25-06-2021, 06:32 PM
(23-06-2021, 05:30 PM)Bumba_1 Wrote:সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ
অরুণবাবুকে তো সে কোনোদিনই সেভাবে ভালবাসতে পারেনি .. কেনো পারেনি তার কারণ পূর্বে বেশ কয়েকবার আলোচনা করেছি আমার গল্পে।
তাই এত বছর পর তার প্রকৃত মনের মানুষের সন্ধান পেয়ে সে হয়তো প্রেমে অন্ধ হয়ে গেছে। আর আমি বিশ্বাস করি 'প্লেটোনিক লাভ' এই কথাটা এখানে কোনো ভাবেই প্রযোজ্য হবে না। তাই মনের প্রেমের সঙ্গে সঙ্গে শরীর আশা অবশ্যম্ভাবী।
কিন্তু তাই বলে আমার গল্পের নায়িকা শ্রীতমাকে slut বানাতে পারবো না। তার শরীর নিয়ে দুর্বৃত্তরা যত খুশি খেলুক কিন্তু মনে মনে সে এখনো পবিত্র।
সমাজের কাছে এই পবিত্রতার কোন দাম নেই যে !