধারণা মনোজ নাকি তার একনিষ্ঠ প্রেমিক! আর ওদের লাভটা নাকি যাকে বলেই একদম টুরু লাভ।
টুরু লাভ বলে কিছু হয় আমি বিশ্বাস করি না। ছেলে মাত্রেই ধান্দাবাজ। তবে বিনা প্রমাণে একথা বললে কেউ বিশ্বাস করবে না। তাই স্বপ্নাকে 'টুরু লাভ'- এর বাস্তব রূপ দেখাবার জন্য আমরা মিস রূপালী নামের এক সেমি-পর্ণস্টারের ফটো দিয়ে একটা ফেক ফেসবুক অ্যাকাউন্ট বানিয়ে ফেলি।
প্রোফাইল ফটোতে মিস রূপালীর ফটো ব্যবহারের কারণ এই মিস রূপালী তেমন পরিচিত মুখ নয় ও তার একটি নিজস্ব ওয়েবসাইট আছে এবং সেখানে তার যেমন 'গুডি গুডি গার্ল' টাইপের ফটো আছে, তেমনি সেমি-ন্যুড ও ফুল-ন্যুড ফটোও আছে। যখন যেমন দরকার তেমন ফটো কাজে লাগানো হবে। মিস রূপালীর ওয়েবসাইট থেকে কয়েকটা চটকদার ফটো নিয়ে আপলোড করার আগে ফটো এডিটিং অ্যাপ করে কিছু পরিবর্তন করে নেওয়া হয়েছিল, যেমন সিঁদুর, নাকের নথ, লিপস্টিক ইত্যাদি অ্যাড করা, চুল ও চোখের মনির রঙ পাল্টে দেওয়া, তাতে  ইমেজ সার্চ ইঞ্জিন ব্যবহার করে ফটোগুলো ট্রেস করা না যায়।
আমরা কয়েকজন সেই ফটোগুলোতে লাইক কমেন্ট করতে থাকায় এক সপ্তাহের মধ্যে পাপিয়া ঘোষের ফ্রেণ্ডের সংখ্যা পাঁচশো ছাড়িয়ে গেছিলো। যেহেতু কয়েকজন মিউচুয়াল ফ্রেন্ড ছিলো, সেইহেতু মনোজের চোখে জিনিসটা পড়বেই আমরা নিশ্চিত ছিলাম, কিন্তু এতো তাড়াতাড়ি বাছাধন ফাঁদে পা দেবে আশা করিনি। যেদিন পাপিয়া ঘোষের অ্যাকাউন্ট খোলা হয়েছিল তার পরের দিনই মনোজের ফ্রেণ্ড রিকোয়েস্ট! এরপর কিছুটা ন্যাকামি, বোকা বোকা প্রেমের কথা, কিছুটা মান-অভিমান পরিয়ে ইনবক্সে কয়েকটা খোলামেলা সেক্সি ফটো পাঠিয়ে এক সপ্তাহেরও কম সময়ে তাকে দিয়ে "আই লাভ ইউ" বলানো, সে এক মজাদার আখ্যান। সেই আখ্যান পরে কখনো শোনানো যাবে, ইতিমধ্যে আমি পাপিয়া ঘোষের অ্যাকাউন্টে ঢুকতে পেরেছি। সাতটা বা আটটা নয়, পাসওয়ার্ডে ছয়টা শূন্য আছে।
তানিশা ছাড়াও যে আরো একজন পাসওয়ার্ডটা পাল্টাতে পারে সে রুবি। রুবি বাসন্তী আন্টির মেয়ে। পিসি এই বাড়িতে আসার আগে থেকে, এমনকি আমার জন্মেরও আগে থেকে আমাদের বাড়িতে পরিচারিকার কাজ করে। বাসন্তী আন্টি রুবিকে নিয়ে কাজে আসতো। আন্টির কাজ করবার সময়টুকু আমরা নানা রকমের গল্প করতাম, গেম খেলতাম। গৃহ পরিচারিকার মেয়ে বলে আমাদের বন্ধুত্বের মাঝে তার কোনো প্রভাব পড়েনি কখনো। কিন্তু রুবি এখন কেমন যেন পাল্টে গেছে। এখন বাসন্তী আন্টি একাই কাজে আসে। রুবি