25-06-2021, 07:53 AM
‘আপনি রাগলে খুব সুন্দর দেখায় এই সব সস্তা ডায়লগ মারতে আমি আসিনি। আমি শুধু একটি জিনিস দিতে এসেছিলাম। কিন্তু?
‘কিন্তু কি? কি জিনিস?’ স্বরটা কিছুটা নরম করে বলে প্রিয়া। এরই মধ্যে শোবার ঘরে ঢুকে বিভিন্ন অগোছালো কাপড় চোপড় গোছাতে থাকে।
‘না থাক। আচ্ছা চলি?’
‘চলি মানে? বললেই হলো। কি জিনিস এনেছেন তা না দিয়েই চলে যাবেন? দিন না, প্লিজ’ কন্ঠে অনুনয় নিয়ে পলাশের সামনে এসে একটি হাত এগিয়ে দেয়।
কিছুক্ষণ আগেই প্রিয়া ঘুম থেকে উঠেছে। উঠতে অবশ্য একটু দেরী হয়েছে। রাতে কাব্য খুব ডিসটার্ব করেছিল। মিঠুকে নাস্তা দিতে দেরী হয়েছে। সব দিনতো এরকম হয়না। তবুও ও রাগ করে চলে গেল অফিসে। বাইরের খাবার একদম ওর সয়না । হয়তো সারাদিন না খেয়েই কাটাবে লোকটা। তাই প্রিয়ার মনটা খারাপ। রাতে ম্যক্সি পরে শুয়েছিল। এখনও ওটাই পরে আছে। চুলগুলো অগোছালো। এমন সময়ে পলাশের আবির্ভাব। তবুও যতটা সম্ভব নিজেকে শান্ত করে বলে প্রিয়া -’কই দিন।’ হাত বাড়িয়ে ধরে বাচ্চা মেয়েদের মত।
পলাশ লাল গোলাপটি বের করে প্রিয়ার বাড়িয়ে দেয়া হাতে তুলে দেয়। হঠাৎ করে এমন একটি জিনিসের জন্য প্রিয়াও প্রস্তুত ছিল না। ও অবাক হয়ে চেয়ে থাকে গোলাপের দিকে।
‘আজ কয় তারিখ বলুনতো?’ পলাশ মিষ্টি হাসি দিয়ে বলে।
প্রিয়ার মুখে কোন কথা নেই। ‘আজ ১৪ই ফেব্রুয়ারী। ভ্যালেনষ্টাইন ডে অর্থাৎ ভালবাসা দিবস।’
তবুও প্রিয়া কিছুই বলতে পারে না। গোলাপটি হাতে নিয়ে কোথায় যেন তলিয়ে যায়। যে কাজটি মিঠুর করার কথাছিল সে কাজটি পলাশ করছে। মিঠু আজ এই ভালবাসার দিনে ঝগড়া করে বাসা থেকে বেরিয়ে গেল? তাহলে কি ওর জীবন থেকে ভালবাসা শেষ হয়ে গেছে?
