25-06-2021, 07:51 AM
১৪ই ফেব্রুয়ারী – ভালবাসা দিবস। ঘর থেকে বেরিয়ে মোড়ের দোকান থেকে একটি লাল গোলাপ কিনে পলাশ। পলাশ জানে মিঠু বাসায় নেই। অবশ্য পলাশেরও এখন বাসায় থাকার কথা নয়। ও ইচ্ছে করেই আজ একটু দেরী করে বাসা থেকে বেরিয়েছে অফিসের উদ্দেশ্যে। অফিস যাওয়ার আগে প্রিয়ার বাসা হয়ে যাবে। কারণ আজ ভালবাসা দিবস। মনের অজান্তে প্রিয়ার ঠোঁটকে ভালবাসতে গিয়ে কখন যেন প্রিয়াকেই ভালবেসে ফেলেছে। আমাদের সমাজ সংসার এই ভালবাসার বিরুদ্ধে, তবুও ওরা একে অপরকে মনে মনে ভালবেসে যাবে। না হয় নাই বা হলো নশ্বর এ দেহের মিলন। মিলন ছাড়াওতো ভালবাসা হয়। নিজের মনকে সান্তনা দেয় পলাশ। এক প্যাকেট বিদেশী চকলেট ও একটি লালগোলাপ নিয়ে হাজির হলো প্রিয়ার দুয়ারে। পলাশকে দেখেই প্রিয়ার মনের মধ্যে একটি মিষ্টি স্রোত বয়ে যায়। পলাশ ওর মুখ দেখেই তা বুঝতে পারে। কিন্তু প্রিয়া অবাক হবার ভান করে বলে- ‘এই অসময়ে? এখনতো আপনার অফিসে থাকার কথা। অফিসে যাবেন না?’
‘যাব। কিন্তু তার আগে একটি জরুরী কাজ করতে এসেছি। মিঠু কোথায়?’
‘মিঠু কোথায় আপনি জানেন না? উনি সেই সাত সকালে উঠেই অফিসে চলে গেছেন।’ কিছুটা রাগতঃ স্বরে বলে প্রিয়া।
‘সে আমি জানি? তবুও জিজ্ঞেস করে কনফার্ম হয়ে নিলাম। কারণ আজ আমি আপনাকে ভালবাসা কারে কয় গানটি শোনাব।’
‘দেখেন জ্বালাতন করবেন না। আজ সকাল থেকেই আমার মেজাজ খুব খারাপ হয়ে আছে। উনিও না খেয়ে অফিসে চলে গেছে। জ্বালাতন করলে আজ সত্যি একটা অঘটন ঘটে যাবে।’ বেশ রাগত অথচ কিছুটা অভিমান করে কথাগুলো বলে প্রিয়া।
‘যাব। কিন্তু তার আগে একটি জরুরী কাজ করতে এসেছি। মিঠু কোথায়?’
‘মিঠু কোথায় আপনি জানেন না? উনি সেই সাত সকালে উঠেই অফিসে চলে গেছেন।’ কিছুটা রাগতঃ স্বরে বলে প্রিয়া।
‘সে আমি জানি? তবুও জিজ্ঞেস করে কনফার্ম হয়ে নিলাম। কারণ আজ আমি আপনাকে ভালবাসা কারে কয় গানটি শোনাব।’
‘দেখেন জ্বালাতন করবেন না। আজ সকাল থেকেই আমার মেজাজ খুব খারাপ হয়ে আছে। উনিও না খেয়ে অফিসে চলে গেছে। জ্বালাতন করলে আজ সত্যি একটা অঘটন ঘটে যাবে।’ বেশ রাগত অথচ কিছুটা অভিমান করে কথাগুলো বলে প্রিয়া।