25-06-2021, 11:50 PM
সেবার ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলো মাত্র সুরভী। আমি তন্ময় হয়ে দেখতাম, বন্ধুদের জগতে মধ্যমণি হয়েই থাকতো সুরভী। দেখে মনে হতো, এমন মেয়েরা বুঝি সহজে কারো প্রেমে পরে না। বন্ধুদের নিয়ে হাসি আনন্দে মেতে থাকতেই খুব বেশী পছন্দ করে। তাই কখনো প্রেমের প্রস্তাব দেয়ার ব্যাপারেও ঝামেলা করিনি। পড়ালেখায় খারাপ ছিলাম না কখনোই। খুব ভালো একটা চাকুরী খুব শীগগীরী পেয়ে যাবো, সেই আশাটাও ছিলো। তাই ভেবেছিলাম, চাকুরীটা হবার পর সরাসরি বিয়ের প্রস্তাবই পাঠাবো তাদের পরিবারে।
খোঁজ নিয়ে যতদূর জানতে পেরেছিলাম, বিশাল ধনী এক শিল্পপতির কন্যা। বিয়ের প্রস্তাব পাঠাতেই জানিয়ে দিলো, পড়ালেখা শেষ না হলে বিয়ে দেবে না।
আমার দেরী সইলো না। আমি জানিয়েছিলাম, পড়ালেখা তো বিয়ের পরেও করা যাবে। অগত্যা জানালো, বাড়ীর একমাত্র আদরের মেয়ে, বিয়ে দিতে পারে এক শর্তে, সুরভীকে কখনোই কষ্ট দেয়া যাবে না। সে যখন যা চায়, তাই দিতে হবে।
চাকুরী আমার খারাপ না। নিজ ঝামেলাও খুব একটা নেই। বাবা রিটায়ার্ড, পেনশনের টাকাতে সংসার চলে। ছোট বোনটারও বিয়ে হয়ে গেছে। বিয়ে করবো পছন্দের একটা মেয়েকে, কষ্ট দেবো কেনো? আমার সংসারে তো রাজকন্যার মতোই জিবন কাটাতে পারবে! আর আমার যা বেতন, তাতে করে নিশ্চয়ই সুরভীর চাওয়া পাওয়া গুলো পূরণ করতে পারবো। আমি রাজী হয়ে গেলাম চোখ বন্ধ করে।
আমি সুরভীর রূপে এতই পাগল হয়ে গিয়েছিলাম যে, যে কোন শর্তেই সুরভীকে বিয়ে করতে চাইলাম। আর যেদিন সুরভীর সাথে বিয়েটা হলো, সেদিনই নিজেকে সার্থক মনে হয়েছিলো।
খোঁজ নিয়ে যতদূর জানতে পেরেছিলাম, বিশাল ধনী এক শিল্পপতির কন্যা। বিয়ের প্রস্তাব পাঠাতেই জানিয়ে দিলো, পড়ালেখা শেষ না হলে বিয়ে দেবে না।
আমার দেরী সইলো না। আমি জানিয়েছিলাম, পড়ালেখা তো বিয়ের পরেও করা যাবে। অগত্যা জানালো, বাড়ীর একমাত্র আদরের মেয়ে, বিয়ে দিতে পারে এক শর্তে, সুরভীকে কখনোই কষ্ট দেয়া যাবে না। সে যখন যা চায়, তাই দিতে হবে।
চাকুরী আমার খারাপ না। নিজ ঝামেলাও খুব একটা নেই। বাবা রিটায়ার্ড, পেনশনের টাকাতে সংসার চলে। ছোট বোনটারও বিয়ে হয়ে গেছে। বিয়ে করবো পছন্দের একটা মেয়েকে, কষ্ট দেবো কেনো? আমার সংসারে তো রাজকন্যার মতোই জিবন কাটাতে পারবে! আর আমার যা বেতন, তাতে করে নিশ্চয়ই সুরভীর চাওয়া পাওয়া গুলো পূরণ করতে পারবো। আমি রাজী হয়ে গেলাম চোখ বন্ধ করে।
আমি সুরভীর রূপে এতই পাগল হয়ে গিয়েছিলাম যে, যে কোন শর্তেই সুরভীকে বিয়ে করতে চাইলাম। আর যেদিন সুরভীর সাথে বিয়েটা হলো, সেদিনই নিজেকে সার্থক মনে হয়েছিলো।