21-06-2021, 01:03 PM
আর নিবারণকাকারও একটা খবর নেওয়া উচিত। ড্রাইভার অতনুকে গাড়ি বের করতে বললাম। আজকের রাতটা গ্রামেই কাটাব মনে করে কিছু জামাকাপড় ব্যাগে ভরে বিকেলের পর গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিন্তু ভাগ্য খুবই খারাপ। সন্ধ্যে হতে না হতেই আকাশ কালো করে মেঘ উঠল। সঙ্গে প্রবল বৃষ্টি আর বজ্রপাত। অতনু অবশেষে গাড়ি চালাতে না পেরে রাস্তার একপাশে একটা চায়ের দোকানের সামনে গাড়ি দাঁড় করিয়ে দিল। বৃষ্টির বেগ যখন কিছুটা কমল তখন হাতঘড়িতে দেখলাম প্রায় আটটা বাজতে যাচ্ছে। অতনু গাড়ি স্টার্ট করতে গিয়ে দেখল স্টার্ট নিচ্ছেনা গাড়ি। ও অনেক চেষ্টা করে হাল ছেড়ে দিল। চায়ের দোকানের ছোকরা মালিকটা জানাল গ্রামে যাবার শেষ বাসটা নাকি এখনও যায়নি। তাতে করে আমি চলে যেতে পারব। অবশেষে ঠিক হল আমি বাসে করে গ্রামে চলে যাব। আর অতনু গাড়িটা সারিয়ে নিয়ে কাল সকালে আমাদের গ্রামে গিয়ে আমাকে আবার কলকাতায় নিয়ে যাবে। মিনিট দশেকের মধ্যেই বাসটা চলে এল। অতনুকে গ্রামে যাবার রাস্তা ভালভাবে বুঝিয়ে দিয়ে আমি বাসে চড়ে বসলাম।