Thread Rating:
  • 19 Vote(s) - 3.26 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance টুকরো টুকরো ভালোবাসার গল্প by romanticboy400
#16
লিসা আর সুপ্তি নিজেদের মধ্যে নিচুস্বরে কী যেন আলোচনা করছে নিঝুম যেয়ে হামলে পড়ে, “এই তোরা কী এত বলছিস রে কখন থেকে?” কিন্তু পাশ কাটিয়ে যায় ওরা এই প্রশ্ন নিঝুম গায়ে মাখেনা নিবিড় আর সেও তো কতকিছু গল্প করে, সব তো ওরা জানেনা এই ভেবে আর কিছু বলেনা হোসট হওয়ার কারণে নিঝুম আজ বন্ধুদের সাথে বেশি আড্ডা দিতে পারছেনা, আতিথেয়তা করতে একটু ছুটাছুটির মধ্যেআছে তাও যতটা সম্ভব সে বন্ধুদের সাথে থাকার চেষ্টা করছে দেখতে দেখতে বিকেল হয়ে যায় এবার একটু চিন্তায় পড়ে যায় নিঝুম এক স্যারের বাসায় ক্লাস আছে তার যাওয়ার ইচ্ছে নেই আজ মা কে বললে হয়তো যেতে মানাই করবেন কিন্তু স্যার তো ছার দেবেন নাতাও একবার চেষ্টা করে দেখবে ভাবে নিঝুম অন্তত রেডি তো হয়ে থাকা যাক, ভাবে সে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে থাকে নিবিড় একদৃষ্টে তাকিয়ে আছে ওর দিকে সে জানে যে আজ নিঝুমের ক্লাস আছে আর এটাও জানে যে সেই ক্লাসে আকাশ আছে হঠাৎ বলে ওঠে, “খালি চুল আঁচড়াচ্ছ কেন? ভালভাবে সাজগোজ কর একটুনিঝুম মাথায় চিরুনি ধরা অবস্থাতেই আয়নার দিক থেকে ঘুরে দাঁড়ায়, “কী বললি?” নিবিড়ের কণ্ঠের ঝাঁজ এবার স্পষ্টই বোঝা যায়,“ডেটে যাচ্ছ যখন, একটু সেজেগুজে যাওয়াই তো ভালো তাই না?” নিঝুম কী বলবে ভেবে পায়না নিবিড় খুব ভালোমতই তো বুঝছে যে তার যাওয়ার কোনই ইচ্ছে নেই ক্লাসে তাও এমন কথা বলল! না যাওয়ার চেষ্টা করবে ভেবেছিল, মুহূর্তে সেই চিন্তাটা বাতিল করে দেয় এবার নিঝুম এই ছেলের সাথে আর এক মুহূর্তও এক ছাদের নিচে না নিবিড়ের দিকে আর একবারও তাকায় না সে আর সবাইকেবাইবলে মাকে যেয়ে বলে ক্লাসে যাবে বের হয়ে যায় বাবার সাথে যাওয়ার সময় বাবার ফোন থেকে নিবিড়কে একটা মেসেজ দেয়, “আজ খুব বেশি কষ্ট দিলি তুই আমাকেএই মেসেজের কোন উত্তর দেয় না নিবিড় তার ভেতরটা তখন জ্বলছে তাকে উপেক্ষা করে নিঝুম আর কোথাও চলে যাবে, তাও আবার যেখানে ওই আকাশ আছে, এটা সে কোনমতেই মেনে নিতে পারেনা নিঝুমের চুল আঁচড়ানো দেখেই তার মেজাজ খারাপ হওয়া শুরু হয়েছে, তাই বাঁকা বাঁকা কথা বলে ইচ্ছে করে নিঝুমকে কষ্ট দিয়েছে কিন্তু তাও নিঝুম চলে গেল বুকের ভেতর এটা কীসের আগুন জ্বলছে অহরহ তা বুঝেও না বুঝার চেষ্টা চালিয়ে যায় নিবিড় প্রজ্ঞার জেরার পর জেরায় তার কাছে সে কাল রাতে একটু আভাস দিয়েছে নিজের মনের কিন্তু তা নিঝুমকে বলতে মানাও করে দিয়েছে কারণ নিশ্চিতভাবে সে কিছুই জানায়নি সে নিজেও নিশ্চিত না নিজের ব্যাপারে এমন তো হওয়ার কথা না! হবেও না তবুও, নিজের অনুভূতিগুলোকে নিজের কাছেই বড় অচেনা ঠেকে প্রজ্ঞা সাথে সাথে বান্ধবীকে জানাতে চেয়েছিল, কিন্তু নিবিড় বাঁধা দিয়েছে, “প্রজ্ঞা আমি এখনো সিওর না আমাকে একটু সময় দে বলিস না কিছু আগেই তোকে ঋজুর দোহাইএরপর প্রজ্ঞার আর কিছু করার থাকেনা ঋজুর নামটাই তার দেহমনে অদ্ভুত এক শিহরণ জাগায় সেখানে তার দোহাই দিলে প্রজ্ঞা অচল, নিরুপায়

