23-06-2021, 12:32 PM
(This post was last modified: 23-06-2021, 12:33 PM by Bichitro. Edited 1 time in total. Edited 1 time in total.)
(23-06-2021, 10:57 AM)Bumba_1 Wrote: সমস্ত গল্পের পেছনেই লেখকের মস্তিষ্কপ্রসূত কল্পনা অথবা কিছু সত্য ঘটনার মেলবন্ধন থাকে বা থাকা আবশ্যক।
যেসব কাহিনীতে এই দুটোর মধ্যে একটাও থাকে না সেগুলো মানুষের মনে দাগ কাটতে পারে না .. ওই পড়তে হয় পড়ার মতো।
তাই আমার কাছে যেটা সত্য ঘটনা .. তোমার বা অন্যের কাছে সেটা তো গল্পই।
এটা যদি গল্প হয় আর এতে আপনার কিছু কল্পনা মেশানো আছে তাহলে বলবো thug life
আর যদি এটা সত্য ঘটনা হয় তাহলে আপনাকে সেলাম ।
যদিও আপনি বলছেন এখানে দুটোই আছে। তাই দুটো একসাথেই বললাম --- thug life &
এইযে শেষে কথাটা বললেন --- আপনার কাছে যেটা সত্য ঘটনা সেটা আমার কাছে গল্প । সেখানে বলবো জীবনটাই তো একটা গল্প।
আমরা যখন কোন মনীষীর জীবনী পড়ি তখন সেটা গল্পই মনে হয়। তাই তার ভিতর থেকে কোন শিক্ষা আমরা ঠিক নিতে পারি না।
কিন্তু কত স্ট্রাগল , কতো লড়াই , কতো বিপ্লব। সব আমাদের কাছে গল্পোই। যতক্ষণ না নিজের জীবনে হচ্ছে। ততক্ষণ সত্য নয়।
কথাটা ঠিক