Thread Rating:
  • 19 Vote(s) - 3.26 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance টুকরো টুকরো ভালোবাসার গল্প by romanticboy400
#8
দিন যায় কথা আজকাল ল্যান্ডলাইনের বাইরেও ডালপালা মেলতে শুরু করেছে নিঝুম বাসার কারো মোবাইল থেকে নিবিড়কে মেসেজ দেয়, নিবিড় তা রিপ্লাই করে তবে কেন যেন আজকাল মায়েদের অগোচরেই চলছে এই মেসেজিং কথার বিষয়বস্তু কিন্তু একই আছে ইতিমধ্যে নিঝুমের গুটিকয়েক বান্ধবীর সাথে মোবাইলে পরিচয় হয়েছে নিবিড়ের তবে তাদের সাথে কী কথা বলে নিবিড়, তা কখনো জানতে চায়না নিঝুম


মারা খুব ভালো বন্ধু হওয়ার কারণে নিবিড়দের বাসায় প্রায়ই যাওয়া হয় নিঝুমদের এমনই একদিন গেছে মায়ের সাথে নিবিড় বাসায় নেই নিঝুম আবার বরাবর একটু ছটফটে এক জায়গায় সুস্থির হয়ে বসে থাকা যেন তার ধাতে নেই এই অস্থিরতার কারণে মুভি পর্যন্ত দেখেনা সে যাই হোক, নিবিড় তো নেই, কী করবে এখন নিঝুম? খানিকক্ষণ এঘর ওঘর ঘুরাঘুরি করে চোখ পড়ে নিবিড়ের টেবিলের দিকে কাগজপত্র স্তুপ হয়ে আছেইস কী অগোছালো হয়ে আছে!”, ভাবে নিঝুম ভাবখানা এমন, নিজে যেন খুব গুছানো মেয়ে! তবুও, নিবিড়ের টেবিলটা সে গুছানোর চেষ্টা করে কিন্তু কাগজ ঘাটাই সার হয়, গুছানো আর হয়না, অত ধৈর্য কোথায় তার? যেখানকার কাগজ সেখানে রেখে দেয় আবার ইতিমধ্যে নিবিড় এসে গেছে সময় কাটানো আর কষ্ট হয়না নিঝুমের

পরদিন আবার কথা হচ্ছে নিবিড়ের সাথে নিঝুমের নোট দরকার একটা নিবিড় বলে,”দাঁড়া খুঁজিনিঝুমের হঠাৎ মনে পড়ে যায়, নোটখানি তো সে কালই দেখে এসেছে নিবিড়ের টেবিলে জানায় সে কথা,”অ্যাই তোর টেবিলে একটা খাম আছে না? তার নিচে দেখ নোটটা আছেনিবিড় বলে,”তুই আমার টেবিলে হাত দিয়েছিলি?” নিঝুম-“হু দিয়েছি তোসাথে সাথে কেমন রেগে যায় নিবিড়,”কেন?? তুই আমার টেবিলে হাত দিলি কেন? আর কখনো ধরবিনা আমার জিনিস যা তুই আর আমার বাসায়ই আসিস না কখনো
অভিমানী নিঝুম নিবিড়ের এমন কথায় কষ্ট পায় তবে কষ্টটা চেপে রাখে নিজের ভিতরেই মুখে কিছু বলেনা, কিন্তু এরপর বহুদিন আর নিবিড়ের বাসায় যায়নি সে আর মনে মনে প্রতিজ্ঞা করে,আর কখনো নিবিড়ের কোন কিছুতে সে হাত দেবেনা


