25-06-2021, 07:39 AM
সময় পেরিয়ে যায়। এখন অনেক সহজ হয়েছে ওরা। অনেক ঠাট্টা তামাশার কথাও হয়। কিন্তু পলাশের মনের মধ্যে কাটার মত খোঁচাতে থাকে যে কথাটি, তা প্রিয়াকে সে জানাতে পারে না। প্রিয়া এরই মধ্যে সবাইকে বেশ আপন করে নিয়ে শ্বশুর বাড়ীতে বেশ সুনাম করে ফেলেছে। সবাই বৌয়ের প্রশংসায় পঞ্চমুখ। পলাশের সাথে মাঝে মাঝে দেখা হয়, কথা হয়; একটু আধটু দুষ্টুমিও চলে। কিন্তু কখনই বলা হয়না যে প্রিয়ার ঠোঁটে কি জাদু আছে যা পলাশকে সারাক্ষণ আচ্ছন্ন করে রাখে।
প্রিয়া শ্বশুর বাড়ীর গন্ডি পেরিয়ে ঢাকায় স্বামীর বাসায় চলে এলো। এরই মধ্যে ওর কোল জুড়ে এসেছে একটি পুত্র সন্তান। পলাশের বাসার পাশেই ওদের বাসা। তাই প্রায়ই ওদের দেখা সাক্ষাৎ আর আলাপ আলোচনায় ওরা আরও বেশ ফ্রি হয়ে যায়। একদিন পলাশ সুযোগ পেয়ে বলেই ফেলে ওর মনের মধ্যে উত্তপ্ত লাভা অবিরত ধারায় যে যন্ত্রণা হচ্ছে তার কথা। কথাটি শুনে প্রিয়ার মনে পড়ে যায় বিয়ের সময়ের রীনা ভাবীর কথা। চোখের সামনে ভেসে উঠে পলাশের লজ্জাবনত মুখটি। প্রিয়া হেসে বলে- ‘এমন কি পেলেন আমার ঠোঁটে যে আপনার ভিতর এতো যন্ত্রণার সৃষ্টি হলো?’
‘আমি জানি না। আমি কিছুই বলতে পারবো না। কনে দেখতে গিয়ে আপনাদের বাসায় যখন প্রথম আপনার দিকে তাকাই তখন ঐ ঠোঁট দু’টিই আমার দৃষ্টি কেড়ে নেয়। তারপর আমি আপনাকে শতরুপে দেখতে চেষ্টা করি কিন্তু সব কিছুই ঐ ঠোঁটে গিয়ে শেষ হয়ে যায়। আমার মনে হয়, আপনার ঐ ঠোঁট দুটির জন্যই আপনি এতো সুন্দর।’
‘কিন্তু আপনার বন্ধুতো আমার ঐ ঠোঁটটিই অপছন্দ করে।’
‘বন্ধুতো ওর চোখ দিয়ে দেখছে। ও যদি আমার চোখ দিয়ে দেখতো তবেই বুঝতে পারতো ঐ ঠোঁটে কি আছে?’ মৃদু হেসে বলে পলাশ।
প্রিয়া শ্বশুর বাড়ীর গন্ডি পেরিয়ে ঢাকায় স্বামীর বাসায় চলে এলো। এরই মধ্যে ওর কোল জুড়ে এসেছে একটি পুত্র সন্তান। পলাশের বাসার পাশেই ওদের বাসা। তাই প্রায়ই ওদের দেখা সাক্ষাৎ আর আলাপ আলোচনায় ওরা আরও বেশ ফ্রি হয়ে যায়। একদিন পলাশ সুযোগ পেয়ে বলেই ফেলে ওর মনের মধ্যে উত্তপ্ত লাভা অবিরত ধারায় যে যন্ত্রণা হচ্ছে তার কথা। কথাটি শুনে প্রিয়ার মনে পড়ে যায় বিয়ের সময়ের রীনা ভাবীর কথা। চোখের সামনে ভেসে উঠে পলাশের লজ্জাবনত মুখটি। প্রিয়া হেসে বলে- ‘এমন কি পেলেন আমার ঠোঁটে যে আপনার ভিতর এতো যন্ত্রণার সৃষ্টি হলো?’
‘আমি জানি না। আমি কিছুই বলতে পারবো না। কনে দেখতে গিয়ে আপনাদের বাসায় যখন প্রথম আপনার দিকে তাকাই তখন ঐ ঠোঁট দু’টিই আমার দৃষ্টি কেড়ে নেয়। তারপর আমি আপনাকে শতরুপে দেখতে চেষ্টা করি কিন্তু সব কিছুই ঐ ঠোঁটে গিয়ে শেষ হয়ে যায়। আমার মনে হয়, আপনার ঐ ঠোঁট দুটির জন্যই আপনি এতো সুন্দর।’
‘কিন্তু আপনার বন্ধুতো আমার ঐ ঠোঁটটিই অপছন্দ করে।’
‘বন্ধুতো ওর চোখ দিয়ে দেখছে। ও যদি আমার চোখ দিয়ে দেখতো তবেই বুঝতে পারতো ঐ ঠোঁটে কি আছে?’ মৃদু হেসে বলে পলাশ।