18-06-2021, 06:03 PM
প্রতিনিয়ত ধারাবাহিকতা রক্ষার দায় ছিলো না । অনবরত পারম্পর্য বজায় রাখার ঠিকেদারিত্বও বহন করতো না । ব্যাকরণের চোখ-রাঙানিকে পাশ কাটিয়ে যেতো অনায়াসেই । অনেক অ-সংলগ্নতায় সর্বাঙ্গই ছিলো কন্টকিত - এসব অপূর্ণতা , অসম্পূর্ণতা , অবাস্তবতাকে ছাপিয়ে-ছাড়িয়েও ওরা কিন্তু এখনও - এই ডিজিট্যাল-সময়েও - তুলে রেখেছে সরলতা আর সফলতার গৌরব-নিশানটিকে । - স্ক্যানড্ কাহিনির কথা বলছি । - আর বলছি ''ওনার'' কথা - ''যিনি'' অনলস-নিষ্ঠায় লোকরঞ্জন-ব্রত পালন করে চলেছেন । - সালাম ।