18-06-2021, 04:05 PM
(This post was last modified: 18-06-2021, 04:06 PM by Bichitro. Edited 1 time in total. Edited 1 time in total.)
(18-06-2021, 03:56 PM)Baban Wrote: কুড়ুল যখন মেরেই ফেলেছেন কি আর করা যাবে... লেংচাতে লেংচাতে হাসপাতালে যান
তবে আমি বলবো ছুটি নেবার মুড থাকলে আগে কিছুদিনের ছুটি কাটিয়ে তারপরে ফিরুন. আমাদের খুশির জন্য নয়, যদি নিজের লেখার ইচ্ছে জেগে থাকে তবেই লিখুন... নইলে আগে কয়েকদিন ছুটি কাটিয়ে ভেবে নিন. আর নিজের লেখক সত্তাটা যদি বাইরে বেরোনোর জন্য ছটফট করছে মনে হয় তাহলে তাকে আটকে রাখবেন না
ছটফট করছে মশাই। লেখা বার হবার জন্য ছটফট করছে। তবে আমার ভিতরে কোন লেখক সত্ত্বা আছে কিনা জানি না।
এখানে এসেছিলাম পিনু দার সাথে কথা বলার জন্য। দেখুন কাক ময়ূর এর পাখনা লাগিয়ে বসে আছে।
পরের রবিবার মানে প্রায় দশ দিন ছুটি আছে হাতে এখনো । ততদিনে একটা জম্পেশ প্লট ভেবে একটা ছোট আপডেট লিখে নিতে পারবো। আর যদি বৃষ্টি হয় তাহলে তো কথাই নেই।