ক্লাসে ঢুকার সাথে সাথেই আকাশ বলে ওঠে, “এত দেরি করলি কেন আসতে? আমি কখন থেকে এসে বসে আছি!” মনটা আগেই খারাপ ছিল আজ নিবিড়ের কথা শোনার পর থেকে আকাশের এই প্রশ্নে আর নিজেকে সামলাতে পারেনা নিঝুম, বারুদের মতো দপ করে জ্বলে ওঠেএকদম চুপ আকাশ আমি তোমার girlfriend না যে আমাকে সময় বেঁধে আসতে হবে আমি ক্লাসে পড়তে আসি, ক্লাসের সময়েই আসব তোমার সাথে আমার দেখা করার কথা না যে আগেই এসে বসে থাকতে হবেবলতে বলতে গলা ধরে যায় তার আকাশ হতভম্ব হয়ে থাকে এই মেয়ের রাগ সে আগেও দেখেছে, যতদিন ধরেই চেনে, রাগটাই সবচেয়ে বেশি দেখার সুযোগ হয়েছে তার অভিমানী নিঝুমের, আর আন্তরিকতা, যার কারণে মাত্র এক মাসের পরিচয়ে নিঝুম হয়ে উঠেছে তার অন্যতম প্রিয় বন্ধু কিন্তু তার কষ্টের রূপটা কখনো দেখেনি আকাশ সদা উচ্ছল এই মেয়েটা যে কাঁদতে পারে, তা তার জানাই ছিলনাকী বলে ফেললাম যে এভাবে কেঁদে দিল নিঝুম?”, অবাক হয়ে ভাবতে থাকে জিগ্যেস যে করবে কী হয়েছে, তাও সাহস পায়না এখন পর্যন্ত ক্লাসে শুধু সে আর নিঝুমএসেছে বাকিরা আসা শুরু করলে এভাবে কান্নাকাটি দেখলে কী মনে করবে তা ভেবে পায় না আকাশ তবে নিঝুম নিজেই একটু পরে সামলে নেয় চোখ মুছে বলে, “স্যরি রে বেশি রিঅ্যাক্ট করে ফেলেছি কিন্তু তোকেও একটা কথা বলে দিচ্ছি আমি, তোকে আর আমাকে জড়িয়ে কোন কথা শুনতে আমি রাজি না আমি তোর জন্য বন্ধুত্বের বাইরে কিচ্ছু ফিল করিনা এজন্য এমন কিছু কখনও করবিনা যাতে মানুষের মনে হয় যে আমাদের সম্পর্কটা শুধু বন্ধুত্ব না” “মানুষের না শুধু নিবিড়ের নিঝুম?”, আকাশের এমন প্রশ্নের কোন উত্তর দিতে পারেনা সে আকাশ বলে, “তোকে আর নিবিড়কে নিয়েও তো মানুষ কত কিছু ভাবে সেখানেতো তুই এমন রেগে যাস না আর নিবিড় তোকে আর আমাকে নিয়ে সন্দেহ করলেই তোর এত লাগে কেন? ওর কাছে নিজেকে ঠিক প্রমাণিত করার এত চেষ্টা কেন তোর?” নিঝুম জ্বলন্ত চোখে আকাশের দিকে তাকায়, “তুই ভুলে যাচ্ছিস আকাশ যে নিবিড় আমার bestfriend. আমাকে ভুল বুঝলে আমার কষ্ট লাগবেইকিছু না বলে কাঁধ ঝাঁকিয়ে একটা বিশেষ ভঙ্গি করে আকাশ যার মানে অনেক কিছুই হতে পারে আরও ছাত্রছাত্রী এসে গেছে ইতিমধ্যে স্যারও এসে গেছেন এরপর আর বিশেষ কথাবার্তা হয়না ক্লাস শুরু হয়ে যায় পুরো সময়টা অকারণেই বারবার চোখ ভিজে উঠতে থাকে নিঝুমের
[+] 3 users Like ddey333's post
Like Reply


Messages In This Thread
RE: টুকরো টুকরো ভালোবাসার গল্প by romanticboy400 - by ddey333 - 23-06-2021, 01:55 PM



Users browsing this thread: 1 Guest(s)