24-06-2021, 11:18 AM
শ্রীরামচন্দ্রজী কি জানতেন না যে 'সোনার হরিণ' কখনো হ'তেই পারে না - তবু , হ্যাঁ , তবুও ছুটলেন সেই অলীক স্বর্ণ মৃগের পিছনে - তা' নাহলে যে সীতা হরণ, কিষ্কিন্ধ্যা , হনুমানের সাগর-লাফ , সেতুবন্ধন , লঙ্কাদহন , নিকুম্ভিলা যজ্ঞাগারে মেঘনাদ-বধ , কুম্ভকর্ণ হত্যা , রাবণ-বধ , 'গদ্দার-দলবদলু' বিভীষণের মসনদ ( এবং মন্দোদরী ) প্রাপ্তি .... এসব কিস্যু হতো না । . . . . এখানেও তাই-ই । ''পনেরো ইঞ্চি'' ঈসে .... তারপর সেই দিয়ে চাকুম-চুকুম ... সবই কেমন যেন অবিশ্বাস্যতার খোলস ছেড়ে একই সাথে হয়ে ওঠে ''ক্ষুধাবর্ধক'' বিশ্বাসযোগ্য । - এটিই ''বটতলা''র সাফল্য ... না না - ম্যা জি ক । - সালাম ।