20-06-2021, 03:12 PM
(This post was last modified: 20-06-2021, 03:14 PM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(20-06-2021, 02:56 PM)sudipto-ray Wrote: এবার আসল খেলা শুরু। শ্রীতমার এমন যুদ্ধংদেহী মনোভাবটাই দেখতে চেয়েছিলাম দাদা। কিন্তু সোমার কাছ থেকে আসল সত্যিটা জানার পর শ্রীতমার মধ্যে কোন ভাবান্তর দেখতে পেলাম না। এটা কেমন যেন অবাস্তব মনে হল। বাকি সব ঠিক আছে। ভিলেন বনাম হিরোইনের লড়াই। খেলাটা যেন জমজমাট হয় দাদা। আর শ্রীতমা ও দেবাংশুর মধ্যে পুরাতন প্রেমটা পুনরায় জেগে উঠলে ক্ষতি কি। আদৌ কি দেবাংশু বিয়ে করেছে, নাকি শ্রীতমার স্মৃতি বুকে নিয়ে বেঁচে আছে।
লাইক ও রেপুটেশন দুটোই।
প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ
সোমার কাছ থেকে কোন সত্যি জানার কথা বলছেন? শ্রীতমার ক্ষেত্রে ওই দুর্বৃত্তদের করা প্রত্যেকটি অভিসন্ধির কথা এতদিনে একটু একটু করে বোধগম্য হয়ে যাওয়ার কথা তার মতো বুদ্ধিমতি মেয়ের।
রইলো বাকি তার স্বামীর একটি মিথ্যে কেসে ফেঁসে গিয়ে অজ্ঞাতবাসের কথা .. আমার ধারণা ইন্সপেক্টর খানের সঙ্গে কলকাতা থেকে ফেরার পথে কোন্নগরে কাটানো সেই ভয়াবহ কামোত্তেজক রাত এবং পরবর্তীকালে তার স্বামীর বিরুদ্ধে মিথ্যে কেস দেওয়া দুর্বৃত্তদের সঙ্গে একসাথে যৌনবিলাসে মত্ত হওয়ার (যতই প্রথমে ঘটনাটি আপাত বলপূর্বক হোক না কেনো) পরে নিজের এবং তার পরিবারের প্রতি ঘটে যাওয়া ষড়যন্ত্রের কিছুটা হলেও আভাস পেয়েছিলো বুদ্ধিমতী শ্রীতমা।
হ্যাঁ, সোমার জীবনের দুঃখের কাহিনী শুনে হয়তো তার মতো নরম মনের মানুষ বিমর্ষ হতে পারতো। কিন্তু প্রথমতঃ সেই মুহূর্তে শ্রীতমা নিজেই প্রচন্ড বিরক্ত হয়েছিল সোমার উপর তার পূর্ববর্তী ক্রিয়া-কলাপের জন্য। দ্বিতীয়তঃ যার নিজের জীবন এরকম অনিশ্চয়তার দোলাচলে ভ্রাম্যমান, সে আর অন্যের দুঃখের ভার নিজের মাথায় নিতে চায়নি হয়তো।
আশা করি আমার কথাগুলো বিবেচনা করবে আপনার মতো বুদ্ধিমান পাঠক।