19-06-2021, 10:34 PM
(This post was last modified: 19-06-2021, 10:35 PM by Lekhak is back. Edited 1 time in total. Edited 1 time in total.)
(19-06-2021, 10:05 PM)Biddut Roy Wrote: অবিশ্বাস্য, অসাধারণ ও দারুণ একটা খবর!
আপনি যে আবার ফিরে আসবেন তা কল্পনাতীত।
যেনে খুশি হলাম পুরাতন অসমাপ্ত রয়ে যাওয়া গল্প গুলো হাত দিবেন।
তৃপ্তির তৃপ্তি নামের একটা গল্পের রিমেক 'তৃপ্তি ' গল্পটি আপনি তৃতীয় অধ্যায় পর্যন্ত লেখে লিখা বন্ধ করেছিলেন । এই গল্পটা পুনরায় লিখার অনুরুধ করছি।
খুব ভাল লাগল আপনার লেখা পড়ে। কিন্তু একটি সমস্যা হয়েছে, আমি হারিয়ে যাবার পর, বা আমার অনুপস্থিতিতে অনেকেই আমার এই লেখক নাম টি ব্যবহার করে লেখা লিখেছেন বা এখনো লিখে চলেছেন। কিন্তু সত্যি কথা বলতে কি ওই লেখাগুলি কোনোটাই আমার নয়। আমি মনে করি যদি লেখায় পোক্ত হাত থাকে তবে অন্য কারুর নাম ব্যবহার করা উচিত নয়। সে এমনি জনপ্রিয়তা পাবে কারুর নাম ব্যবহার করবার প্রয়োজন পড়বে না। তবে তাদের লেখনী নিয়ে আমার কিছু বলার নেই। নিশ্চই ভাল লিখেছেন, সেই জন্যই জনপ্রিয়তা পেয়েছেন।