26-06-2021, 07:26 AM
পরী
পীরসাহেব
ছোটবেলাতে সবাই আমরা পরীদের গল্প শুনেছি। ছোটবেলায় সবার কল্পণাতে খেলা করত লাল পরী, নীল পরীরা। আমাদের বয়সীদের জন্য আজ আমি লিখলাম অন্য ধরণের একটি পরীর গল্প...
হঠাৎ করেই ঘুম ভেঙ্গে গেল আমার। বিছানাতে শুয়ে শুইয়েই বুঝতে চেষ্টা করতে লাগলাম ঘুম কেন ভাঙ্গল। সারা ঘর একটা মিষ্টি আলোতে আলোকিত। ঐ আলোতেই ঘড়ি দেখলাম। রাত তিনটা। এই সময়ে কেন ঘুম ভাঙ্গবে? এক মিনিট! আলো কোথা থেকে আসে! ঘুমানোর সময় আমি সবসময় পর্দা টেনে ঘুমাই। আজও নিজে জানার পর্দা টেনে তারপর ঘুমিয়েছি। তাহলে আলো কোথা থেকে আসে! আর ফুলের পাগল করা সুবাসটাই বা কোথা থেকে আসছে?? বাসার আসেপাশে তো কোন ফুল গাছই নেই। তাহলে বিষয়টা কি?? এই সব সাতপাঁচ ভাবতে ভাবতে বিছানাতে উঠে বসলাম। ওরে বাবা এইটা কি বসে আছে আমার পায়ের কাছে!! ও খোদা অইটা দেখি আবার আমার দিকে আসছে... চিৎকার দেবারও সময় পেলাম না তার আগেই ফিট।
কতক্ষণ পরে চোখ মেললাম তা বলতে পারবো না। চোখ মেলতেই দেখি অপরূপ সুন্দর একটা মেয়ে আমার দিকে ঝুঁকে আছে। নিশ্চয় আমি স্বপ্ন দেখছি। এত সুন্দর মেয়ের দেখা স্বপ্ন ছাড়া আর কোথাও পাওয়া সম্ভব নয়। মিষ্টি আলোটা তার শরীর থেকেই আসছে।
‘এই তুমি ঠিক আছ?’ মেয়েটা আলতো করে আমার গাল স্পর্শ করল। উফফ...কি নরম তার হাতের স্পর্শ। আরে এইটাতো স্বপ্ন না। its damn real!! ভয়ে আবার চিৎকার করতে যাব মেয়েটা আমার মুখ চেপে ধরল। ‘প্লীজ চিৎকার কোর না। চিৎকারে তোমার আব্বু-আম্মু এসে পড়লে আমাকে চলে যেতে হবে। অনেক দূর থেকে এসেছি তোমাকে দেখবার জন্য আর একটু থাকি তারপর চলে যাব । ভয় পেয় না তোমার কোন ক্ষতি করবো না আমি।’
মেয়েটার গলার স্বর অনেক মিষ্টি। এতো মিষ্টি গলা শুনে কারো মনেই ভয়ের রেষ মাত্র থাকতে পারেনা। আমারো ভয় কিছুটা কাটল। একটু ধাতস্থ হয়ে জিজ্ঞেস করলাম ‘ক...কে তুমি?’
‘কে আমি? ভাবতে পারো আমি তোমার সবচেয়ে আপনজন। বলতে পারো আমি তোমার সবচেয়ে কাছের কেউ।’
আমি কথা শুনে পুরো ধাঁধাঁতে পড়ে গেলাম । একেতো এতো রাতে একটা সেই রকম সুন্দরী মেয়ে আমার বিছানার পাশে কেমনে আসলো তাই বুঝতে পারছি না তার উপর তার কথার কোন আগা মাথাও পাচ্ছিনা। অনেকটা বেকুবের মতই তাকিয়ে রইলাম তার দিকে। আমাকে এমনি তাকিয়ে থাকতে দেখে মেয়েটা বলল ‘তুমি আজীবন গাধাই থাকবে!’
একেতো আমার ঘরে না বলে প্রবেশ তার উপর আমাকে বলে গাধা! মেজাজ একটু খারাপ হল। ‘কে তুমি আর ঢুকলে কিভাবে?’
‘ও ব্বাবা, মহাশয় দেখি রাগ করেছেন! থাক আর রাগ করা লাগবেনা। আমি নিলু।’
‘ঢুকলে কিভাবে?’
‘কেন! জানালা দিয়ে’
‘মানে!! পাঁচতলার জানালা দিয়ে কেমনে ঢুকলে তুমি!!’
‘পরীদের পক্ষে সবসম্ভব’
পরী!! ওরে বাবা বলে কি!! আমার আবারো ফিট হবার যোগাড়।
‘আরে আরে, আবার ফিট হবে নাকি! প্লীজ ভয় পেয় না।’
ভেবে পেলাম না একটা পরী কেন আসবে আমার কাছে। ছোটকালে পরীদের গল্প শুনতে শুনতে ঘুমাতাম।
পীরসাহেব
ছোটবেলাতে সবাই আমরা পরীদের গল্প শুনেছি। ছোটবেলায় সবার কল্পণাতে খেলা করত লাল পরী, নীল পরীরা। আমাদের বয়সীদের জন্য আজ আমি লিখলাম অন্য ধরণের একটি পরীর গল্প...
