25-06-2021, 10:22 PM
(This post was last modified: 25-06-2021, 10:24 PM by Bumba_1. Edited 2 times in total. Edited 2 times in total.)
(25-06-2021, 09:52 PM)Baban Wrote: বুম্বা দা..... আমার থ্রেডেও লিখেছি এখানেও বলছি... আমার মনে হয় অন্যান্য আলোচনার জন্য আলাদা থ্রেড হওয়া উচিত. এই থ্রেডে গল্প সংক্রান্ত আলোচনা, রিভিউ কমেন্ট এসব থাক.... নইলে অনেকেরই অসুবিধা হতে পারে আপডেট নিয়ে. কি বলো?
এর উত্তর তোমার থ্রেডে দিয়েছি .. এখানেও দিচ্ছি
ভাই বাবান .. তোমার সঙ্গে আমি ১০০% সহমত .. কোনো থ্রেডের গল্পের বিষয় ছাড়া অন্যান্য বিভিন্ন বিষয়ে আলোচনা হয়ে পাতার পর পাতা ভর্তি হতে থাকলে শুধুমাত্র গল্পটির পাঠকরা বুঝতে পারেনা আপডেট কখন আসছে .. তাই তারা মাঝপথে খেই হারিয়ে ফেলে .. এর প্রকৃষ্ট উদাহরণ আমার চক্রব্যূহে শ্রীতমা .. কারন আমার থ্রেডে সবথেকে বেশি বিভিন্ন বিষয়ে আলোচনা হয় .. এই যেমন ধরো সত্যজিৎ রায় থেকে ঋতুপর্ণ ঘোষ .. এছাড়া বিভিন্ন অভিনেতা এবং চলচ্চিত্রের সংলাপ আওড়ানো.. এছাড়াও অ্যাডাল্ট ছবির নায়িকাদের এবং বিভিন্ন ওয়েব সিরিজ নিয়ে আলোচনা .. এছাড়াও আমাদের লেখার মধ্যে দিয়ে আমরা ;., বা বলাৎকারকে promote করছি কিনা ইত্যাদি ইত্যাদি বিষয়।
এই আলোচনা বন্ধ করার জন্য আমার গল্পের অনুরাগী পাঠককূল সরাসরি প্রতিবাদ জানিয়েছে আমাকে। তারা openly বলেছে চক্রব্যূহে শ্রীতমা এখন আড্ডা মারার থ্রেড হয়ে গেছে .. এ কথা সবাই জানে। অথচ আমার মতো নিয়মিত আপডেট বোধহয় খুব কম লেখক দিতে পারে।
কিন্তু তাদের বক্তব্য শুনে আমি বিন্দুমাত্র বিচলিত না হয়ে গল্প-গুজব চালিয়ে গেছি। কারণ আমি মনে করি পাঠক বন্ধুরা স্বীকার করুক আর নাই করুক তারা নিজেদের তাগিদে আমাদের গল্প পড়তে আসে .. তাই প্রয়োজনে ঠিক খুঁজে নিয়ে পড়তে পারবে।
কেন জানিনা .. আমি তোমাকে খুব ভালোবাসি .. তাই তোমার কথা ফেলতে পারি না .. ঠিক আছে তুমি যখন বলছো তাই হবে।