22-06-2021, 08:41 PM
(22-06-2021, 08:26 PM)dada_of_india Wrote: আমার অনেক দিনের ইচ্ছা আমরা সবাই মিলে মানে আমি, পিনুরাম, রাজদিপ, বরসেস, লেখক সবাই মিলে একটা গল্প লিখি ! শুরু হয়তো আমি করবো কিন্তু এক এক দিন এক এক জনে এক একটি জীবনের পদক্ষেপ রাখবে ! জিনিসটা কি করা যায়?
সবাই বলতে যে পাঁচ জনের নাম নিয়েছেন , তাদের সবার লেখাই অনেকটা একরকম , তাই ভিন্ন ধারার কাউকে সামিল করলে আমার মনে হয় আরও ইন্টারেস্টিং হবে । চরিত্র গুলি ভিন্নতা পাবে । চেইন গল্প অন্য অন্য সাইটে দেখছি তবে কোন বাংলা ফোরামে আজ পর্যন্ত দেখিনি । একটা শুরু হয়েছিলো লেখকদের মাঝে বোঝাপড়া না হওয়ায় বন্ধ হয়ে গেছে ।