হঠাৎ করেই ঘুম ভেঙ্গে গেল আমার। বিছানাতে শুয়ে শুইয়েই বুঝতে চেষ্টা করতে লাগলাম ঘুম কেন ভাঙ্গল। সারা ঘর একটা মিষ্টি আলোতে আলোকিত। ঐ আলোতেই ঘড়ি দেখলাম। রাত তিনটা। এই সময়ে কেন ঘুম ভাঙ্গবে? এক মিনিট! আলো কোথা থেকে আসে! ঘুমানোর সময় আমি সবসময় পর্দা টেনে ঘুমাই। আজও নিজে জানার পর্দা টেনে তারপর ঘুমিয়েছি। তাহলে আলো কোথা থেকে আসে! আর ফুলের পাগল করা সুবাসটাই বা কোথা থেকে আসছে?? বাসার আসেপাশে তো কোন ফুল গাছই নেই। তাহলে বিষয়টা কি?? এই সব সাতপাঁচ ভাবতে ভাবতে বিছানাতে উঠে বসলাম। ওরে বাবা এইটা কি বসে আছে আমার পায়ের কাছে!! ও খোদা অইটা দেখি আবার আমার দিকে আসছে... চিৎকার দেবারও সময় পেলাম না তার আগেই ফিট।
কতক্ষণ পরে চোখ মেললাম তা বলতে পারবো না। চোখ মেলতেই দেখি অপরূপ সুন্দর একটা মেয়ে আমার দিকে ঝুঁকে আছে। নিশ্চয় আমি স্বপ্ন দেখছি। এত সুন্দর মেয়ের দেখা স্বপ্ন ছাড়া আর কোথাও পাওয়া সম্ভব নয়। মিষ্টি আলোটা তার শরীর থেকেই আসছে।
‘এই তুমি ঠিক আছ?’ মেয়েটা আলতো করে আমার গাল স্পর্শ করল। উফফ...কি নরম তার হাতের স্পর্শ। আরে এইটাতো স্বপ্ন না। its damn real!! ভয়ে আবার চিৎকার করতে যাব মেয়েটা আমার মুখ চেপে ধরল। ‘প্লীজ চিৎকার কোর না। চিৎকারে তোমার আব্বু-আম্মু এসে পড়লে আমাকে চলে যেতে হবে। অনেক দূর থেকে এসেছি তোমাকে দেখবার জন্য আর একটু থাকি তারপর চলে যাব । ভয় পেয় না তোমার কোন ক্ষতি করবো না আমি।’
মেয়েটার গলার স্বর অনেক মিষ্টি। এতো মিষ্টি গলা শুনে কারো মনেই ভয়ের রেষ মাত্র থাকতে পারেনা। আমারো ভয় কিছুটা কাটল। একটু ধাতস্থ হয়ে জিজ্ঞেস করলাম ‘ক...কে তুমি?’
‘কে আমি? ভাবতে পারো আমি তোমার সবচেয়ে আপনজন। বলতে পারো আমি তোমার সবচেয়ে কাছের কেউ।’
আমি কথা শুনে পুরো ধাঁধাঁতে পড়ে গেলাম । একেতো এতো রাতে একটা সেই রকম সুন্দরী মেয়ে আমার বিছানার পাশে কেমনে আসলো তাই বুঝতে পারছি না তার উপর তার কথার কোন আগা মাথাও পাচ্ছিনা। অনেকটা বেকুবের মতই তাকিয়ে রইলাম তার দিকে। আমাকে এমনি তাকিয়ে থাকতে দেখে মেয়েটা বলল ‘তুমি আজীবন গাধাই থাকবে!’
একেতো আমার ঘরে না বলে প্রবেশ তার উপর আমাকে বলে গাধা! মেজাজ একটু খারাপ হল। ‘কে তুমি আর ঢুকলে কিভাবে?’
‘ও ব্বাবা, মহাশয় দেখি রাগ করেছেন! থাক আর রাগ করা লাগবেনা। আমি নিলু।’
‘ঢুকলে কিভাবে?’
‘কেন! জানালা দিয়ে’
‘মানে!! পাঁচতলার জানালা দিয়ে কেমনে ঢুকলে তুমি!!’
‘পরীদের পক্ষে সবসম্ভব’
পরী!! ওরে বাবা বলে কি!! আমার আবারো ফিট হবার যোগাড়।
‘আরে আরে, আবার ফিট হবে নাকি! প্লীজ ভয় পেয় না।’
ভেবে পেলাম না একটা পরী কেন আসবে আমার কাছে। ছোটকালে পরীদের গল্প শুনতে শুনতে ঘুমাতাম।