Thread Rating:
  • 80 Vote(s) - 3.55 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Misc. Erotica অনঙ্গর অণু পানু (a collection of micro-stories) _ অনঙ্গদেব রসতীর্থ
গত বছর অক্টোবর মাস থেকে হঠাৎই লকডাউনের অনন্ত সময়কালের অবসর আমাকে নিয়মিত চটি-গল্প লেখায় উৎসাহিত করেছে।
তারই ফলশ্রুতি এই 'অনঙ্গর অনু পানু' thread-টি। বলা বাহুল্য, এই thread-এর নিয়মিত লেখায় আর 'অণু' ব‍্যাপারটাকে মোটেও ধরে রাখতে পারছি না। গল্পগুলো নিয়মিত ক্রমশই দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে পড়ছে। তবু আরেকটা thread create করে বড়োগল্পগুলোকে আলাদা করে দেওয়ার থেকে বিরতই থাকছি।
তার কারণ, এই thread-এ আপনাদের মতো (কারুরই নাম/ ছদ্মনাম আলাদা করে উল্লেখ করলাম না) পাঠকের নিয়মিত ঘোরাফেরা, আমার লেখার প্রতি আলাদা নজর ও ভালোবাসা দেওয়া, আমাকে এক অনন্য আত্মীয়তার স্বাদ এনে দিয়েছে। তাই এই বন্ধন ছিন্ন করবার আপাতত কোনও ইচ্ছে আমার নেই।
মূলধারার সাহিত্যই মূলত লিখতাম। তার নিয়মিত প্রকাশ, আমাকে ঋদ্ধ করেছে এবং এখনও করছে।
কিন্তু গত বছর থেকে এই চটি-সাহিত‍্যও পাশাপাশি সমান গুরুত্ব দিয়ে লেখবার ও তার জন্য মাথা খাটানোর লাগাতার প্রেরণা পাচ্ছি, শুধু আপনাদের নিয়মিত পাঠ-প্রতিক্রিয়ার জন‍্যই।
লেখালিখি করে আমার বাড়িতে ভাতের হাঁড়ি চড়ে না; ফলে জীবিকা-জীবন তো একটা আছেই। তার পাশাপাশি ভালোবাসা থেকেই লেখালিখির বদ অভ‍্যাসটা ধরা।
প্রথম থেকে কখনই চটি লিখব ভাবিনি, লিখিওনি। প্রথাগত মূলধারার গল্পই লিখেছি এবং সে সবের কিছু-কিছু প্রকাশও পেয়েছে পত্রিকার পাতায়। ফলে mainstream সাহিত‍্যের আঙিনায় সামান্য খ‍্যাতি ও পরিচয় তো হয়েছেই।
তবু আমি চটি লেখায় নিয়মিত এখন সময় দিচ্ছি। সামাজিক পরিচয়, পারিবারিক পরিচয়, জীবিকাগত পরিচয়ে এ সব সাহিত্য স্বনামে প্রকাশ পেলেতার ছিছিক্কারের চাপ সামলানো, আমার মতো মানুষের পক্ষে সম্ভব নয়। আমি অতোটাও ডাকাবুকো নই। তাই তো ছদ্মনামের আড়ালেই এখানে আসা।…
চটি-সাহিত্য এখনও সমাজের মূলস্রোতে ব্রাত্য, সেন্সরশিপের চোখেও সম্ভবত দণ্ডনীয়।
যতো দূর জানি, আমাদের এখানে চিকিৎসা এবং গবেষণার field ছাড়া, অন্য কোনওভাবে (মূলত বিনোদন ক্ষেত্রে বা fictional সাহিত্যে) খোলাখুলি যৌনতার চর্চা করায় বাঁধা আছে। ফলে যৌন-সাহিত‍্য কখনও মূলধারায় আসতে পারে না।
অথচ সেই বটতলা, মঙ্গলকাব‍্যের যুগ থেকেই যৌন-সাহিত‍্য, সাহিত‍্যেরই এক দুয়োরাণি হয়ে, বিনা কদরে, মূল-ধারার সাহিত্যের পাশাপাশি, ফল্গুনদীর মতো বয়ে চলেছে।
তাই চিরকালই বেশিরভাগ যৌন-সাহিত‍্যের মান খারাপ, ভাষা ঝুল ও printing নিম্নমানের হয়। অথচ চিরকালই রসজ্ঞ পাঠক-সমাজে ভালো চটির খোঁজ চলতেই থাকে।
কিন্তু এখন এতো অবারিত porn videoর যুগেও, ভালো যৌন-সাহিত‍্যেরও সমান চাহিদা রয়েছে সমঝদারদের মহলে, তার স্পষ্ট প্রমাণ xossipy-র এই thread-গুলিতে এতো লেখালিখির নিয়মিত post হওয়া।
আমি কখনওই নিজের কথা বেশি লেখবার পক্ষপাতী ছিলাম না। আপনাদের প্রশংসাকে মূলধন করে, নতুন-নতুন গল্প (যতোদিন পারব) যুগিয়ে যাওয়ার চেষ্টাতেই আছি।
এই গল্পগুলো কখনও সিরিয়াস গল্পের মতোই বইয়ের আকারে, দু-মলাটের বন্ধনীতে সংকলিত হতে পারবে কিনা, জানি না। ভবিষ্যৎ পৃথিবী কতোটা এ ব‍্যাপারে উদার হবে, জানা নেই। হলে, নিশ্চই আমার মতো অনেক লেখকের কাছেই সাহিত্যের একটা নতুন দিগন্ত খুলে যাবে।
সেই আশাতেই রইলাম।
অনেকদিন ধরেই আমার লেখা পড়ে যাঁরা নিয়মিত/ অনিয়মিতভাবে লাইক ও কমেন্টস দিয়ে আমাকে উৎসাহ জোগান, তাঁদের একটা formal ধন‍্যবাদ দেওয়ার ইচ্ছে হচ্ছিল। সেই পরিপ্রেক্ষিত থেকেই এতোটা লিখে ফেললাম।
সকলে ভালো থাকবেন; আমার লেখা পড়ে, আরও উৎসাহ দেবেন, এই আশাই রাখলাম।

ধন্যবাদ।

শ্রী অনঙ্গদেব রসতীর্থ।
 
 
 
 
 
[+] 9 users Like anangadevrasatirtha's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: অনঙ্গর অণু পানু (a collection of micro-stories) _ অনঙ্গদেব রসতীর্থ - by anangadevrasatirtha - 26-06-2021, 01:57 PM



Users browsing this thread: 20 Guest(s)