19-06-2021, 10:27 PM
(This post was last modified: 20-06-2021, 01:25 PM by Bumba_1. Edited 2 times in total. Edited 2 times in total.)
(19-06-2021, 10:19 PM)satyakam Wrote: আমি দেখছিলাম জার্মানি আর পর্তুগাল এর। আপনার আপডেট পড়া শুরু করলাম। এদিকে পরপর জার্মানি দুটো গোল দিল। আর ওদিকে প্রথমেই রূপসার ফটো । খেলা দেখবো না পড়বো সেটাই ভাবছিলাম। দুটো একসাথেই করলাম।
যেভাবে দেবযানী কে আবার খেলায় নামালেন
শ্রীতমা র নতুন রূপ। যুদ্ধ করার রূপ।
দেবাংশুর সাথে শ্রীতমার দেখা হওয়া
সাথে আবার বুম্বা নামের আর একটা চরিত্র সৃষ্টি।
আপনি মশাই খুব ভালো খেলা দেখাচ্ছেন।
এখন দেখার শ্রীতমার সাথে তার স্বামীর মিলন হয় কিনা আর দেবাংশু শ্রীতমা কে সাহায্য করে চলে যায় কি না। আর দেবাংশুর স্ত্রী কেও দেখার ইচ্ছা আছে।
আপনি আবার শ্রীতমার স্বামীকে মেরে দেবাংশুর সাথে মিলন করাবেন না তো!
সেটা করালেও বেশ ভালোই হয়।
বাকি আপনি শ্রষ্ঠা । আপনার সৃষ্টি। আপনার ইচ্ছা।
রুপসা কে?
প্রত্যেকটি নামের সংযোজন, প্রত্যেকটি ঘটনার বাঁক .. একজন বুদ্ধিমান পাঠক হিসেবে to the point তুলে ধরার চেষ্টা করেছো। এর ফলে প্রমাণ হয় তুমি আমার আপডেটের প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ো। তোমাদের মতো উপযুক্ত পাঠক পেয়েছি বলে, এখানেই তো আমার লেখার স্বার্থকতা।
কিন্তু এতগুলো নামের মধ্যেও একটি ভীষণ গুরুত্বপূর্ণ নাম বাদ চলে গেলো যে। যাই হোক, ভবিষ্যতে আবার তার সঙ্গে দেখা হবে নিশ্চয়।
By the way, পর্তুগাল আর জার্মানির মধ্যে খেলা হলে আমি জার্মানি কে সাপোর্ট করি।