19-06-2021, 01:55 PM
অসম্পূর্ণ সিরিজা এবার একটু অন্যরূপে আসবে। পাঠকদের চাহিদা পূরন করতে গিয়ে সিরিজা শেষের দিকে অনেকটাই এলোমেলো হয়ে গিয়েছিল। আমি যেভাবে শেষ করতে চেয়েছিলাম, সেভাবে গল্পটি এগোয় নি। শেষের দিকে সিরিজা সেই জন্য জনপ্রিয়তা হারিয়ে ফেলেছিল। এবারে নতুন সিরিজা অন্য রূপে আসবে। পুরোনো গল্পের মধ্যে কিছু নতুন চরিত্রের সংযোজন ঘটবে। যদিও কাহিনী তে বাকি চরিত্র গুলো বাদ দিয়ে। এই গল্পটি একটি ত্রিকোণ প্রেম মুখী গল্প হয়ে পড়েছিল। দিবাকর কে আমি যেভাবে উপস্থাপন করতে চেয়েছিলাম। সেভাবে পারিনি। এর জন্য আমি নিজেই ক্ষমা প্রার্থী।
লেখক
লেখক