নাকি আসতে চায়না। ওর সঙ্গে আমার একটা অদ্ভুত ধরণের মন কষাকষি চলছে, যাকে বলে ঠাণ্ডা লড়াই। আর এই লড়াইটা শুরু হয়েছে এফচ্যাট ডট কম নামের নামের এক চ্যাটিং সাইটে যাওয়াকে কেন্দ্র করে। এ প্রসঙ্গ এখন থাক। আমি চাই না রুবি এই এখানে ঢুকুক, তাই অ্যাকাউন্টে ঢুকেই আমি প্রথমে পাসওয়ার্ড পাল্টে নিলাম। আপাতত অ্যাকাউন্টটা একান্ত ভাবেই আমার। এখন এই অ্যাকাউন্ট থেকে আমি মন্টুদাকে ফ্রেণ্ড রিকোয়েস্ট পাঠাবো।
মনোজের ফ্রেণ্ডলিস্টে মন্টুদা আছে। ওর প্রোফাইলে যাবার জন্য আমি পাপিয়ার ইনবক্সে গেলাম। অ্যাকাউন্টটা এতদিন তানিশাই বেশি ব্যবহার করেছে। মনোজের সাথে ওর চ্যাটিং দেখে অবাক হলাম। বোরিং চ্যাট। খালি ন্যাকা ন্যাকা কথা আর ভালোবাসা ভালোবাসা। ও এম জি! কোনো কোনো দিন দেখি প্রায় ভোর রাত পর্যন্ত চ্যাটিং হয়েছে। পড়তে পড়তে হাঁসি পেয়ে গেলো। প্রতিটা কথায় একটা করে হার্টের ইমোজি পাঠায়। ছেলেটা সত্যিই হাঁদারাম। চ্যাটিং সবাই পারে না। চ্যাটিং একটা আর্ট, বিশেষ করে রোল-প্লে চ্যাট।
মন্টুদার প্রোফাইলে গিয়ে আমার অবাক হতে আরো বাকি ছিলো। ফ্রেণ্ড রিকোয়েস্ট পাঠাবো কি, মন্টুদা আর পিয়ালি দেখি অলরেডি ফ্রেণ্ড।  একদিন দেখলাম তাদের কয়েক মিনিট চ্যাটিংও হয়েছে। তার পর থেকে মন্টুদা কম করে একশো বার টেক্সটিং করে গেছে, এমনকি আজ সকালেও গুড মর্নিং ফটো পাঠিয়েছে। তার তিন মিনিট পর একবার "হাই জানু"ও সাত মিনিট পর একবার "হ্যালো সুইটহার্ট"!
আমার কাজটা সহজ হয়ে গেলো। আমার দিক থেকে ফ্রেণ্ড রিকোয়েস্ট পাঠানোর সমস্যা ছিলো। মেয়েরা সাধারণত রিকোয়েস্ট পাঠায় না, তাই আমি পাঠালে সেটা সন্দেহজনক হতো।
পাপিয়ার সঙ্গে মন্টুদার টেক্সটিং যখন শুরু হয়েই গেছে, আমিই তো এখন পাপিয়া তাই আমার কাজ এখন সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমি সকালের গুড মর্নিংয়ের উত্তরে লিখলাম, "নাইস মর্নিং ডিয়ার", কিন্তু অন্য টেক্সট দুটো উপেক্ষা করলাম।
এর পর আমার কাজ "মাই সেক্সি রুপালী" ওয়েবসাইটে গিয়ে রূপালীর কয়েকটা সেমি-ন্যুড, কয়েকটা ফুল-ন্যুড আর একটা পর্ণ সাইটে গিয়ে কয়েকটা বুবস আর পুসির ফটো আপলোড করে রাখা। অবশ্য তাতেই আমার কাজ শেষ হচ্ছে না। আপলোড করার পর সেগুলোকে এডিট করতে হবে। কাজগুলো করতে সময় লাগবে।
হঠাৎ কলিং বেলের সুরেলা ধ্বনিতে চমকে উঠলাম। পিসি কলেজ থেকে ফিরলো।
দরজা খুলে দিতে পিসি বললো,"মন্টু কখন গেলো?"
