23-06-2021, 06:18 PM
(23-06-2021, 06:06 PM)satyakam Wrote: এই দুই মাসে আমি যা বুঝেছি সেটা হলো এখানে বেশিরভাগই মজা নিতে আসে। খুব কম লোক আড্ডা দেয়। খুব কম লোক প্রশংসা করে। আর তার থেকেও কম লোক আপনার এইসব লেখার কদর করতে জানে ।
আপনি আপনার মতো লিখুন। তিন চার জন হলেও তো আছে-- এটাই সুখের
ঠিকই বলেছো .. এখানে প্রায় ৯০% পাঠক আদিরসাত্মক গল্পগুলোই পড়তে আসে .. আমিও ঐ ধরনের গল্প লিখেছি .. লিখছি .. ভবিষ্যতেও হয়তো লিখবো .. কিন্তু নিজের মনের পুষ্টির জন্য এই non-erotic থ্রেডটাও চালিয়ে যাবো নিজের মতো করে।