18-06-2021, 04:58 PM
আমি বললাম, না মানে, সাথী নুতন এসেছে বলেই একজনকে বন্ধু করে নিতে চাইছে।
অধরা বললো, ক্লাশে মেয়ের কি অভাব আছে? আমি ক্লাশ ক্যাপ্টেন, কই আমাকেও তো তার কোন সমস্যার কথা বলেনি।
আমি বললাম, না মানে, সাথী এই জায়গাটা একটু ঘুরে দেখতে চাইছিলো। সাথে একটা ছেলে ছাড়া ভরসা পাচ্ছিলো না।
অধরা ঘাড়টা কাৎ করে কিছুক্ষণ আমার দিকে তাঁকিয়ে রইলো। তারপর বললো, ওসব হলো চালাকী। প্রথমে ঘুরে বেড়ানো, তারপর মনের মাঝেই জায়গা করে নিতে চাইবে। হিসেবটা সাথী ঠিক মতোই করে নিয়েছে। তোমার মতো ধনীর দুলালদেরই এরা টার্গেট করে। নইলে ক্লাশে এত সব ছেলে থাকতে তোমাকে বেছে নিলো কেনো?
আমি হাসলাম, বললাম, তুমি শুধু শুধুই দুশ্চিন্তা করছো। এত সহজে আমি সাথীর প্রেমে পরবো না।
অধরা বললো, তাহলে কলেজ ছুটির পর বাড়ী না ফিরে গিয়ে, একেবারে উদাস মনে ওদিকে জেলে পাড়ার দিকে এগুচ্ছিলে কেনো?
আমি অপ্রস্তুত হয়েই বললাম, না মানে, ওদিকটার দৃশ্য গুলো খুব সুন্দর! সাগর পারে মাছের জালগুলো ছড়িয়ে শুকুতে দেয়া। বাড়ীর চালে, ডালায় মাছ শুকানোর দৃশ্য, এসব তো খুব একটা চোখে পরে না।
অধরা বললো, ওসবই যদি দেখতে যাও, তাহলে আমি কিছু বলবো না। তারপরও সাথীর ব্যাপারে সাবধান করবো।
এই বলে অধরা এগুলো নিজ বাড়ীর পথে।
অধরার কথা আমাকে ভাবিয়ে তুললো। আমার মতো ধনীর দুলালদের এরা টার্গেট করে। তবে কি অধরাও আমাকে টার্গেট করে আছে নাকি? অধরাও কি আমাকে ভালোবাসে? আমাকে তার নজরে নজরেই রাখে?
এই পর্য্যন্ত কত মেয়ের ভালোবাসাই তো পেয়েছি। সবই কি আমি ধনীর দুলাল বলে? তাহলে হেনা? সে তো আমাকে পাত্তাই দিলো না। মুখের উপর দরজাটা বন্ধ করে দিয়েছিলো। সথী যদি আমাকে পটাতেই চায়, আমিও হেনাকে পটিয়ে ছাড়বো। আমার মনে হঠাৎই এক প্রকার জেদ চাপলো। আমি জেলে পাড়ার দিকে না এগিয়ে, হেনাদের বাড়ীর দিকেই এগিয়ে গেলাম।
অধরা বললো, ক্লাশে মেয়ের কি অভাব আছে? আমি ক্লাশ ক্যাপ্টেন, কই আমাকেও তো তার কোন সমস্যার কথা বলেনি।
আমি বললাম, না মানে, সাথী এই জায়গাটা একটু ঘুরে দেখতে চাইছিলো। সাথে একটা ছেলে ছাড়া ভরসা পাচ্ছিলো না।
অধরা ঘাড়টা কাৎ করে কিছুক্ষণ আমার দিকে তাঁকিয়ে রইলো। তারপর বললো, ওসব হলো চালাকী। প্রথমে ঘুরে বেড়ানো, তারপর মনের মাঝেই জায়গা করে নিতে চাইবে। হিসেবটা সাথী ঠিক মতোই করে নিয়েছে। তোমার মতো ধনীর দুলালদেরই এরা টার্গেট করে। নইলে ক্লাশে এত সব ছেলে থাকতে তোমাকে বেছে নিলো কেনো?
আমি হাসলাম, বললাম, তুমি শুধু শুধুই দুশ্চিন্তা করছো। এত সহজে আমি সাথীর প্রেমে পরবো না।
অধরা বললো, তাহলে কলেজ ছুটির পর বাড়ী না ফিরে গিয়ে, একেবারে উদাস মনে ওদিকে জেলে পাড়ার দিকে এগুচ্ছিলে কেনো?
আমি অপ্রস্তুত হয়েই বললাম, না মানে, ওদিকটার দৃশ্য গুলো খুব সুন্দর! সাগর পারে মাছের জালগুলো ছড়িয়ে শুকুতে দেয়া। বাড়ীর চালে, ডালায় মাছ শুকানোর দৃশ্য, এসব তো খুব একটা চোখে পরে না।
অধরা বললো, ওসবই যদি দেখতে যাও, তাহলে আমি কিছু বলবো না। তারপরও সাথীর ব্যাপারে সাবধান করবো।
এই বলে অধরা এগুলো নিজ বাড়ীর পথে।
অধরার কথা আমাকে ভাবিয়ে তুললো। আমার মতো ধনীর দুলালদের এরা টার্গেট করে। তবে কি অধরাও আমাকে টার্গেট করে আছে নাকি? অধরাও কি আমাকে ভালোবাসে? আমাকে তার নজরে নজরেই রাখে?
এই পর্য্যন্ত কত মেয়ের ভালোবাসাই তো পেয়েছি। সবই কি আমি ধনীর দুলাল বলে? তাহলে হেনা? সে তো আমাকে পাত্তাই দিলো না। মুখের উপর দরজাটা বন্ধ করে দিয়েছিলো। সথী যদি আমাকে পটাতেই চায়, আমিও হেনাকে পটিয়ে ছাড়বো। আমার মনে হঠাৎই এক প্রকার জেদ চাপলো। আমি জেলে পাড়ার দিকে না এগিয়ে, হেনাদের বাড়ীর দিকেই এগিয়ে গেলাম।