18-06-2021, 03:56 PM
(18-06-2021, 03:24 PM)satyakam Wrote: আমি নিজের পায়েই কুড়ুল মেরেছি। পড়ছিলাম সতিলক্ষীর সর্বনাশ। ছিলাম ছুটিতে। হঠাৎ মনের মধ্যে প্রেম জাগায় এই দুটো চরিত্র সৃষ্টি করলাম।![]()
![]()
ছুটি বরবাদ।![]()
তবে ভালো জিনিস হঠাৎই হয়। কি বলেন![]()
![]()
আপনার লেখা আবার কবে পড়তে পারবো জানি না। তবে অবশ্যই পড়বো। আমার পড়ার গতি একটু বেশি।![]()
![]()
কুড়ুল যখন মেরেই ফেলেছেন কি আর করা যাবে... লেংচাতে লেংচাতে হাসপাতালে যান

তবে আমি বলবো ছুটি নেবার মুড থাকলে আগে কিছুদিনের ছুটি কাটিয়ে তারপরে ফিরুন. আমাদের খুশির জন্য নয়, যদি নিজের লেখার ইচ্ছে জেগে থাকে তবেই লিখুন... নইলে আগে কয়েকদিন ছুটি কাটিয়ে ভেবে নিন. আর নিজের লেখক সত্তাটা যদি বাইরে বেরোনোর জন্য ছটফট করছে মনে হয় তাহলে তাকে আটকে রাখবেন না