25-06-2021, 11:41 PM
সংসারের কাজ, শ্বশুর শাশুড়ীর সেবা ছাড়াও দেবলীনার আর একটা দিক ছিল, যে দিকটাকে সে মনে প্রাণে ভালোবাসে। তাদের দুজনের দাম্পত্য জীবন। দেবলীনা সে কথা কোনদিন ভুলতে পারে না, পারবে না। স্বামীকে সে অন্তরের দেবতা বানিয়েছে।
বিকালে দেবলীনা তাদের সেই হুট খোলা গাড়ীটায় করে স্বামীর সঙ্গে বেড়াতে যেতো দূরে খোলা একটা মাঠে।
সেখানে দেবলীনা স্বামীর কোলে মাথা রেখে যেন ঘুমিয়ে পড়তো। সৌরভ ওর মাথার সামনের চুলগুলোতে হাত বুলাতো আস্তে আস্তে। দুজনে দুজনার মধ্যে হারিয়ে যেত।
একদিন সৌরভ দেবলীনাকে নাড়া দিয়ে বললো - এই শুনছো
দেবলীনা আবেশের সুরে বললো - বলো
- এই দেখো, একটা কি সুন্দর ডালিয়া ফুল।
দেবলীনা স্বামীর কোল থেকে উঠে পড়লো। বললো - কৈ দেখি দেখি
সৌরভ পাতা সমেত লাল টকটকে ডালিয়া ফুলটা ওর হাতে দিলো।
দেবলীনা আবার সৌরভের হাতে দিয়ে বললো দাও আমার খোপায় তুমি পড়িয়ে দাও।
দেবলীনা পিছন ফিরে সৌরভের সামনে এসে দাঁড়ালো।
সৌরভ ফুলটি খোপায় গুঁজে দিয়ে দেবলীনাকে সামনের দিকে ঘুরিয়ে নিল।
কি অপরূপ এই সৌন্দর্য। ভগবানের এই অপূর্ব নারীসৃষ্টির কাছে সব কিছু হার মানে সব কিছুই তুচ্ছ মনে হয়।স্বয়ং ঋষি বিশ্বামিত্র মুনি অপ্সরা মেনকার রুপসৌন্দর্যে মোহিত হয়েছিলেন। নিজের তপস্যা ছেড়ে মেনকার রূপসুধা পান করতে ব্যাস্ত হয়ে পড়েছিলেন আর সে ত একজন সাধারন মানব। সৌরভ একদৃষ্টে দেবলীনার মুখের দিকে তাকিয়ে রইলো।
- কি দেখছো? শান্ত স্বরে বললো দেবলীনা।
সৌরভের মনে হলো তার কানে বীণার মধূর সূর বেজে উঠলো।
- তোমায়।
- আগে দেখোনি বুঝি।
তোমার দুচোখে যেদিন
আমার দুচোখ পড়েছে,
পৃথিবীটা সেই থেকে
আমার ভালো লেগেছে।।
তুমি হাঁসো তাই বুঝি
চাঁদ হাঁসে আকাশে,
তোমার মনের মাধূরী নিয়ে
সুরভি ছরায় ফুল বাতাসে।।
তোমার প্রেমের পরশে আজ
আমার হৃদয় রেঙেছে,
তোমার ভালোবাসার ছোঁয়ায় আজ
পৃথিবীর সব কিছু সুন্দর হয়েছে।।
আর কোন কথা নেই। দেবলীনা সৌরভের বুকের মধ্যেই নিজেকে সঁপে দিয়েছে। নিরবতাই অনেক না বলা কথা বলে দেয়। ভালোবাসার উষ্ণ ছোঁয়া লেগে যায় পরস্পরের মধ্যে।
ক্রমে সন্ধ্যার আবছা কালোছায়া গ্রামের পথে ঘাটে ছড়িয়ে পড়েছে, শীতের জমাট কুয়াসা অন্তরকে নাড়াচাড়া দিয়ে গেছে, তবু যেন তারা দুজনে বাড়ী ফিরে আসতে চায়না। দুজনে দুজনার দিকে অব্যক্ত ভাষা নিয়ে চেয়ে সময় কাটিয়ে দেয়। মনে মনে শুধু ভগবানের কাছে তারা প্রার্থনা করে বলেছে, আমাদের এ দুটি অবিচ্ছিন্ন জীবন যেন বিচ্ছিন্ন না হয় ভগবান। সারাজীবন যেন এভাবেই একে অপরকে ভালোবেসে যেতে পারি।
