25-06-2021, 07:33 AM
যথারীতি ঘটা করে বিয়ে হয়ে গেল। মিঠুর বন্ধু হিসাবে পলাশের সাথে প্রিয়ার পরিচয় হলো। রীনা ভাবী দুষ্টুমি করে বলেই ফেললো- ‘দেখ মেয়ে তোমার ঠোঁট দুটি সাবধানে রেখো। তোমার ঠোঁটের উপর কিন্তু অনেকের নজর আছে।’ ঠিক ঐ সময়ই প্রিয়া মাথা তুলে পলাশের দিকে তাকায়। পলাশ লজ্জা পায়। আমতা আমতা করে বলে -’ভাবী সেটাতো ছিল মেয়ে দেখতে গিয়ে। এখন ওসব কথা কেন?’
‘আগে থেকে একটু সাবধান করে দিলাম। পুরুষ মানুষতো তাই বিশ্বাস করা যায় না।’
‘আপনি কি ফারুক ভাইকে ঐরকমই বিশ্বাস করেন নাকি?’
‘না তা কেন? ও ওরকম মানুষ নয়!’ একটু অপ্রস্তুত হয়ে বলে রীনা ভাবী।
‘ও বুঝতে পারলাম ফারুক ভাই পুরুষ মানুষ না, তাই তাকে বিশ্বাস করা যায় তাই না?’
সবাই হেসে ওঠে। পলাশ লক্ষ্য করে প্রিয়াও ঘোমটার নিচে মাথা নিচু করে হাসছে। এভাবেই পরিচয় পর্বটি শেষ হয়। কিন্তু পলাশের চোখে প্রিয়ার ঠোঁট দু’টি শিল্পীর সুনিপুন হাতে গড়া চিত্রটির মত সারাক্ষণই ভাসতে থাকে।
‘আগে থেকে একটু সাবধান করে দিলাম। পুরুষ মানুষতো তাই বিশ্বাস করা যায় না।’
‘আপনি কি ফারুক ভাইকে ঐরকমই বিশ্বাস করেন নাকি?’
‘না তা কেন? ও ওরকম মানুষ নয়!’ একটু অপ্রস্তুত হয়ে বলে রীনা ভাবী।
‘ও বুঝতে পারলাম ফারুক ভাই পুরুষ মানুষ না, তাই তাকে বিশ্বাস করা যায় তাই না?’
সবাই হেসে ওঠে। পলাশ লক্ষ্য করে প্রিয়াও ঘোমটার নিচে মাথা নিচু করে হাসছে। এভাবেই পরিচয় পর্বটি শেষ হয়। কিন্তু পলাশের চোখে প্রিয়ার ঠোঁট দু’টি শিল্পীর সুনিপুন হাতে গড়া চিত্রটির মত সারাক্ষণই ভাসতে থাকে।