‘কি হলো কিছু বললেন না?’ পলাশ তাড়া দেয় প্রিয়াকে।
প্রিয়া হঠাৎ যেন বাস্তবে ফিরে আসে। পলাশের দিকে তাকিয়ে বলে তুমি সত্যি পলাশের মত সুন্দর। তোমার মনটাও অনেক সুন্দর। ধন্যবাদ। ধন্যবাদ পলাশ। আবেগে কখন যে পলাশের নাম ধরে ডেকেছে তা খেয়ালই করেনি প্রিয়া। কিন্তু পলাশ ঠিকই খেয়াল করেছে। পলাশ একটি হাত বাড়িয়ে প্রিয়ার চুল সরাতে সরাতে বলে- ‘এই চুল গুলো আপনাকে খুব ডিসটার্ব করছে।’ হঠাৎ করেই প্রিয়ার চুলগুলি মুঠিবন্ধ করে এক টানে নিজের মুখের কাছে প্রিয়ার মুখটি এনে নিজের ঠোঁট দুটি প্রিয়ার ঠোঁটে লাগিয়ে চরম উত্তেজনায় কাঁপতে থাকে। প্রিয়া কিছু বোঝার আগেই এই ঘটনা ঘটে যায়। ঘটনার আকস্মিকতায় প্রিয়াও ভুলে যায় সব। দু’জনে দুজনার মাঝে বিলীন হয়ে একে অপরকে জড়িয়ে ধরে। কয়েকটি মুহুর্ত মাত্র। পলাশ আর প্রিয়া এক হয়ে একে অপরের সাথে মিশে যায় স্বপ্নলোকে। ঠিক ঐ সময় কাব্য কেঁদে উঠে। পলকে দু’জনে বিচ্ছিন্ন হয়ে যায়। কেউ কারো দিকে তাকাতে পারে না। এভাবে কিছুটা সময় কেটে যাওয়ার পর পলাশ পকেট থেকে চকলেটের প্যাকেটটি বের করে টেবিলে রেখে ঘর থেকে বেরিয়ে যায়।
কাব্যের আর কোন সাড়া পাওয়া গেল না। মনে হয় ঘুমের ঘোরে কেঁদে উঠেছিল। প্রিয়া বিছানায় বসে পলাশের দিয়ে যাওয়া পরশ আর ঠোঁটের স্পর্শ তখনও অনুভব করছিল। এ কি হলো। প্রিয়া এতোদিন নিজের মনকে অনেক শাসন করেছে। পলাশের চাহিদা বেশী নয়, শুধু ঠোঁটের স্পর্শ। কিন্তু তাই কি হয়। ঠোঁট থেকে ধীরে ধীরে অন্যসবও চাইতে শুরু করবে। তখন কি করবে প্রিয়া। তারপরও পলাশের প্রতি প্রিয়ার এই দূর্বলতা প্রতি নিয়ত ওকে কুরে কুরে খাচ্ছে। আজ তার শেষ দৃশ্য হয়ে গেল। পলাশ জিতে গেল।
‘কিন্তু কি? কি জিনিস?’ স্বরটা কিছুটা নরম করে বলে প্রিয়া। এরই মধ্যে শোবার ঘরে ঢুকে বিভিন্ন অগোছালো কাপড় চোপড় গোছাতে থাকে।
‘না থাক। আচ্ছা চলি?’
‘চলি মানে? বললেই হলো। কি জিনিস এনেছেন তা না দিয়েই চলে যাবেন? দিন না, প্লিজ’ কন্ঠে অনুনয় নিয়ে পলাশের সামনে এসে একটি হাত এগিয়ে দেয়।
কিছুক্ষণ আগেই প্রিয়া ঘুম থেকে উঠেছে। উঠতে অবশ্য একটু দেরী হয়েছে। রাতে কাব্য খুব ডিসটার্ব করেছিল। মিঠুকে নাস্তা দিতে দেরী হয়েছে। সব দিনতো এরকম হয়না। তবুও ও রাগ করে চলে গেল অফিসে। বাইরের খাবার একদম ওর সয়না । হয়তো সারাদিন না খেয়েই কাটাবে লোকটা। তাই প্রিয়ার মনটা খারাপ। রাতে ম্যক্সি পরে শুয়েছিল। এখনও ওটাই পরে আছে। চুলগুলো অগোছালো। এমন সময়ে পলাশের আবির্ভাব। তবুও যতটা সম্ভব নিজেকে শান্ত করে বলে প্রিয়া -’কই দিন।’ হাত বাড়িয়ে ধরে বাচ্চা মেয়েদের মত।
পলাশ লাল গোলাপটি বের করে প্রিয়ার বাড়িয়ে দেয়া হাতে তুলে দেয়। হঠাৎ করে এমন একটি জিনিসের জন্য প্রিয়াও প্রস্তুত ছিল না। ও অবাক হয়ে চেয়ে থাকে গোলাপের দিকে।
‘আজ কয় তারিখ বলুনতো?’ পলাশ মিষ্টি হাসি দিয়ে বলে।
প্রিয়ার মুখে কোন কথা নেই। ‘আজ ১৪ই ফেব্রুয়ারী। ভ্যালেনষ্টাইন ডে অর্থাৎ ভালবাসা দিবস।’
তবুও প্রিয়া কিছুই বলতে পারে না। গোলাপটি হাতে নিয়ে কোথায় যেন তলিয়ে যায়। যে কাজটি মিঠুর করার কথাছিল সে কাজটি পলাশ করছে। মিঠু আজ এই ভালবাসার দিনে ঝগড়া করে বাসা থেকে বেরিয়ে গেল? তাহলে কি ওর জীবন থেকে ভালবাসা শেষ হয়ে গেছে?