বিকালে দেবলীনা তাদের সেই হুট খোলা গাড়ীটায় করে স্বামীর সঙ্গে বেড়াতে যেতো দূরে খোলা একটা মাঠে।
সেখানে দেবলীনা স্বামীর কোলে মাথা রেখে যেন ঘুমিয়ে পড়তো। সৌরভ ওর মাথার সামনের চুলগুলোতে হাত বুলাতো আস্তে আস্তে। দুজনে দুজনার মধ্যে হারিয়ে যেত।
একদিন সৌরভ দেবলীনাকে নাড়া দিয়ে বললো - এই শুনছো
দেবলীনা আবেশের সুরে বললো - বলো
- এই দেখো, একটা কি সুন্দর ডালিয়া ফুল।
দেবলীনা স্বামীর কোল থেকে উঠে পড়লো। বললো - কৈ দেখি দেখি
সৌরভ পাতা সমেত লাল টকটকে ডালিয়া ফুলটা ওর হাতে দিলো।
দেবলীনা আবার সৌরভের হাতে দিয়ে বললো দাও আমার খোপায় তুমি পড়িয়ে দাও।
দেবলীনা পিছন ফিরে সৌরভের সামনে এসে দাঁড়ালো।
সৌরভ ফুলটি খোপায় গুঁজে দিয়ে দেবলীনাকে সামনের দিকে ঘুরিয়ে নিল।
কি অপরূপ এই সৌন্দর্য। ভগবানের এই অপূর্ব নারীসৃষ্টির কাছে সব কিছু হার মানে সব কিছুই তুচ্ছ মনে হয়।স্বয়ং ঋষি বিশ্বামিত্র মুনি অপ্সরা মেনকার রুপসৌন্দর্যে মোহিত হয়েছিলেন। নিজের তপস্যা ছেড়ে মেনকার রূপসুধা পান করতে ব্যাস্ত হয়ে পড়েছিলেন আর সে ত একজন সাধারন মানব। সৌরভ একদৃষ্টে দেবলীনার মুখের দিকে তাকিয়ে রইলো।
- কি দেখছো? শান্ত স্বরে বললো দেবলীনা।
সৌরভের মনে হলো তার কানে বীণার মধূর সূর বেজে উঠলো।
- তোমায়।
- আগে দেখোনি বুঝি।
তোমার দুচোখে যেদিন
আমার দুচোখ পড়েছে,
পৃথিবীটা সেই থেকে
আমার ভালো লেগেছে।।
তুমি হাঁসো তাই বুঝি
চাঁদ হাঁসে আকাশে,
তোমার মনের মাধূরী নিয়ে
সুরভি ছরায় ফুল বাতাসে।।
তোমার প্রেমের পরশে আজ
আমার হৃদয় রেঙেছে,
তোমার ভালোবাসার ছোঁয়ায় আজ
পৃথিবীর সব কিছু সুন্দর হয়েছে।।
আর কোন কথা নেই। দেবলীনা সৌরভের বুকের মধ্যেই নিজেকে সঁপে দিয়েছে। নিরবতাই অনেক না বলা কথা বলে দেয়। ভালোবাসার উষ্ণ ছোঁয়া লেগে যায় পরস্পরের মধ্যে।
ক্রমে সন্ধ্যার আবছা কালোছায়া গ্রামের পথে ঘাটে ছড়িয়ে পড়েছে, শীতের জমাট কুয়াসা অন্তরকে নাড়াচাড়া দিয়ে গেছে, তবু যেন তারা দুজনে বাড়ী ফিরে আসতে চায়না। দুজনে দুজনার দিকে অব্যক্ত ভাষা নিয়ে চেয়ে সময় কাটিয়ে দেয়। মনে মনে শুধু ভগবানের কাছে তারা প্রার্থনা করে বলেছে, আমাদের এ দুটি অবিচ্ছিন্ন জীবন যেন বিচ্ছিন্ন না হয় ভগবান। সারাজীবন যেন এভাবেই একে অপরকে ভালোবেসে যেতে পারি।