20-06-2021, 11:32 AM
(19-06-2021, 10:34 PM)Baban Wrote:UPCOMING UPDATE TEASER
টিফিনের সময় বাবাই আর মৈনাক এখনো বাইরে যায়না. যদিও বেশ কয়েকদিন আর ওদের মুখ দেখেনি বাবাই কিন্তু তবু ঘরেই টিফিন খায়. দুই বন্ধু ভাগাভাগি করে টিফিন খেয়ে কিছুক্ষন ক্লাসেই আড্ডা মেরে হাত ধুতে বাইরে গেলো. কল থেকে হাত আর টিফিন বক্স ধুয়ে যখন ওরা ফিরে আসছে তখন সিঁড়ির সামনে আসতেই চমকে উঠলো দুজনেই. যাদের থেকে এড়িয়ে চলার চেষ্টা করছিলো তারা সিঁড়ি দিয়ে নেমে আসছে. বাবাই ভেবেছিলো দৌড়ে পালাবে কিন্তু তা আর কি সম্ভব হবে? ওরা এসে দাঁড়িয়েছে একদম ওদের সামনে. বুকটা ধক করে উঠলো দুই বন্ধুর. এবার এরা কি করবে?
কাল রাতে একটা আপডেট দেবো.
আজ সন্ধ্যা থেকেই রেডি হয়ে থাকবো বন্ধু ! দুর্দান্ত হচ্ছে
ধৃতরাষ্ট্র - দা বস !