‘কি হলো কিছু বললেন না?’ পলাশ তাড়া দেয় প্রিয়াকে।
প্রিয়া হঠাৎ যেন বাস্তবে ফিরে আসে। পলাশের দিকে তাকিয়ে বলে তুমি সত্যি পলাশের মত সুন্দর। তোমার মনটাও অনেক সুন্দর। ধন্যবাদ। ধন্যবাদ পলাশ। আবেগে কখন যে পলাশের নাম ধরে ডেকেছে তা খেয়ালই করেনি প্রিয়া। কিন্তু পলাশ ঠিকই খেয়াল করেছে। পলাশ একটি হাত বাড়িয়ে প্রিয়ার চুল সরাতে সরাতে বলে- ‘এই চুল গুলো আপনাকে খুব ডিসটার্ব করছে।’ হঠাৎ করেই প্রিয়ার চুলগুলি মুঠিবন্ধ করে এক টানে নিজের মুখের কাছে প্রিয়ার মুখটি এনে নিজের ঠোঁট দুটি প্রিয়ার ঠোঁটে লাগিয়ে চরম উত্তেজনায় কাঁপতে থাকে। প্রিয়া কিছু বোঝার আগেই এই ঘটনা ঘটে যায়। ঘটনার আকস্মিকতায় প্রিয়াও ভুলে যায় সব। দু’জনে দুজনার মাঝে বিলীন হয়ে একে অপরকে জড়িয়ে ধরে। কয়েকটি মুহুর্ত মাত্র। পলাশ আর প্রিয়া এক হয়ে একে অপরের সাথে মিশে যায় স্বপ্নলোকে। ঠিক ঐ সময় কাব্য কেঁদে উঠে। পলকে দু’জনে বিচ্ছিন্ন হয়ে যায়। কেউ কারো দিকে তাকাতে পারে না। এভাবে কিছুটা সময় কেটে যাওয়ার পর পলাশ পকেট থেকে চকলেটের প্যাকেটটি বের করে টেবিলে রেখে ঘর থেকে বেরিয়ে যায়।
কাব্যের আর কোন সাড়া পাওয়া গেল না। মনে হয় ঘুমের ঘোরে কেঁদে উঠেছিল। প্রিয়া বিছানায় বসে পলাশের দিয়ে যাওয়া পরশ আর ঠোঁটের স্পর্শ তখনও অনুভব করছিল। এ কি হলো। প্রিয়া এতোদিন নিজের মনকে অনেক শাসন করেছে। পলাশের চাহিদা বেশী নয়, শুধু ঠোঁটের স্পর্শ। কিন্তু তাই কি হয়। ঠোঁট থেকে ধীরে ধীরে অন্যসবও চাইতে শুরু করবে। তখন কি করবে প্রিয়া। তারপরও পলাশের প্রতি প্রিয়ার এই দূর্বলতা প্রতি নিয়ত ওকে কুরে কুরে খাচ্ছে। আজ তার শেষ দৃশ্য হয়ে গেল। পলাশ জিতে গেল।