20-06-2021, 06:11 PM
(20-06-2021, 05:34 PM)Baban Wrote: অবশ্যই মনে আছে. তবে যমজ মহিলা নিয়ে লিখলে গল্পটা এমন ভাবে লিখতে হবে যেন সেটা পাঠকদের কাছে predictable না হয়েছে যায়. আর এমন চমক যাতে পাঠক অবাক হয়ে যায়. তবে সময় নিয়ে মাথা ঠান্ডা করে লিখতে হবে. এসব লেখা হুটহাট করে শুরু করতে নেই. আর প্রেমের গল্পের অপেক্ষায় রইলাম ❤
সেই জন্যেই তো বলছি মশাই। থ্রিলার লিখতে গেলে সব কিছু খুটিনাটি দেখে রাখতে, হবে।
এখন সুচিত্রা আকাশের প্রেম শুরু হবে । হোক। অন্য দিকে মনটা না যায় সেটা খেয়াল রাখতে হবে। তবে আর একটা ছোট ফ্যান্টাসি লিখছি। আশা করি সমস্যা হবে না।