25-06-2021, 07:40 AM
প্রিয়াও জানে ওর ঠোঁটে কি আছে। মানুষের মনের কথা যেমন তার চোখে ভেসে ওঠে ঠিক তেমনি প্রিয়ার ভাললাগা আর দুষ্টুমির বর্হিপ্রকাশ ঘটে ঠোঁটে। পলাশকে আরও একটু জ্বালা ধরাতে ঠোঁট দুটো একটু বাকাঁ করে দাঁত দিয়ে কামড়ে ধরে বলে – ‘পোড়া ঠোঁট দুটোকে কি করি বলুনতো?’
সমস্ত অনুভূতিগুলি একত্র করে পলাশ আবেগ দিয়ে বলে ওঠে-’আমাকে দিয়ে দিন।’
প্রিয়া অবাক নয়নে তাকিয়ে থাকে পলাশের দিকে। একি বলছে পলাশ?
পলাশ যেন সবকিছু ভুলে যায়। প্রিয়া ওর ভাবী সে কথাও ভুলে যায়। হঠাৎ প্রিয়ার একটি হাত ধরে বলে ‘ওটা আমার জন্য। ওর মর্ম কেউ বুঝবে না। ওটা আমাকে দিয়ে দিন, প্লিজ।’
পলাশের এই পাগলামীতে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে প্রিয়া। কিন্তু ওর স্পর্শে কিসের যেন যাদু আছে। পলাশের কথা অবিশ্বাস করতে পারেনা প্রিয়া। ওর মধ্যে কেমন যেন একটি অনুভুতির সৃষ্টি হয়। পলাশের স্পর্শে ও যেন সব কিছু হারিয়ে ফেলে। হাতটি ছাড়িয়ে নিতে ভুলে যায়। হঠাৎ পলাশ ওর হাতটি তুলে ধরে নিজের ঠোঁটে স্পর্শ করে। একটি মিষ্টি ব্যথার স্রোত যেন বয়ে যায় প্রিয়ার শরীরে। নিজেকে হারিয়ে ফেলে মুহুর্তের জন্যে। পলাশ ওর ঠোঁটের স্পর্শ দিয়ে প্রিয়ার নরম কোমল হাতটি পাগলের মত বুলিয়ে দিতে থাকে।
পরক্ষনেই প্রিয়া নিজেকে সামলে নিয়ে একদৌড়ে বাথরুমে গিয়ে ভিতর থেকে বন্ধ করে দেয় দরজা। পলাশ বোকার মত চেয়ে থাকে প্রিয়ার চলে যাওয়া পথের দিকে। হঠাৎ মনে হয় একি করলাম। ভাবী হয়তো ভীষণ কষ্ট পেয়েছে। হায় এ আমি কি করলাম। হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল পলাশ ভাবতেই পারছে না। এখন সে কি করবে? এভাবে বাসা থেকে চলে গেলে বিষয়টি কেমন হয় ভাবতে থাকে পলাশ।
অনেকক্ষণ পর প্রিয়া বাথরুম থেকে বেরিয়ে ঘরে ঢোকে। পলাশ উঠে দাঁড়িয়ে বলে- ভাবী প্লিজ রাগ করবেন না। আমি সত্যি ইচেছ করে এমনটি করিনি। হঠাৎ করে আমার কি যে হলো? প্লিজ ভাবী রাগ করেন নি বলুন!
‘কিন্তু একি করলেন আপনি। আমার সমস্ত চেতনায় আপনি নাড়া দিয়েছেন। আমার সমস্ত ভাবনা আপনি তছনছ করে ফেলেছেন। এখন আমি আর কিছু ভাবতে পারছিনা। আপনি আমার দেহে আগুন ধরিয়ে দিয়েছেন। আপনি আর আসবেন না। প্লিজ আপনি চলে যান।’
‘ঠিক আছে চলে যাচ্ছি। তবে একটি বার বলুন আপনি আমার উপর রাগ করেন নি? সত্যি বলছি আমি ইচ্ছে করে আপনাকে স্পর্শ করিনি।’ মিনতি করে বলে পলাশ।
প্রিয়া ওর স্বভাবসুলভ সেই হাসিটি ঠোঁটে টেনে এনে বলে-’ঠিক আছে রাগ করবো না তবে আর কখনও এমনটি করবেন না।’ পলাশ প্রিয়ার ঠোঁটে বাকানো হাসি দেখে বুঝে নিয়েছে সত্যি প্রিয়া রাগ করেনি। তাই ঘরে থেকে বেরিয়ে যাওয়ার সময় আবার হাতটি ধরে একটি চুমু দিয়ে বলে- ‘আর কখনও এমনটি করবো না।’ বলেই দৌড়ে বেড়িয়ে যায় পলাশ।
সমস্ত অনুভূতিগুলি একত্র করে পলাশ আবেগ দিয়ে বলে ওঠে-’আমাকে দিয়ে দিন।’
প্রিয়া অবাক নয়নে তাকিয়ে থাকে পলাশের দিকে। একি বলছে পলাশ?