আকাশ তালঢ্যাঙা একটি ছেলে একই স্যারের বাসায় পড়তে যেয়ে নিঝুমের সাথে বন্ধুত্ব হয়েছে তার নতুন নতুন নিঝুম নতুন বন্ধু পেয়ে মহাখুশি মনেই নিবিড়কে জানায় আকাশের কথা কিন্তু কোন এক অজ্ঞাত কারণে নিবিড় আকাশকে কোনমতেই সহ্য করতে পারছেনা কেন, তা হাজার জিগ্যেস করেও কোন সদুত্তর পায়নি নিঝুম নিবিড়ের বারবার সেই একই কথা, “আকাশ ভালো না, ওকে আমার ভালো লাগেনাআকাশের তরফ থেকেও নিবিড়ের প্রতি খুব একটা পছন্দনীয় মনোভাব দেখা যায় না অথচ দুজনের কেউ কাউকে চিনেনা, জীবনে দেখেওনি, নামও শুনেনি ওদের মাঝে শুধু নিঝুমই কমন একে অপরের কথা তারা নিঝুমের থেকেই জেনেছে সেদিন মা অনেক চাপাচাপির পর নিঝুম যেতে রাজি হয় নিবিড়ের বাসায় আরও দু-একজন বন্ধু বান্ধব আসে ছোটবেলার, আড্ডা হয় সব ছাড়িয়ে নিবিড়ের বক্তব্য শুনে গা টা জ্বলে উঠে নিঝুমের-“আকাশ যে তোর boyfriend না তার প্রমাণ দেকিন্তু নিজেকে সামলে নেয় সে বলে,”আমার boyfriend হলে সবার আগে তোরই জানার কথা নিবিড়নিবিড় তবুও মানেনা বলে,”প্রমাণ করনিঝুম বলে,”কীভাবে প্রমাণ করব আমি? সমস্যা কোথায় তোর??? আমার এমন কেউ থাকলে তুই জানবিনা এটা কেমন করে হয়??” বলে অন্য প্রসঙ্গে চলে যায়
ফেরার সময় সেদিন একটা অভাবনীয় ঘটনা ঘটে ওদেরই এক বান্ধবী, লিসার ছোট্ট ভাগ্নিকে নিয়ে এসেছিল সে নিবিড়ের বাড়িতে আসার সময় ভীষণ কিউট বাচ্চাটাকে নিঝুমের ভালো লেগে যায় ফেরার সময় মারা নেমে গেছেন আগে, নিঝুম লিসা আর নিবিড় গল্প করতে করতে নামে সিঁড়ি দিয়ে নামতে নামতে বাচ্চাটার গালে ছোট করে একটি চুমু এঁকে দেয় সে, গাল টিপে দেয় নিবিড় একটু উপরে ছিল সে নিঝুমকে ডাকে,”এই তুই একটু উপরে আয় তোঅবাক হলেও চুপচাপ নিবিড়ের কথা মানে নিঝুম উপরে যায় নিবিড়ের কাছে,”কী? ডাকলি কেন?”
-“
ওই জায়গায় আকাশ হলে ভালো হত না?”, নিঝুমের কানের কাছে মুখ এনে বলে নিবিড় প্রচণ্ড রাগে একটা মিনিট কোন কথা বলতে পারেনা নিঝুম এরপর সিঁড়ির আধো আলো আধো অন্ধকারেঠাসকরে একটা শব্দ আর একটা কথাও না কারো মুখ থেকে দুদ্দাড় করে সিঁড়ি বেয়ে নেমে চলে যায় নিঝুম বাসায় ফিরে একটা মেসেজ দেয় নিবিড়কে,”তুই আমাকে এরকম ভাবতে পারলি?” কোন রিপ্লাই আসেনা সেই মেসেজের চড় খেয়ে হতবাক হয়ে গিয়েছিল নিবিড় আজ পর্যন্ত কেউ তাকে এত নীরব, অথচ এত সশব্দ প্রতিবাদ জানাতে পারেনি কোন বিষয়ে আর নিঝুম কিনা…? তবে একটা ব্যাপারে সিওর হয়ে যায়, না নেই কিছু নিঝুমের মনে কারো জন্য জানেনা কেন, কেমন একটা খুশির বাতাসও ছুঁয়ে যায় চড় খেয়ে অপমানে জ্বলতে থাকা গালটাকে তবে পরক্ষনেই আবার সেই জ্বালাটা ফিরে আসে নিঝুমের মেসেজ দেখেচড় মারলি কেন তুই আমাকে??”-লিখতে যেয়েও লিখলনা নিঝুমের সাথে আর কোন কথা বলবেনা, ঠিক করে সে
[+] 3 users Like ddey333's post
Like Reply


Messages In This Thread
RE: টুকরো টুকরো ভালোবাসার গল্প by romanticboy400 - by ddey333 - 21-06-2021, 05:27 PM



Users browsing this thread: 2 Guest(s)