20-06-2021, 04:31 PM
(20-06-2021, 03:12 PM)Bumba Wrote: সোমার কাছ থেকে কোন সত্যি জানার কথা বলছেন? শ্রীতমার ক্ষেত্রে ওই দুর্বৃত্তদের করা প্রত্যেকটি অভিসন্ধির কথা এতদিনে একটু একটু করে বোধগম্য হয়ে যাওয়ার কথা তার মতো বুদ্ধিমতি মেয়ের।
রইলো বাকি তার স্বামীর একটি মিথ্যে কেসে ফেঁসে গিয়ে অজ্ঞাতবাসের কথা .. আমার ধারণা ইন্সপেক্টর খানের সঙ্গে কলকাতা থেকে ফেরার পথে কোন্নগরে কাটানো সেই ভয়াবহ কামোত্তেজক রাত এবং পরবর্তীকালে তার স্বামীর বিরুদ্ধে মিথ্যে কেস দেওয়া দুর্বৃত্তদের সঙ্গে একসাথে যৌনবিলাসে মত্ত হওয়ার (যতই প্রথমে ঘটনাটি আপাত বলপূর্বক হোক না কেনো) পরে নিজের এবং তার পরিবারের প্রতি ঘটে যাওয়া ষড়যন্ত্রের কিছুটা হলেও আভাস পেয়েছিলো বুদ্ধিমতী শ্রীতমা।
আপনার এই কথাগুলোই গল্পের শ্রীতমার কাছ থেকে জানতে বা শুনতে চাইছিলাম দাদা। এগিয়ে যান, পাশে আছি।
বারবার বুদ্ধিমান বলে লজ্জা দেবেন না দাদা। আমি আপনার গল্পের একজন নগণ্য পাঠক মাত্র।