পলাশ যেন সবকিছু ভুলে যায়। প্রিয়া ওর ভাবী সে কথাও ভুলে যায়। হঠাৎ প্রিয়ার একটি হাত ধরে বলে ‘ওটা আমার জন্য। ওর মর্ম কেউ বুঝবে না। ওটা আমাকে দিয়ে দিন, প্লিজ।’
পলাশের এই পাগলামীতে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে প্রিয়া। কিন্তু ওর স্পর্শে কিসের যেন যাদু আছে। পলাশের কথা অবিশ্বাস করতে পারেনা প্রিয়া। ওর মধ্যে কেমন যেন একটি অনুভুতির সৃষ্টি হয়। পলাশের স্পর্শে ও যেন সব কিছু হারিয়ে ফেলে। হাতটি ছাড়িয়ে নিতে ভুলে যায়। হঠাৎ পলাশ ওর হাতটি তুলে ধরে নিজের ঠোঁটে স্পর্শ করে। একটি মিষ্টি ব্যথার স্রোত যেন বয়ে যায় প্রিয়ার শরীরে। নিজেকে হারিয়ে ফেলে মুহুর্তের জন্যে। পলাশ ওর ঠোঁটের স্পর্শ দিয়ে প্রিয়ার নরম কোমল হাতটি পাগলের মত বুলিয়ে দিতে থাকে।
পরক্ষনেই প্রিয়া নিজেকে সামলে নিয়ে একদৌড়ে বাথরুমে গিয়ে ভিতর থেকে বন্ধ করে দেয় দরজা। পলাশ বোকার মত চেয়ে থাকে প্রিয়ার চলে যাওয়া পথের দিকে। হঠাৎ মনে হয় একি করলাম। ভাবী হয়তো ভীষণ কষ্ট পেয়েছে। হায় এ আমি কি করলাম। হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল পলাশ ভাবতেই পারছে না। এখন সে কি করবে? এভাবে বাসা থেকে চলে গেলে বিষয়টি কেমন হয় ভাবতে থাকে পলাশ।
অনেকক্ষণ পর প্রিয়া বাথরুম থেকে বেরিয়ে ঘরে ঢোকে। পলাশ উঠে দাঁড়িয়ে বলে- ভাবী প্লিজ রাগ করবেন না। আমি সত্যি ইচেছ করে এমনটি করিনি। হঠাৎ করে আমার কি যে হলো? প্লিজ ভাবী রাগ করেন নি বলুন!
‘কিন্তু একি করলেন আপনি। আমার সমস্ত চেতনায় আপনি নাড়া দিয়েছেন। আমার সমস্ত ভাবনা আপনি তছনছ করে ফেলেছেন। এখন আমি আর কিছু ভাবতে পারছিনা। আপনি আমার দেহে আগুন ধরিয়ে দিয়েছেন। আপনি আর আসবেন না। প্লিজ আপনি চলে যান।’
‘ঠিক আছে চলে যাচ্ছি। তবে একটি বার বলুন আপনি আমার উপর রাগ করেন নি? সত্যি বলছি আমি ইচ্ছে করে আপনাকে স্পর্শ করিনি।’ মিনতি করে বলে পলাশ।
প্রিয়া ওর স্বভাবসুলভ সেই হাসিটি ঠোঁটে টেনে এনে বলে-’ঠিক আছে রাগ করবো না তবে আর কখনও এমনটি করবেন না।’ পলাশ প্রিয়ার ঠোঁটে বাকানো হাসি দেখে বুঝে নিয়েছে সত্যি প্রিয়া রাগ করেনি। তাই ঘরে থেকে বেরিয়ে যাওয়ার সময় আবার হাতটি ধরে একটি চুমু দিয়ে বলে- ‘আর কখনও এমনটি করবো না।’ বলেই দৌড়ে বেড়িয়ে যায় পলাশ।