18-06-2021, 03:18 PM
(18-06-2021, 02:57 PM)Baban Wrote: একজন ফিল্মমেকার যদি আগে প্রতিদিন পোল করে গল্পের ব্যাপারে, গল্পের প্রতি আকর্ষক মুহুর্ত সম্পর্কে বার বার জনগণের মতামত নিতে শুরু করে তবে কি সেই ফিল্ম নিয়ে আর ক্রেজ থাকবে? গল্পর ক্ষেত্রেও তাই.....গল্পটা কার? কে লিখবে? দর্শক নাকি আপনি? আমরা যদি আগেই জেনে যাই এইরকম একটা কিছু হতে চলেছে... এই এই হবে তাহলে আর সেই অনুভূতি গুলো জাগবে কিকরে? হ্যা একধরণের গল্প হয় যে যেখানে ফ্ল্যাশবাক থাকে... আপনি যদি সেরকম কিছু রাখেন তাহলে হতে পারে.... কিন্তু আপনি আপনার মতো লিখে যান. স্রষ্টা আপনি..... সৃষ্টি আপনার. ❤
আচ্ছা। আর কাউকে জিজ্ঞেস করবো না।
তবে আমি একটা কথা আমার বন্ধু বান্ধবীদের বলি স্মৃতি কেবল দুঃখ দেয়। তাই ফ্ল্যাশব্যাক আমি কখনোই লিখবো না ভেবে রেখেছি। তবুও গল্পের জন্য হয়তো ভবিষ্যতে লিখতে হতে পারে।
রবিবার সকাল প্রথম আপডেট আসবে।