মন্টুদা ঘন্টা খানেক আগে গেছে, কিন্তু পিসিকে আমি কেন জানিনা সে কথা বলতে পারলাম না। বললাম," তুমি যাবার একটু পরেই।"
"ওষুধ দিয়ে যায়নি?", শাড়ি শায়া ছেড়ে নাইটি পরতে পরতে পিসি জিজ্ঞেস করলো।
আমি বললাম," হুম্, ওই তো রাখা আছে।"
পিসি আমার কপালে হাত দিয়ে বললো,"তোর তো এখনো জ্বর আছে, যা শুয়ে থাক গিয়ে।"
আমি শোবার ঘরে গিয়ে আবার লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। এবার লেপের ভিতর পাশবালিশটা নিয়ে দু'হাতে জড়িয়ে ধরলাম।

(দ্বিতীয় অধ্যায় সমাপ্ত)
 Shy but Sexy   Heart 291
[+] 4 users Like যোনিগন্ধা's post
Like Reply


Messages In This Thread
RE: ফুক্কাৎসু - by Krisna09 - 24-06-2021, 10:54 PM
RE: ফুক্কাৎসু - by Bichitro - 24-06-2021, 10:56 PM
RE: ফুক্কাৎসু - by Damphu-77 - 24-06-2021, 11:34 PM
RE: ফুক্কাৎসু - by Mehndi - 25-06-2021, 12:56 AM
RE: ফুক্কাৎসু - by chndnds - 25-06-2021, 03:52 PM
RE: ফুক্কাৎসু - by gang_bang - 25-06-2021, 05:02 PM
RE: ফুক্কাৎসু - by যোনিগন্ধা - 26-06-2021, 09:54 PM
RE: ফুক্কাৎসু - by ddey333 - 26-06-2021, 10:48 PM
RE: ফুক্কাৎসু - by yaaary - 26-06-2021, 10:12 PM
RE: ফুক্কাৎসু - by chndnds - 27-06-2021, 05:16 PM
RE: ফুক্কাৎসু - by sairaali111 - 27-06-2021, 05:34 PM
RE: ফুক্কাৎসু - by Bichitro - 27-06-2021, 06:45 PM
RE: ফুক্কাৎসু - by yaaary - 30-06-2021, 11:14 PM
RE: ফুক্কাৎসু - by Baniyachong_ - 30-06-2021, 11:26 PM
RE: ফুক্কাৎসু - by Bichitro - 01-07-2021, 07:44 AM
RE: ফুক্কাৎসু - by koleyranu - 01-07-2021, 09:41 AM
RE: ফুক্কাৎসু - by raja05 - 01-07-2021, 04:30 PM
RE: ফুক্কাৎসু - by sairaali111 - 01-07-2021, 04:35 PM
RE: ফুক্কাৎসু - by swank.hunk - 01-07-2021, 06:03 PM
RE: ফুক্কাৎসু - by chndnds - 01-07-2021, 07:44 PM
RE: ফুক্কাৎসু - by RANA ROY - 01-07-2021, 09:59 PM
RE: ফুক্কাৎসু - by koleyranu - 04-07-2021, 08:35 AM
RE: ফুক্কাৎসু - by raja05 - 05-07-2021, 06:11 AM
RE: ফুক্কাৎসু - by koleyranu - 09-07-2021, 06:58 AM
RE: ফুক্কাৎসু - by baidyas9433 - 10-07-2021, 09:22 PM
RE: ফুক্কাৎসু - by Dibakor - 17-11-2021, 05:00 PM
RE: ফুক্কাৎসু - by poka64 - 19-12-2021, 09:04 AM



Users browsing this thread: 6 Guest(s)