Thread Rating:
  • 19 Vote(s) - 3.26 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance টুকরো টুকরো ভালোবাসার গল্প by romanticboy400
#2
আজ থেকে ঠিক তিন বছর আগে এই দিনে দিশার সাথে বিপলুর প্রথম পরিচয় হয়
বন্ধুত্বের কিছুদিন পরেই দিশাকে ভালোবাসতে শুরু করে বিপলু দিশাও ব্যাপারটা বুঝতে পারে কিন্তু না বোঝার ভান করে থাকে
মেয়েদের এই এক স্বভাব, “বুক ফাটে তো মুখ ফোটে না
ওই দিকে বিপলু নানা কথা- বার্তায়, চাল-চলনে দিশাকে বোঝাতে চেষ্টা করে যে সে দিশাকে ভালোবাসে
দিশা বুঝেও সবসময় না বোঝার ভান করে থাকতো কারণ, দিশা সবসময় চাইতো বিপলু দিশাকে সরাসরি প্রপোজ করুক
সব মেয়েরেই এই রকম স্বপ্ন থাকে যে তার ভালোবাসার মানুষ তাকে আগে প্রপোজ করুবে, তার মনের কথাটা বলবে কিন্তু বিপলু সেটা পারছে
না শুধুমাএ বন্ধুত্বটা নষ্ট হওয়ার ভয়ে
কোনদিন আর পারেওনী
মাঝে অন্য একটা ছেলের জন্য দুই জনের বন্ধুত্বের ফাটল দেখা দেয়
অতঃপর দীর্ঘ দুই বছর পর আজ আবার তাদের দেখা কিন্তু বিপলু আজও দিশাকে মনের কথা না বলায় দিশার মন খারাপ
২০ মিনিট হয়ে গেল বিপলু এখনো আসছে না
দিশা ফোন করল কিন্তু বিপলু ফোনটাও ধরছে না
হয়তো বিপলু চলে গেছে, হয়তো বিপলুর আজও বলার সাহস হয়নী এমনটা ভেবে দিশা উঠে দাড়ালো
হঠাৎ পিছন থেকে কে যেনদিশাবলে চিৎকার করে উঠল
দিশা পিছনে ফিরে তাকালো
আরে এতো বিপলু!
একটু দূরে হাটুগেড়ে বসে আছে, হাতে এক গুচ্ছ লাল গোলাপ
বিপলু লাল গোলাপ গুলো দিশার দিকে বাড়িয়ে দিয়ে চিৎকার করে বলে উঠল,
দিশা……, I……Love…… You……. .!!!
লেকের পাড়টা যেনো বিপলুর চিৎকারে কেপেঁ উঠল
লেকের পাড়ের উৎসুক মানুষ গুলোর দৃষ্টি এখন শুধু বিপলু আর দিশার দিকে
এমন দৃশ্য হয়তো আজ বিরল তাই কেউ কেউ ছবি তুলতে ব্যস্ত হয়ে গেল
অন্য দিকে দিশা অপলক দৃষ্টিতে বিপলুর দিকে তাকিয়ে রইল
যে বিপলু ভালোবাসি কথাটা বলতে তিন বছর সময় নিলো, যে বিপলুর মনের কথাটা বলতে গেলে হাত কাপঁতে শুরু করে সেই বিপলু আজ পুরো পৃথিবীর সামনে প্রপোজ করল!
এটা ভাবতেই দিশা অবাক হয়ে গেল
দিশা কেমন যেনো নিস্তব্ধ হয়ে গেলো
দিশার বিস্ময় যেনো কাটছে না
বিপলু সত্যি আজ প্রপোজ করল নাকি দিশা স্বপ্ন দেখছে
কেন যেনো আজ নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না দিশা
সব কিছুই যেনো আজ স্বপ্ন মনে হচ্ছে
এই সব কথা ভাবতে ভাবতে দিশার চোখে জল চলে আসল
কিরে আর কতক্ষণ বসে থাকবো ??
বিপলুর কথায় যেনো জ্ঞান ফিরল দিশার
দিশা আস্তে আস্তে বিপলুর দিকে এগিয়ে আসলো
বিপলুর হাত থেকে ফুলের তোড়াটা নিলো
বিপলু উঠে দাড়ালো দিশা বিপলুর দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাড়িয়ে রইল
কিছুক্ষণ পর......
কিরে, কিছু বলবি না ?
কি বলবো ? (দিশার চোখে জল)
তুই কাঁদছিস কেন ?
মার খাবি এই কথাটা বলেতে এত সময় লাগলো?
ওকে, সরি…..
কান ধর
কার? তোর না আমার?
তোর, শয়তান (ধমক দিয়েই বলল দিশা)
বিপলু কানে ধরতে যাবে ঠিক তখনি দিশা “I Love You Too” বলে বিপলুকে জড়িয়ে ধরল
দিশার চোখ দিয়ে জল পড়তে লাগলো
বিপলু জানে দিশার চোখে আজ কোনো কষ্টের কান্না ছিলো না, যা ছিলো তা ছিলো আনন্দের
আর বিপলুর চোখে- মুখে ছিলো আনন্দের হাসি
গত দুই বছর বিপলু দিশার জন্য অনেক কেঁদেছে, সেই কাঁন্না আজ হাসিতে রুপান্তরিত হয়েছে
[+] 3 users Like ddey333's post
Like Reply


Messages In This Thread
RE: টুকরো টুকরো ভালোবাসার গল্প by romanticboy400 - by ddey333 - 21-06-2021, 01:46 PM



Users browsing this thread: 1 Guest(s)